ETV Bharat / international

উত্তপ্ত ঢাকায় মোতায়েন বিজিবি-পুলিশ, বন্ধ ইন্টারনেট-মোবাইল পরিষেবা, জমায়েতে নিষেধাজ্ঞা - Bangladesh Protests - BANGLADESH PROTESTS

Bangladesh Protests: উত্তপ্ত বাংলাদেশ ৷ শুক্রবারও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চলল রাবার বুলেট ও টিয়ার গ্যাস ৷ বন্ধ ইন্টারনেট ও মোবাইল পরিষেবা ৷ এখনও পর্যন্ত 22 জনের মৃত্যু ৷

Bangladesh Protests
শুক্রবারও উত্তপ্ত বাংলাদেশ, আন্দোলনকারীদের উপর চলল রাবার বুলেট-টিয়ার গ্যাস (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jul 19, 2024, 4:21 PM IST

Updated : Jul 19, 2024, 7:55 PM IST

ঢাকা, 19 জুলাই: উত্তপ্ত পরিস্থিতি শুক্রবারও অব্যাহত রইল বাংলাদেশে ৷ পরিস্থিতি সামলাতে বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় পুলিশ ও বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে ৷ তার মধ্যেও এ দিন আন্দোলনকারীদের উপর বাংলাদেশের পুলিশ ও নিরাপত্তারক্ষীদের তরফে ছোড়া হল রাবার বুলেট ও টিয়ার গ্যাস ৷

এখনও পর্যন্ত 25 জন আন্দোলনকারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ তবে অসমর্থিত সূত্রের খবর মৃতের সংখ্য়া 50 ছাড়িয়েছে ৷ প্রশাসনের তরফে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে শুক্রবার সকাল থেকে ৷ একই সঙ্গে ঢাকা-সহ বাংলাদেশের বড় শহরগুলিতে নিষিদ্ধ করা হয়েছে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে ৷

Bangladesh Protests
শুক্রবারও উত্তপ্ত বাংলাদেশ, আন্দোলনকারীদের উপর চলল রাবার বুলেট-টিয়ার গ্যাস (ইটিভি ভারত)

সরকারি চাকরিতে সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে প্রতিবাদ কর্মসূচি চলছিল ৷ তবে গত সোমবার থেকে তা মারাত্মক আকার ধারণ করে ৷ বিক্ষোভের জেরে কার্যত পুরো বাংলাদেশ অচল হয়ে পড়েছে ৷ ক্যাম্পাস লকডাউন ও বিক্ষোভ ভাঙতে সরকার ঢাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করেছে। বুধবার থেকেই বন্ধ ছাত্রাবাস-সহ বিশ্ববিদ্যালয়গুলি ৷ শুক্রবার ঢাকা পুলিশ জানিয়েছে যে তারা রাজধানীতে সমস্ত জমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ করছে ।

এদিকে গতকাল, বৃহস্পতিবার সরকারি বাংলাদেশ টেলিভিশনের দফতরে আক্রমণ করেছিলেন আন্দোলনকারীরা ৷ সেখানে আগুনও ধরিয়ে দেওয়া হয় ৷ শুক্রবারও সেখানে এক হাজারের বেশি আন্দোলনকারীর জমায়েত হয় বলে জানিয়েছেন সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)-র এক রিপোর্টার ৷ জানা গিয়েছে, আন্দোলনাকীরদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোড়ে ৷

Bangladesh Protests
শুক্রবারও উত্তপ্ত বাংলাদেশ, আন্দোলনকারীদের উপর চলল রাবার বুলেট-টিয়ার গ্যাস (ইটিভি ভারত)

শুক্রবার সকাল থেকে বাংলাদেশের বিস্তীর্ণ অংশে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এই নিয়ে বাংলাদেশের টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে বৃহস্পতিবার আন্দোলনকারীরা বাংলাদেশের ডেটা সেন্টারে আক্রমণ করে ৷ তার জেরেই পরিষেবা বন্ধ রাখতে হয়েছে ৷ এদিকে আন্দোলনকারীরাও দেশ অচল করে দেওয়ার ডাক দিয়েছে ৷

গত জানুয়ারিতে টানা চারবারের জন্য ক্ষমতায় এসেছেন শেখ হাসিনা ৷ কিন্তু সেই ভোটে বিরোধীরা কেউ অংশগ্রহণ করেনি ৷ ফলে হাসিনার আওয়ামী লীগ কার্যত ওয়াকওভার পেয়ে যায় ৷ কিন্তু তাঁর সরকারের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ তৈরি হয়ে রয়েছে, তা কার্যত স্পষ্ট হয়েছে এই আন্দোলন থেকে ৷ বিশেষ করে সরকারি চাকরি সংক্রান্ত ক্ষোভ হাসিনার সরকারের বিরুদ্ধে মারাত্মক আকার ধারণ করেছে ৷ সেই ক্ষোভের জেরেই এই আন্দোলন ৷

