ওয়াশিংটন, 16 সেপ্টেম্বর: সুস্থ আছেন ট্রাম্প ৷ খবর পেয়ে স্বস্তি প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ সেই সঙ্গে তাঁর স্পষ্ট বার্তা, দেশে রাজনৈতিক কিংবা অন্য হিংসার কোনও স্থান নেই ৷ ফ্লোরিডার পাম বিচের গলফ ক্লাবে ট্রাম্পের উপর হামলার পর জানান বাইডেন ৷
মার্কিন স্থানীয় সময় অনুযায়ী, রবিবার বিকেলে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপার্থীর উপর হামলা করা হয় ৷ প্রাথমিক তদন্তের পর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, তাঁকে হত্যার করার উদ্দেশেই এই হামলা ৷ ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতারও করেছে এফবিআই আধিকারিকরা ৷ তবে সুস্থ আছেন ট্রাম্প ৷ আর সেই খবর পাওয়ার পরই একটি বিবৃতি প্রকাশ করেছেন বাইডেন ৷
বাইডেন লেখেন, "গোয়েন্দা সংস্থার কাছে ঘটনা প্রসঙ্গে বিস্তারে জানতে পেরেছি ৷ ঘটনার তদন্ত ও প্রাক্তন প্রেসিডেন্টকে সুরক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হবে হোয়াইট হাউসের তরফে ৷ ইতিমধ্যেই মার্কিন সিক্রেট সার্ভিসকে নির্দেশ দেওয়া হয়েছে ৷" তিনি আরও লেখেন, "হামলায় প্রাক্তন প্রেসিডেন্ট সুস্থ আছে শুনে আমি নিশ্চিন্তবোধ করছি ৷ ঘটনায় তদন্ত চলছে ৷ আমি আগেও বলেছি, আবারও বলছি ৷ কোনও রকমের হিংসাকে এই দেশের সরকার প্রশয় দেয় না ৷"
I have been briefed by my team regarding what federal law enforcement is investigating as a possible assassination attempt of former President Trump today.
— President Biden (@POTUS) September 16, 2024
A suspect is in custody, and I commend the work of the Secret Service and their law enforcement partners for their…
জানা গিয়েছে, রবিবারই সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন এফবিআই আধিকারিকরা ৷ সূত্রের খবর, 58 বছর বয়সি ওই ব্য়ক্তির নাম রায়ান ওয়েসলি রুথ ৷ ঘটনাস্থল থেকে একটি AK-47 বন্দুকও উদ্ধার করা হয়েছে ৷ যদিও কী কারণে এই হামলা, তা এখনও জানা যায়নি ৷ তবে হামলার পরই সমর্থকদের আশ্বস্ত করতে একটি ইমেল করেন ট্রাম্প ৷ সেখানে লেখেন, তিনি সুস্থ আছেন ৷ সেই সঙ্গে আরও লেখেন, "এই সমস্ত হামলা আমাকে দমাতে পারবে না ৷ আমি এত সহজে হাল ছাড়ব না ৷"
I am deeply disturbed by the possible assassination attempt of former President Trump today. As we gather the facts, I will be clear: I condemn political violence. We all must do our part to ensure that this incident does not lead to more to violence.
— Vice President Kamala Harris (@VP) September 16, 2024
Read my statement: pic.twitter.com/JcuKJPHYdA
এদিকে, ট্রাম্পের উপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর প্রতিদ্বন্দ্বী তথা মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷ এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেন তিনি ৷ লেখেন, "প্রাক্তন প্রেসিডেন্টের ক্লাবের কাছে গুলি চলার খবর পেয়েছি ৷ তবে তিনি সুস্থ আছেন শুনে খুশি হয়েছি ৷ আমেরিকায় হিংসার কোনও স্থান নেই ৷" হোয়াইট হাউসের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে দেশের গোয়েন্দা বিভাগকে ৷ সেই সঙ্গে, ট্রাম্প এবং তাঁর পরিবারের সুরক্ষা নিশ্চিত করারও দায়িত্ব দেওয়া হয়েছে তাদের ৷