ETV Bharat / international

পদত্যাগ করলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যই - BANGLADESH HUMAN RIGHTS COMMISSION

সম্প্রতি দেশে হিংসার ঘটনায় একটি রিপোর্ট জমা দেয় বাংলাদেশের মানবাধিকার কমিশন ৷ এর কিছুদিনের মধ্যেই কমিশনের সকল সদস্যের পদত্যাগের খবর সামনে এল ৷

Muhammad Yunus
পদত্যাগ করলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা (ফাইল চিত্র)
author img

By PTI

Published : Nov 8, 2024, 9:27 AM IST

ঢাকা, 8 নভেম্বর: অশান্ত বাংলাদেশ ! নিজেদের সুরক্ষার দাবিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরব সংখ্যালঘু হিন্দুরা ৷ এই আবহে পদত্যাগ করলেন বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সকল সদস্য ৷ স্থানীয় সংবাদমাধ্যম বিডি নিউজের-এর খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কমলউদ্দিন আহমেদ-সহ 6 জন ৷

উল্লেখ্য়, সেই দেশের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনায় কয়েকদিন আগে একটি রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন ৷ তারপরই কমিশনের সদস্যদের পদত্যাগের খবর সামনে এসেছে ৷ কমিশনের স্থায়ী সদস্য, মহম্মদ সেলিম রেজা, আমিনুল ইসলাম, কঙ্গজারি চৌধুরী, বিশ্বজিৎ চন্দ এবং তানিয়া হক-রাও তাঁদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে খবর ৷

বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনা সরকার থাকাকালীন 2022 সালে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের নিযুক্ত করেন তৎকালীন রাষ্ট্রপতি মহম্মদ আব্দুল হামিদ ৷ গত 5 অগস্ট ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা ৷ দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের নেত্রী ৷ বর্তমানে সেই দেশের ক্ষমতায় রয়েছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ৷ এরপর সেই দেশের হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠছে ৷ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বও ৷

বিডি নিউজের দাবি, সদস্যদের পদত্যাগের খবরটি দেন কমিশনের মুখপাত্র ইউশা রহমান ৷ যদিও পদত্যাগের নির্দিষ্ট কোনও কারণ তিনি জানননি ৷ এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "কারণ সম্পর্কে আমি কিছু বলতে পারব না ৷" তবে এই প্রথম নয় ৷ গত 5 অগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দায়িত্ব থেকে সরে এসেছেন বাংলাদেশের একাধিক সরকারি আধিকারিক ও কর্মীরা ৷

স্থানীয় সংবাদ মাধ্য়মের খবর অনুযায়ী, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে একটি রিপোর্ট জমা দেয় মানবাধিকার কমিশন ৷ রিপোর্টে, পুলিশি অত্যাচার, রাজনৈতিক নেতাদের উপর অত্যাচার, ধর্ষণ, গণপিটুনির মতো একাধিক হিংসার ঘটনার কথা উল্লেখ করেছে কমিশন ৷ সেই রিপোর্ট প্রকাশের দু'দিন পরই পদত্যাগের খবরটি সামনে এসেছে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলাদেশে সংখ্য়ালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানায় ভারত ৷ প্রতিবেশী দেশের চট্টগ্রামে হিন্দুদের উপর অত্যাচারের তীব্র নিন্দা করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ সেই সঙ্গে, চরমপন্থী সংগঠনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পদক্ষেপ করুক, আর্জি জানিয়েছে ভারত ৷

পড়ুন: 'হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করুন', বাংলাদেশ সরকারকে আর্জি ভারতের

ঢাকা, 8 নভেম্বর: অশান্ত বাংলাদেশ ! নিজেদের সুরক্ষার দাবিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরব সংখ্যালঘু হিন্দুরা ৷ এই আবহে পদত্যাগ করলেন বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সকল সদস্য ৷ স্থানীয় সংবাদমাধ্যম বিডি নিউজের-এর খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কমলউদ্দিন আহমেদ-সহ 6 জন ৷

উল্লেখ্য়, সেই দেশের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনায় কয়েকদিন আগে একটি রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন ৷ তারপরই কমিশনের সদস্যদের পদত্যাগের খবর সামনে এসেছে ৷ কমিশনের স্থায়ী সদস্য, মহম্মদ সেলিম রেজা, আমিনুল ইসলাম, কঙ্গজারি চৌধুরী, বিশ্বজিৎ চন্দ এবং তানিয়া হক-রাও তাঁদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে খবর ৷

বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনা সরকার থাকাকালীন 2022 সালে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের নিযুক্ত করেন তৎকালীন রাষ্ট্রপতি মহম্মদ আব্দুল হামিদ ৷ গত 5 অগস্ট ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা ৷ দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের নেত্রী ৷ বর্তমানে সেই দেশের ক্ষমতায় রয়েছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ৷ এরপর সেই দেশের হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠছে ৷ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বও ৷

বিডি নিউজের দাবি, সদস্যদের পদত্যাগের খবরটি দেন কমিশনের মুখপাত্র ইউশা রহমান ৷ যদিও পদত্যাগের নির্দিষ্ট কোনও কারণ তিনি জানননি ৷ এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "কারণ সম্পর্কে আমি কিছু বলতে পারব না ৷" তবে এই প্রথম নয় ৷ গত 5 অগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দায়িত্ব থেকে সরে এসেছেন বাংলাদেশের একাধিক সরকারি আধিকারিক ও কর্মীরা ৷

স্থানীয় সংবাদ মাধ্য়মের খবর অনুযায়ী, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে একটি রিপোর্ট জমা দেয় মানবাধিকার কমিশন ৷ রিপোর্টে, পুলিশি অত্যাচার, রাজনৈতিক নেতাদের উপর অত্যাচার, ধর্ষণ, গণপিটুনির মতো একাধিক হিংসার ঘটনার কথা উল্লেখ করেছে কমিশন ৷ সেই রিপোর্ট প্রকাশের দু'দিন পরই পদত্যাগের খবরটি সামনে এসেছে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলাদেশে সংখ্য়ালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানায় ভারত ৷ প্রতিবেশী দেশের চট্টগ্রামে হিন্দুদের উপর অত্যাচারের তীব্র নিন্দা করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ সেই সঙ্গে, চরমপন্থী সংগঠনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পদক্ষেপ করুক, আর্জি জানিয়েছে ভারত ৷

পড়ুন: 'হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করুন', বাংলাদেশ সরকারকে আর্জি ভারতের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.