Bangladesh Protests
শুক্রবারও উত্তপ্ত বাংলাদেশ, আন্দোলনকারীদের উপর চলল রাবার বুলেট-টিয়ার গ্যাস (ইটিভি ভারত)

উল্লেখ্য, বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য়দের জন্য সরকারি চাকরিতে 30 শতাংশ সংরক্ষণ রয়েছে ৷ সেই সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতেই আন্দোলন শুরু হয় ৷ আন্দোলনকারীদের বক্তব্য, এই সংরক্ষণের জেরে আওয়ামী লিগের সমর্থকরাই সুবিধা পাচ্ছেন ৷ কারণ, মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের সঙ্গেই যুক্ত ৷ পরিবর্তে মেধার ভিত্তিতে সংরক্ষণের দাবি তুলেছেন আন্দোলনকারীরা ৷

কিন্তু হাসিনার সরকার এই দাবি মানতে নারাজ ৷ ফলে পরিস্থিতি খারাপের দিকে যেতে শুরু করেছে ৷ তার মধ্যে গুলি চলা ৷ আন্দোলনকারীদের মৃত্যু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ৷ এই পরিস্থিতিতে আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে ৷

2018 সালেও একই ধরনের ছাত্র আন্দোলন হয়েছিল ৷ তার জেরে হাসিনা সরকার এই সংরক্ষণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল ৷ সরকারের সেই সিদ্ধান্ত সেই সময় খারিজ করে দিয়েছিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট ৷ তবে বর্তমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট এই নিয়ে একটি আপিলের শুনানির জন্য সেই রায় স্থগিত করেছে ৷ আর একটি বিবৃতিতে জানিয়েছে যে এই নিয়ে রবিবার শুনানি করবে ।

অন্যদিকে গত বুধবার শেখ হাসিনা একটি টেলিভিশন ভাষণে বিক্ষোভকারীদের আদালতের রায়ের জন্য ধৈর্যের সঙ্গে অপেক্ষা করার আহ্বান জানিয়েছিলেন । তিনি বলেছিলেন, ‘‘আমার বিশ্বাস আমাদের শিক্ষার্থীরা সর্বোচ্চ আদালত থেকে ন্যায়বিচার পাবে । তারা হতাশ হবেন না ।’’

কিন্তু সেই বার্তায় যে কাজ হয়নি, তা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশে থাকা ভারতীয় দূতাবাসের তরফে সতর্কবার্তা দেওয়া হয় ৷ একাধিক হেল্পলাইন নম্বরও দেওয়া হয় ৷ শুক্রবার সেই সতর্কবার্তা সংক্রান্ত পোস্টটি সোশাল মিডিয়ায় রিপোস্ট করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ সেখানে তিনি বাংলাদেশে থাকা ভারতীয় দূতাবাসের পরামর্শ মেনে চলার কথা বলেছেন ৷

ঢাকা, 19 জুলাই: উত্তপ্ত পরিস্থিতি শুক্রবারও অব্যাহত রইল বাংলাদেশে ৷ পরিস্থিতি সামলাতে বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় পুলিশ ও বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে ৷ তার মধ্যেও এ দিন আন্দোলনকারীদের উপর বাংলাদেশের পুলিশ ও নিরাপত্তারক্ষীদের তরফে ছোড়া হল রাবার বুলেট ও টিয়ার গ্যাস ৷

এখনও পর্যন্ত 25 জন আন্দোলনকারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ তবে অসমর্থিত সূত্রের খবর মৃতের সংখ্য়া 50 ছাড়িয়েছে ৷ প্রশাসনের তরফে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে শুক্রবার সকাল থেকে ৷ একই সঙ্গে ঢাকা-সহ বাংলাদেশের বড় শহরগুলিতে নিষিদ্ধ করা হয়েছে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে ৷

Bangladesh Protests
শুক্রবারও উত্তপ্ত বাংলাদেশ, আন্দোলনকারীদের উপর চলল রাবার বুলেট-টিয়ার গ্যাস (ইটিভি ভারত)

সরকারি চাকরিতে সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে প্রতিবাদ কর্মসূচি চলছিল ৷ তবে গত সোমবার থেকে তা মারাত্মক আকার ধারণ করে ৷ বিক্ষোভের জেরে কার্যত পুরো বাংলাদেশ অচল হয়ে পড়েছে ৷ ক্যাম্পাস লকডাউন ও বিক্ষোভ ভাঙতে সরকার ঢাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করেছে। বুধবার থেকেই বন্ধ ছাত্রাবাস-সহ বিশ্ববিদ্যালয়গুলি ৷ শুক্রবার ঢাকা পুলিশ জানিয়েছে যে তারা রাজধানীতে সমস্ত জমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ করছে ।

