ঢাকা, 19 জুলাই: উত্তপ্ত পরিস্থিতি শুক্রবারও অব্যাহত রইল বাংলাদেশে ৷ পরিস্থিতি সামলাতে বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় পুলিশ ও বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে ৷ তার মধ্যেও এ দিন আন্দোলনকারীদের উপর বাংলাদেশের পুলিশ ও নিরাপত্তারক্ষীদের তরফে ছোড়া হল রাবার বুলেট ও টিয়ার গ্যাস ৷
এখনও পর্যন্ত 25 জন আন্দোলনকারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ তবে অসমর্থিত সূত্রের খবর মৃতের সংখ্য়া 50 ছাড়িয়েছে ৷ প্রশাসনের তরফে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে শুক্রবার সকাল থেকে ৷ একই সঙ্গে ঢাকা-সহ বাংলাদেশের বড় শহরগুলিতে নিষিদ্ধ করা হয়েছে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে ৷
সরকারি চাকরিতে সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে প্রতিবাদ কর্মসূচি চলছিল ৷ তবে গত সোমবার থেকে তা মারাত্মক আকার ধারণ করে ৷ বিক্ষোভের জেরে কার্যত পুরো বাংলাদেশ অচল হয়ে পড়েছে ৷ ক্যাম্পাস লকডাউন ও বিক্ষোভ ভাঙতে সরকার ঢাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করেছে। বুধবার থেকেই বন্ধ ছাত্রাবাস-সহ বিশ্ববিদ্যালয়গুলি ৷ শুক্রবার ঢাকা পুলিশ জানিয়েছে যে তারা রাজধানীতে সমস্ত জমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ করছে ।
এদিকে গতকাল, বৃহস্পতিবার সরকারি বাংলাদেশ টেলিভিশনের দফতরে আক্রমণ করেছিলেন আন্দোলনকারীরা ৷ সেখানে আগুনও ধরিয়ে দেওয়া হয় ৷ শুক্রবারও সেখানে এক হাজারের বেশি আন্দোলনকারীর জমায়েত হয় বলে জানিয়েছেন সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)-র এক রিপোর্টার ৷ জানা গিয়েছে, আন্দোলনাকীরদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোড়ে ৷
শুক্রবার সকাল থেকে বাংলাদেশের বিস্তীর্ণ অংশে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এই নিয়ে বাংলাদেশের টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে বৃহস্পতিবার আন্দোলনকারীরা বাংলাদেশের ডেটা সেন্টারে আক্রমণ করে ৷ তার জেরেই পরিষেবা বন্ধ রাখতে হয়েছে ৷ এদিকে আন্দোলনকারীরাও দেশ অচল করে দেওয়ার ডাক দিয়েছে ৷
গত জানুয়ারিতে টানা চারবারের জন্য ক্ষমতায় এসেছেন শেখ হাসিনা ৷ কিন্তু সেই ভোটে বিরোধীরা কেউ অংশগ্রহণ করেনি ৷ ফলে হাসিনার আওয়ামী লীগ কার্যত ওয়াকওভার পেয়ে যায় ৷ কিন্তু তাঁর সরকারের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ তৈরি হয়ে রয়েছে, তা কার্যত স্পষ্ট হয়েছে এই আন্দোলন থেকে ৷ বিশেষ করে সরকারি চাকরি সংক্রান্ত ক্ষোভ হাসিনার সরকারের বিরুদ্ধে মারাত্মক আকার ধারণ করেছে ৷ সেই ক্ষোভের জেরেই এই আন্দোলন ৷
উল্লেখ্য, বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য়দের জন্য সরকারি চাকরিতে 30 শতাংশ সংরক্ষণ রয়েছে ৷ সেই সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতেই আন্দোলন শুরু হয় ৷ আন্দোলনকারীদের বক্তব্য, এই সংরক্ষণের জেরে আওয়ামী লিগের সমর্থকরাই সুবিধা পাচ্ছেন ৷ কারণ, মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের সঙ্গেই যুক্ত ৷ পরিবর্তে মেধার ভিত্তিতে সংরক্ষণের দাবি তুলেছেন আন্দোলনকারীরা ৷
কিন্তু হাসিনার সরকার এই দাবি মানতে নারাজ ৷ ফলে পরিস্থিতি খারাপের দিকে যেতে শুরু করেছে ৷ তার মধ্যে গুলি চলা ৷ আন্দোলনকারীদের মৃত্যু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ৷ এই পরিস্থিতিতে আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে ৷
2018 সালেও একই ধরনের ছাত্র আন্দোলন হয়েছিল ৷ তার জেরে হাসিনা সরকার এই সংরক্ষণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল ৷ সরকারের সেই সিদ্ধান্ত সেই সময় খারিজ করে দিয়েছিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট ৷ তবে বর্তমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট এই নিয়ে একটি আপিলের শুনানির জন্য সেই রায় স্থগিত করেছে ৷ আর একটি বিবৃতিতে জানিয়েছে যে এই নিয়ে রবিবার শুনানি করবে ।
অন্যদিকে গত বুধবার শেখ হাসিনা একটি টেলিভিশন ভাষণে বিক্ষোভকারীদের আদালতের রায়ের জন্য ধৈর্যের সঙ্গে অপেক্ষা করার আহ্বান জানিয়েছিলেন । তিনি বলেছিলেন, ‘‘আমার বিশ্বাস আমাদের শিক্ষার্থীরা সর্বোচ্চ আদালত থেকে ন্যায়বিচার পাবে । তারা হতাশ হবেন না ।’’
Indian nationals in Bangladesh are requested to follow the advisory issued by the High Commission of India in Dhaka. The High Commission and Assistant High Commissions remain available on helpline numbers for any assistance required by Indian nationals. https://t.co/MqNRVvmrJ8
— Randhir Jaiswal (@MEAIndia) July 19, 2024
কিন্তু সেই বার্তায় যে কাজ হয়নি, তা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশে থাকা ভারতীয় দূতাবাসের তরফে সতর্কবার্তা দেওয়া হয় ৷ একাধিক হেল্পলাইন নম্বরও দেওয়া হয় ৷ শুক্রবার সেই সতর্কবার্তা সংক্রান্ত পোস্টটি সোশাল মিডিয়ায় রিপোস্ট করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ সেখানে তিনি বাংলাদেশে থাকা ভারতীয় দূতাবাসের পরামর্শ মেনে চলার কথা বলেছেন ৷