ETV Bharat / international

জোটে পিপিপি-পিএমএলএন, পাকিস্তানের প্রেসিডেন্ট হচ্ছেন আসিফ আলি জারদারি - PPP PMLN alliance

Asif Ali Zardari: পাকিস্তানে সরকার গঠনের উদ্দেশে জোটে যেতে সম্মত হল পিপিপি ও পিএমএল-এন ৷ পাকিস্তানের প্রেসিডেন্ট হচ্ছেন আসিফ আলি জারদারি ৷

ETV BAHRAT
ETV BAHRAT
author img

By PTI

Published : Feb 15, 2024, 10:29 AM IST

ইসলামাবাদ, 15 ফেব্রুয়ারি: পাকিস্তানের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) শীর্ষ নেতা আসিফ আলি জারদারি ৷ কেন্দ্রে সরকার গঠন করতে তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সঙ্গে মিত্রতা করতে সম্মত হওয়ায়, এটি তাঁর জন্য প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ হতে চলেছে । পাক সংবাদমাধ্যমের রিপোর্টে এই খবর জানা গিয়েছে ৷ পরিস্থিতি অপরিবর্তিত থাকলে, প্রতিবেশী দেশ পিএমএল-এন-এর প্রধানমন্ত্রী এবং পিপিপি-এর রাষ্ট্রপতিকে দেখতে পাবে বলে বুধবার জানিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল ৷ তারা জানিয়েছে, পিএমএল-এন এবং পিপিপি-র মধ্যে সমঝোতামূলক একটি সিদ্ধান্ত হয়েছে ৷

আট ফেব্রুয়ারির ভোটে বিভক্ত ম্যান্ডেট তৈরির পর প্রায় এক সপ্তাহ ধরে কোনও সরকার নেই পাকিস্তানে । কোনও প্রধান দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় পাকিস্তান জোট সরকারের দিকে তাকিয়ে ছিল । পিএমএল-এন এবং পিপিপি জোটের অংশ হিসেবে, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শেহবাজ শরিফ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বলে আশা করা হচ্ছে । এই দুটি দলের একত্রিত হওয়ার অর্থ হল কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নির্দল প্রার্থীদের সমর্থন করা সত্ত্বেও, জাতীয় নির্বাচনে সর্বাধিক সংখ্যক আসনে জয়ী হওয়া সত্ত্বেও ক্ষমতায় আসতে পারবে না ।

পিপিপি প্রেসিডেন্ট 68 বছরের আসিফ আলি জারদারি, 2008 থেকে 2013 সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন । বর্তমান পাকিস্তানের রাষ্ট্রপতি ড. আরিফ আলভি এই মাসের শেষের দিকে পদত্যাগ করতে চলেছেন । পিএমএল-এন মঙ্গলবার রাতে দলের সুপ্রিমো এবং তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরিবর্তে 72 বছর বয়সি শাহবাজকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনীত করেছে । 74 বছর বয়সি প্রবীণ রাজনীতিবিদ, যিনি রেকর্ড চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, ব্রিটেনে স্ব-আরোপিত নির্বাসন শেষ করে গত বছরের অক্টোবরে পাকিস্তানে ফিরে আসেন ।

পিএমএল-এন এবং পিপিপি এমকিউএম-পি, পিএমএল-কিউ, আইপিপি, এবং বিএপি দ্বারা পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের শেষ সরকারের আদলে কেন্দ্রে একটি জোট সরকার গঠনের জন্য যোগ দিয়েছে । সব শীর্ষ নেতারা একটি সাংবাদিক সম্মেলন করেছেন, যেখানে তাঁরা সরকার গঠন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তুলেছেন । জাতীয় পরিষদের স্পিকার, সেনেট চেয়ারম্যান এবং রাষ্ট্রপতির সাংবিধানিক পদের বিষয়ে এক প্রশ্নের জবাবে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, দল এই পদগুলির জন্য তাদের মনোনীতদের সিদ্ধান্ত নেবে ৷ তবে তিনি চেয়েছিলেন আসিফ আলি জারদারি রাষ্ট্রপতি হোন ৷ কারণ দেশ জ্বলছে এবং কেউ যদি আগুন নেভাতে সাহায্য করতে পারেন তবে তিনি আসিফ আলি জারদারি ।

পিএমএল-এন-এর নেতৃত্ব প্রধানমন্ত্রী পদের জন্য শেহবাজকে পিপিপি-র সমর্থনের বিনিময়ে রাষ্ট্রপতি পদে জারদারিকে সমর্থন করতে সম্মত হয়েছে ৷ দ্য নিউজ ইন্টারন্যাশনাল সূত্রে এ কথা জানা গিয়েছে ৷ প্রেসিডেন্ট পদ ছাড়াও পিপিপি বালুচিস্তানের মুখ্যমন্ত্রীর পদের দিকেও নজর রাখছে বলে খবর ৷ দলের নেতা সরফরাজ বুগতি তাঁর দলকে প্রদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন ৷ (পিটিআই)

আরও পড়ুন:

