নিউ ইয়র্ক, 4 অক্টোবর: এক অভূতপূর্ব ও অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল স্ট্যাচু অফ লিবার্টি ৷ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক, এই দাবিতে ব্যানার উড়ল আমেরিকায় ৷ হাডসন নদীর আকাশে ৷ 'স্ট্যাচু অফ লিবার্টি'কে কেন্দ্র করে ঘুরল বিশালাকৃতির এই এয়ারলাইন ব্যানার ৷ তাতে আর্জি জানানো হয়েছে, বাংলাদেশে হিন্দুদের হত্যা রুখতে দ্রুত পদক্ষেপ করুক বিশ্ব ৷
স্ট্যাচু অফ লিবার্টি বিশ্বে মানুষের সম্ভ্রম, স্বাধীনতা এবং সমানাধিকারের প্রতীক ৷ বাংলাদেশে হিন্দুদের উপর হিংসা, অত্যাচার নিয়ে বিশ্বকে সচেতন করতে এই বিশাল ব্যানারটি উড়িয়েছে আমেরিকার হিন্দু সম্প্রদায়ের নাগরিকরা ৷ 2022 সালে মার্কিন কংগ্রেস একাত্তরের গণহত্যা নিয়ে প্রস্তাব আনে ৷ যেখানে দাবি করা হয় এই হত্যাকাণ্ডে প্রায় 28 লক্ষ হিন্দু প্রাণ হারায় ৷ এছাড়া কমপক্ষে 2 লক্ষ হিন্দু মহিলাকে ধর্ষণ করা হয়েছে ৷ একাত্তরের পর থেকে বাংলাদেশে হিন্দুদের জনসংখ্যা 20 শতাংশ থেকে কমে এখন দাঁড়িয়েছে 8.9 শতাংশে ৷
চলতি বছরের 5 অগস্ট আওয়ামি লিগ সরকারের পতন হয় বাংলাদেশে ৷ ছাত্র ও নাগরিক আন্দোলনের চাপে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ তারপর থেকে হিন্দুদের হত্যা, নিপীড়নের খবর সামনে আসছে ৷ হিন্দুদের নিশানা করে হিংসার ঘটনা ঘটছে, গণপিটুনি, নাবালিকাদের অপহরণ, জোর করে চাকরিতে ইস্তফা দেওয়ানোর মতো ঘটনায় 2 লক্ষ হিন্দু আক্রান্ত হয়েছে ৷ বাংলাদেশে এখন হিন্দু জনসংখ্যা 1 কোটি 30-50 লক্ষ ৷
বাংলাদেশ হিন্দু কমিউনিটির সদস্য সীতাংশু গুহ বলেন, "বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা বিলুপ্ত হওয়ার পথে ৷ আশা করি, এতে বিশ্বের সভ্য সমাজ নড়েচড়ে বসবে ৷ আক্রান্ত হিন্দুদের বাঁচাতে বাংলাদেশের ইসলামিক জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে পদক্ষেপ করবে রাষ্ট্রসংঘ ৷ বাংলাদেশে যদি হিন্দুরা না থাকে, তাহলে দেশটা আফগানিস্তান 2.0 হয়ে উঠবে ৷ জঙ্গিরা ভারত এবং বিশ্বের অন্য অংশগুলিতে ছড়িয়ে পড়বে ৷ তার মধ্যে রয়েছে বিশ্বের পশ্চিমাংশও ৷ তাই এটা প্রত্যেকের সমস্যা ৷"
আরেক সমাজকর্মী পঙ্কজ মেহতা ইন্টারফেথ হিউম্যান রাইটস কোয়ালিশনের সদস্য এবং এই ইভেন্টে সহযোগিতা করেছেন ৷ তিনি বলেন, "এবার রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল রাজনীতি দূরে সরিয়ে রাখুক ৷ 1971 সালের বাংলাদেশের গণহত্যাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় গণহত্যার স্বীকৃতি দিক ৷ তিনটি মার্কিন সংগঠন দ্য লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন, জেনোসাইড ওয়াচ এবং ইন্টারন্যাশনাল কোয়ালিশন অফ সাইটস অফ কনসায়েন্স- ইতিমধ্যে পাকিস্তানের ইসলামিক বাহিনীগুলিকে 1971 সালের গণহত্যার জন্য দোষী ঠাউরেছে ৷ যারা শুধু সংখ্যালঘু হিন্দুদেরই নিশানা করত ৷ রাষ্ট্রসংঘের এবার পদক্ষেপ করা উচিত ৷ আরেকটা গণহত্যা যেন না হয় ৷"