এদিকে গতকাল, বৃহস্পতিবার সরকারি বাংলাদেশ টেলিভিশনের দফতরে আক্রমণ করেছিলেন আন্দোলনকারীরা ৷ সেখানে আগুনও ধরিয়ে দেওয়া হয় ৷ শুক্রবারও সেখানে এক হাজারের বেশি আন্দোলনকারীর জমায়েত হয় বলে জানিয়েছেন সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)-র এক রিপোর্টার ৷ জানা গিয়েছে, আন্দোলনাকীরদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোড়ে ৷

Bangladesh Protests
শুক্রবারও উত্তপ্ত বাংলাদেশ, আন্দোলনকারীদের উপর চলল রাবার বুলেট-টিয়ার গ্যাস (ইটিভি ভারত)

শুক্রবার সকাল থেকে বাংলাদেশের বিস্তীর্ণ অংশে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এই নিয়ে বাংলাদেশের টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে বৃহস্পতিবার আন্দোলনকারীরা বাংলাদেশের ডেটা সেন্টারে আক্রমণ করে ৷ তার জেরেই পরিষেবা বন্ধ রাখতে হয়েছে ৷ এদিকে আন্দোলনকারীরাও দেশ অচল করে দেওয়ার ডাক দিয়েছে ৷

গত জানুয়ারিতে টানা চারবারের জন্য ক্ষমতায় এসেছেন শেখ হাসিনা ৷ কিন্তু সেই ভোটে বিরোধীরা কেউ অংশগ্রহণ করেনি ৷ ফলে হাসিনার আওয়ামী লীগ কার্যত ওয়াকওভার পেয়ে যায় ৷ কিন্তু তাঁর সরকারের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ তৈরি হয়ে রয়েছে, তা কার্যত স্পষ্ট হয়েছে এই আন্দোলন থেকে ৷ বিশেষ করে সরকারি চাকরি সংক্রান্ত ক্ষোভ হাসিনার সরকারের বিরুদ্ধে মারাত্মক আকার ধারণ করেছে ৷ সেই ক্ষোভের জেরেই এই আন্দোলন ৷

Bangladesh Protests
শুক্রবারও উত্তপ্ত বাংলাদেশ, আন্দোলনকারীদের উপর চলল রাবার বুলেট-টিয়ার গ্যাস (ইটিভি ভারত)

উল্লেখ্য, বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য়দের জন্য সরকারি চাকরিতে 30 শতাংশ সংরক্ষণ রয়েছে ৷ সেই সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতেই আন্দোলন শুরু হয় ৷ আন্দোলনকারীদের বক্তব্য, এই সংরক্ষণের জেরে আওয়ামী লিগের সমর্থকরাই সুবিধা পাচ্ছেন ৷ কারণ, মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের সঙ্গেই যুক্ত ৷ পরিবর্তে মেধার ভিত্তিতে সংরক্ষণের দাবি তুলেছেন আন্দোলনকারীরা ৷

কিন্তু হাসিনার সরকার এই দাবি মানতে নারাজ ৷ ফলে পরিস্থিতি খারাপের দিকে যেতে শুরু করেছে ৷ তার মধ্যে গুলি চলা ৷ আন্দোলনকারীদের মৃত্যু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ৷ এই পরিস্থিতিতে আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে ৷

2018 সালেও একই ধরনের ছাত্র আন্দোলন হয়েছিল ৷ তার জেরে হাসিনা সরকার এই সংরক্ষণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল ৷ সরকারের সেই সিদ্ধান্ত সেই সময় খারিজ করে দিয়েছিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট ৷ তবে বর্তমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট এই নিয়ে একটি আপিলের শুনানির জন্য সেই রায় স্থগিত করেছে ৷ আর একটি বিবৃতিতে জানিয়েছে যে এই নিয়ে রবিবার শুনানি করবে ।

অন্যদিকে গত বুধবার শেখ হাসিনা একটি টেলিভিশন ভাষণে বিক্ষোভকারীদের আদালতের রায়ের জন্য ধৈর্যের সঙ্গে অপেক্ষা করার আহ্বান জানিয়েছিলেন । তিনি বলেছিলেন, ‘‘আমার বিশ্বাস আমাদের শিক্ষার্থীরা সর্বোচ্চ আদালত থেকে ন্যায়বিচার পাবে । তারা হতাশ হবেন না ।’’

কিন্তু সেই বার্তায় যে কাজ হয়নি, তা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশে থাকা ভারতীয় দূতাবাসের তরফে সতর্কবার্তা দেওয়া হয় ৷ একাধিক হেল্পলাইন নম্বরও দেওয়া হয় ৷ শুক্রবার সেই সতর্কবার্তা সংক্রান্ত পোস্টটি সোশাল মিডিয়ায় রিপোস্ট করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ সেখানে তিনি বাংলাদেশে থাকা ভারতীয় দূতাবাসের পরামর্শ মেনে চলার কথা বলেছেন ৷

Last Updated : Jul 19, 2024, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.