  1. পিপিপি'র সঙ্গে পাকিস্তানে সরকার গঠনের আলোচনায় পিএমএল-এন, প্রধানমন্ত্রী ফের নওয়াজ!
  2. পাকিস্তানের নির্বাচনে গণনা শেষ, জয়ী তেহরিক-এ-ইনসাফ সমর্থিত নির্দল প্রার্থীরা
  3. পাকিস্তানের নির্বাচনের ফলাফল যেন এক রূপকথার গল্প, পড়ুন বিশেষজ্ঞের বিশ্লেষণ

ইসলামাবাদ, 15 ফেব্রুয়ারি: পাকিস্তানের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) শীর্ষ নেতা আসিফ আলি জারদারি ৷ কেন্দ্রে সরকার গঠন করতে তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সঙ্গে মিত্রতা করতে সম্মত হওয়ায়, এটি তাঁর জন্য প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ হতে চলেছে । পাক সংবাদমাধ্যমের রিপোর্টে এই খবর জানা গিয়েছে ৷ পরিস্থিতি অপরিবর্তিত থাকলে, প্রতিবেশী দেশ পিএমএল-এন-এর প্রধানমন্ত্রী এবং পিপিপি-এর রাষ্ট্রপতিকে দেখতে পাবে বলে বুধবার জানিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল ৷ তারা জানিয়েছে, পিএমএল-এন এবং পিপিপি-র মধ্যে সমঝোতামূলক একটি সিদ্ধান্ত হয়েছে ৷

আট ফেব্রুয়ারির ভোটে বিভক্ত ম্যান্ডেট তৈরির পর প্রায় এক সপ্তাহ ধরে কোনও সরকার নেই পাকিস্তানে । কোনও প্রধান দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় পাকিস্তান জোট সরকারের দিকে তাকিয়ে ছিল । পিএমএল-এন এবং পিপিপি জোটের অংশ হিসেবে, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শেহবাজ শরিফ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বলে আশা করা হচ্ছে । এই দুটি দলের একত্রিত হওয়ার অর্থ হল কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নির্দল প্রার্থীদের সমর্থন করা সত্ত্বেও, জাতীয় নির্বাচনে সর্বাধিক সংখ্যক আসনে জয়ী হওয়া সত্ত্বেও ক্ষমতায় আসতে পারবে না ।

পিপিপি প্রেসিডেন্ট 68 বছরের আসিফ আলি জারদারি, 2008 থেকে 2013 সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন । বর্তমান পাকিস্তানের রাষ্ট্রপতি ড. আরিফ আলভি এই মাসের শেষের দিকে পদত্যাগ করতে চলেছেন । পিএমএল-এন মঙ্গলবার রাতে দলের সুপ্রিমো এবং তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরিবর্তে 72 বছর বয়সি শাহবাজকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনীত করেছে । 74 বছর বয়সি প্রবীণ রাজনীতিবিদ, যিনি রেকর্ড চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, ব্রিটেনে স্ব-আরোপিত নির্বাসন শেষ করে গত বছরের অক্টোবরে পাকিস্তানে ফিরে আসেন ।

পিএমএল-এন এবং পিপিপি এমকিউএম-পি, পিএমএল-কিউ, আইপিপি, এবং বিএপি দ্বারা পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের শেষ সরকারের আদলে কেন্দ্রে একটি জোট সরকার গঠনের জন্য যোগ দিয়েছে । সব শীর্ষ নেতারা একটি সাংবাদিক সম্মেলন করেছেন, যেখানে তাঁরা সরকার গঠন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তুলেছেন । জাতীয় পরিষদের স্পিকার, সেনেট চেয়ারম্যান এবং রাষ্ট্রপতির সাংবিধানিক পদের বিষয়ে এক প্রশ্নের জবাবে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, দল এই পদগুলির জন্য তাদের মনোনীতদের সিদ্ধান্ত নেবে ৷ তবে তিনি চেয়েছিলেন আসিফ আলি জারদারি রাষ্ট্রপতি হোন ৷ কারণ দেশ জ্বলছে এবং কেউ যদি আগুন নেভাতে সাহায্য করতে পারেন তবে তিনি আসিফ আলি জারদারি ।

পিএমএল-এন-এর নেতৃত্ব প্রধানমন্ত্রী পদের জন্য শেহবাজকে পিপিপি-র সমর্থনের বিনিময়ে রাষ্ট্রপতি পদে জারদারিকে সমর্থন করতে সম্মত হয়েছে ৷ দ্য নিউজ ইন্টারন্যাশনাল সূত্রে এ কথা জানা গিয়েছে ৷ প্রেসিডেন্ট পদ ছাড়াও পিপিপি বালুচিস্তানের মুখ্যমন্ত্রীর পদের দিকেও নজর রাখছে বলে খবর ৷ দলের নেতা সরফরাজ বুগতি তাঁর দলকে প্রদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন ৷ (পিটিআই)

আরও পড়ুন:

  1. পিপিপি'র সঙ্গে পাকিস্তানে সরকার গঠনের আলোচনায় পিএমএল-এন, প্রধানমন্ত্রী ফের নওয়াজ!
  2. পাকিস্তানের নির্বাচনে গণনা শেষ, জয়ী তেহরিক-এ-ইনসাফ সমর্থিত নির্দল প্রার্থীরা
  3. পাকিস্তানের নির্বাচনের ফলাফল যেন এক রূপকথার গল্প, পড়ুন বিশেষজ্ঞের বিশ্লেষণ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.