ETV Bharat / international

অগ্নিগর্ভ বাংলাদেশে আকাশছোঁয়া বাজারদর ! ডাল-ডিম, মাছ-মাংসের দাম কত? - Bangladesh unrest

Food Commodity Price Sky-High in Bangladesh: বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে প্রভাব পড়েছে সে দেশের নিত্যপ্রয়োজনীয় বাজারদরেও ৷ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে বাজারদর ৷ ঢাকা-সহ বাংলাদেশের অধিকাংশ বড় শহরে এখন দুধ-ডিম, চাল-ডাল, মাছ মাংসের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম কত ? দেখে নিন...

BANGLADESH UNREST
বাংলাদেশে আকাশছোঁয়া বাজারদর (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 6, 2024, 5:29 PM IST

ঢাকা ও কলকাতা, 6 অগস্ট: বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা ৷ তারপর বিশেষ বিমানে দেশ ছাড়েন তিনি ও তাঁর বোন ৷ বিকেলে দিল্লিতে এসে পৌঁছয় তাঁর বিমান ৷ তারপর বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিংসার খবর পাওয়া গিয়েছে ৷ মঙ্গলবার সকালেও বেশ কিছু জায়গায় আওয়ামী লিগের নেতা-সমর্থকদের বাড়িতে হামলার খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ৷ তবে, সে দেশের পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হচ্ছে ৷

ঢাকায় এপ্রিল-মে মাসের বাজারদর:

বাংলাদেশের কোটা আন্দোলনের প্রভাব পড়ে সে দেশের নিত্যপ্রয়োজনীয় বাজারদরেও ৷ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে বাজারদর ৷ দেখতে দেখতে তা সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যায় ৷ এপ্রিল-মে মাসে বাংলাদেশের কৃষি বিপণন দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ছোলা 100-110 টাকা কেজি, মুসুর ডাল 108-112 টাকা কেজি, কাতলা মাছ 300-500 টাকা কেজি, পাঙাশ মাছ 180-200 টাকা কেজি, ব্রয়লার মুরগির মাংস 210-220 টাকা কেজি, পোল্ট্রির মুরগির ডিম (4 পিস বা হালি) 40-45 টাকা, পেঁয়াজ 70-90 টাকা কেজি, কাঁচালঙ্কা 80-100 টাকা কেজি, বেগুন 60-100 টাকা কেজি, আলু 35-40 টাকা কেজি ছিল ৷

ঢাকায় বর্তমান বাজারদর:

ছোলা 120-150 টাকা কেজি, মুসুর ডাল 130-160 টাকা কেজি, কাতলা মাছ 400-550 টাকা কেজি, পাঙাশ মাছ 200-250 টাকা কেজি, ব্রয়লার মুরগির মাংস 280-300 টাকা কেজি, পোল্ট্রির মুরগির ডিম (4 পিস বা হালি) 50-55 টাকা, পেঁয়াজ 100-120 টাকা কেজি, কাঁচালঙ্কা 120-150 টাকা কেজি, বেগুন 90-120 টাকা কেজি, আলু 55-65 টাকা কেজি ৷

এর পাশাপাশি, সয়াবিন তেল 169-175 টাকা লিটার, চাল 80-120 টাকা চাল, চিনির দর 150-160 টাকা কেজি ৷

প্রসঙ্গত, গত 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্ট 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা সংরক্ষণকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন ফের চর্চায় আসে । শুরুতে এই আন্দোলন সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনকারীদের “রাজাকারের নাতি-পুতি” হিসেবে উল্লেখ করেন ৷ এর পরদিন 15 জুলাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় শাসক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে । পাশাপাশি, বাংলাদেশের পুলিশও লাঠি, রাবার বুলেট চালায় আন্দোলনকারীদের উপর । প্রতিবাদে আন্দোলনকারীও রুখে দাঁড়ায় এবং পুলিশের দিকে ইট ছুড়তে থাকে ৷ ফলে, দুই পক্ষের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে ঢাকা-সহ সে দেশের বিভিন্ন এলাকা । 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রনেতা আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে বাংলাদেশের সর্বত্র ।

বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনে দেওয়া বাজারদর ঢাকার অধিকাংশ বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দামের হিসাবে দেওয়া হয়েছে ৷ বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলির বাজারদর উল্লেখিত দরগুলির থেকে কিছুটা হেরফের হতে পারে ৷

ঢাকা ও কলকাতা, 6 অগস্ট: বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা ৷ তারপর বিশেষ বিমানে দেশ ছাড়েন তিনি ও তাঁর বোন ৷ বিকেলে দিল্লিতে এসে পৌঁছয় তাঁর বিমান ৷ তারপর বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিংসার খবর পাওয়া গিয়েছে ৷ মঙ্গলবার সকালেও বেশ কিছু জায়গায় আওয়ামী লিগের নেতা-সমর্থকদের বাড়িতে হামলার খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ৷ তবে, সে দেশের পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হচ্ছে ৷

ঢাকায় এপ্রিল-মে মাসের বাজারদর:

বাংলাদেশের কোটা আন্দোলনের প্রভাব পড়ে সে দেশের নিত্যপ্রয়োজনীয় বাজারদরেও ৷ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে বাজারদর ৷ দেখতে দেখতে তা সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যায় ৷ এপ্রিল-মে মাসে বাংলাদেশের কৃষি বিপণন দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ছোলা 100-110 টাকা কেজি, মুসুর ডাল 108-112 টাকা কেজি, কাতলা মাছ 300-500 টাকা কেজি, পাঙাশ মাছ 180-200 টাকা কেজি, ব্রয়লার মুরগির মাংস 210-220 টাকা কেজি, পোল্ট্রির মুরগির ডিম (4 পিস বা হালি) 40-45 টাকা, পেঁয়াজ 70-90 টাকা কেজি, কাঁচালঙ্কা 80-100 টাকা কেজি, বেগুন 60-100 টাকা কেজি, আলু 35-40 টাকা কেজি ছিল ৷

ঢাকায় বর্তমান বাজারদর:

ছোলা 120-150 টাকা কেজি, মুসুর ডাল 130-160 টাকা কেজি, কাতলা মাছ 400-550 টাকা কেজি, পাঙাশ মাছ 200-250 টাকা কেজি, ব্রয়লার মুরগির মাংস 280-300 টাকা কেজি, পোল্ট্রির মুরগির ডিম (4 পিস বা হালি) 50-55 টাকা, পেঁয়াজ 100-120 টাকা কেজি, কাঁচালঙ্কা 120-150 টাকা কেজি, বেগুন 90-120 টাকা কেজি, আলু 55-65 টাকা কেজি ৷

এর পাশাপাশি, সয়াবিন তেল 169-175 টাকা লিটার, চাল 80-120 টাকা চাল, চিনির দর 150-160 টাকা কেজি ৷

প্রসঙ্গত, গত 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্ট 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা সংরক্ষণকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন ফের চর্চায় আসে । শুরুতে এই আন্দোলন সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনকারীদের “রাজাকারের নাতি-পুতি” হিসেবে উল্লেখ করেন ৷ এর পরদিন 15 জুলাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় শাসক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে । পাশাপাশি, বাংলাদেশের পুলিশও লাঠি, রাবার বুলেট চালায় আন্দোলনকারীদের উপর । প্রতিবাদে আন্দোলনকারীও রুখে দাঁড়ায় এবং পুলিশের দিকে ইট ছুড়তে থাকে ৷ ফলে, দুই পক্ষের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে ঢাকা-সহ সে দেশের বিভিন্ন এলাকা । 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রনেতা আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে বাংলাদেশের সর্বত্র ।

বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনে দেওয়া বাজারদর ঢাকার অধিকাংশ বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দামের হিসাবে দেওয়া হয়েছে ৷ বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলির বাজারদর উল্লেখিত দরগুলির থেকে কিছুটা হেরফের হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.