ETV Bharat / international

এয়ার টার্বুলেন্সের মাঝে সিঙ্গাপুর থেকে লন্ডনগামী বিমান, মৃত এক - AIR TURBULENCE - AIR TURBULENCE

LONDON-SINGAPORE FLIGHT MID AIR TURBULENCE: মঙ্গলবার লন্ডন-সিঙ্গাপুরের একটি বিমান এয়ার টার্বুলেন্সের পড়ে ৷ মৃ্ত্যু হয়েছে এক ব্রিটিশ যাত্রীর ৷ ফ্লাইটটি মাত্র তিন মিনিটের মধ্যে 37,000 ফুট থেকে 31,000 ফুট উচ্চতায় নামিয়ে আনা হয়েছে ৷ ব্যাংকক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় ৷

LONDON-SINGAPORE FLIGHT
সিঙ্গাপুর এয়ারলাইন্স (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 11:33 AM IST

ব্যাংকক, 22 মে: মাঝ আকাশে প্রবল ঝাঁকুনি ! সিঙ্গাপুর থেকে লন্ডনগামী বিমানে এয়ার টার্বুলেন্সের ঘটনায় মৃত্যু হল এক যাত্রীর ৷ মঙ্গলবার ভারত মহাসাগরের উপর এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ে বিমানটি ৷ ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্রিটিশ নাগরিকের, আহত হয়েছেন কমপক্ষে 30 জন যাত্রী ৷ বিপদ বুঝে ব্যাংককে বিমানটির জরুরি অবতরণ করা হয়েছে ৷

বিমান সংস্থার পক্ষ থেকে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে জানানো হয়েছে, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে বোয়িং-777 বিমানটি যাত্রা শুরু করে ৷ বিমানে 211 জন যাত্রী এবং 18 জন ক্রু ছিলেন ৷ এয়ার টার্বুলেন্সে পড়ায় বিমানটিকে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে ৷ ঘটনায় মৃত ব্রিটিশ নাগরিকের বয়স 73 বছর ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৷ আহতদের মধ্যে 16জন যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করা হলেও, বাকি 14 জনকে বিমানবন্দরে চিকিৎসা করা হয়েছে ৷

ঘটনার বিবরণ দিয়েই এক ব্রিটিশ যাত্রী অ্যান্ড্রু ডেভিস স্কাই নিউজকে বলেন, "যে সমস্ত যাত্রীদের সিট বেল্ট ছিল না তাঁরাই আহত হয়েছেন ৷ যাঁরা সিটবেল্ট পড়ে ছিলেন তাঁদের কোনও বিপত্তি হয়নি ৷" কয়েকজনের মাথায় আঘাত লেগেছে ৷ আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷ নিহত ওই ব্রিটিশ নাগরিককে পরীক্ষার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷

থাইল্যান্ডের পরিবহন মন্ত্রী, সুরিয়া জুংরুংরুংকিত ( Suriya Jungrungruangkit) বলেন, "বিমানটির ট্র্যাকিং ডেটা থেকে দেখা গিয়েছে যে, বিপত্তির সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট SQ-321 প্রায় 37,000 ফুট (11,300 মিটার) উচ্চতায় উড়ছিল । হঠাৎ ঝাঁকুনির কারণে তিন মিনিটের ব্যবধানে তীব্র ঝাঁকুনি দিয়ে 31,000 ফুট (9,400 মিটার) পর্যন্ত নেমে আসে। আধ ঘন্টারও পর ব্যাংককে জরুরি অবতরণ করে বিমানটি ।

সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, 211জন যাত্রীর মধ্যে 56 জন অস্ট্রেলিয়ার, 2 জন কানাডার, একজন জার্মানির, 3 জন ভারতের, 2 জন ইন্দোনেশিয়ার, একজন আইসল্যান্ডের, চারজন আয়ারল্যান্ডের, একজন ইজরায়েলের, 16 জন মালয়েশিয়ার, দু'জন মায়ানমারের, 23 জন নিউজিল্যান্ডের, পাঁচ জন ফিলিপিনোর, সিঙ্গাপুরের 41 জন, একজন দক্ষিণ কোরিয়ার, দুইজন স্প্যানিয়ার্ড, যুক্তরাজ্যের 47 এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চার জন ছিলেন ।

আরও পডুন:

ব্যাংকক, 22 মে: মাঝ আকাশে প্রবল ঝাঁকুনি ! সিঙ্গাপুর থেকে লন্ডনগামী বিমানে এয়ার টার্বুলেন্সের ঘটনায় মৃত্যু হল এক যাত্রীর ৷ মঙ্গলবার ভারত মহাসাগরের উপর এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ে বিমানটি ৷ ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্রিটিশ নাগরিকের, আহত হয়েছেন কমপক্ষে 30 জন যাত্রী ৷ বিপদ বুঝে ব্যাংককে বিমানটির জরুরি অবতরণ করা হয়েছে ৷

বিমান সংস্থার পক্ষ থেকে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে জানানো হয়েছে, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে বোয়িং-777 বিমানটি যাত্রা শুরু করে ৷ বিমানে 211 জন যাত্রী এবং 18 জন ক্রু ছিলেন ৷ এয়ার টার্বুলেন্সে পড়ায় বিমানটিকে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে ৷ ঘটনায় মৃত ব্রিটিশ নাগরিকের বয়স 73 বছর ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৷ আহতদের মধ্যে 16জন যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করা হলেও, বাকি 14 জনকে বিমানবন্দরে চিকিৎসা করা হয়েছে ৷

ঘটনার বিবরণ দিয়েই এক ব্রিটিশ যাত্রী অ্যান্ড্রু ডেভিস স্কাই নিউজকে বলেন, "যে সমস্ত যাত্রীদের সিট বেল্ট ছিল না তাঁরাই আহত হয়েছেন ৷ যাঁরা সিটবেল্ট পড়ে ছিলেন তাঁদের কোনও বিপত্তি হয়নি ৷" কয়েকজনের মাথায় আঘাত লেগেছে ৷ আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷ নিহত ওই ব্রিটিশ নাগরিককে পরীক্ষার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷

থাইল্যান্ডের পরিবহন মন্ত্রী, সুরিয়া জুংরুংরুংকিত ( Suriya Jungrungruangkit) বলেন, "বিমানটির ট্র্যাকিং ডেটা থেকে দেখা গিয়েছে যে, বিপত্তির সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট SQ-321 প্রায় 37,000 ফুট (11,300 মিটার) উচ্চতায় উড়ছিল । হঠাৎ ঝাঁকুনির কারণে তিন মিনিটের ব্যবধানে তীব্র ঝাঁকুনি দিয়ে 31,000 ফুট (9,400 মিটার) পর্যন্ত নেমে আসে। আধ ঘন্টারও পর ব্যাংককে জরুরি অবতরণ করে বিমানটি ।

সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, 211জন যাত্রীর মধ্যে 56 জন অস্ট্রেলিয়ার, 2 জন কানাডার, একজন জার্মানির, 3 জন ভারতের, 2 জন ইন্দোনেশিয়ার, একজন আইসল্যান্ডের, চারজন আয়ারল্যান্ডের, একজন ইজরায়েলের, 16 জন মালয়েশিয়ার, দু'জন মায়ানমারের, 23 জন নিউজিল্যান্ডের, পাঁচ জন ফিলিপিনোর, সিঙ্গাপুরের 41 জন, একজন দক্ষিণ কোরিয়ার, দুইজন স্প্যানিয়ার্ড, যুক্তরাজ্যের 47 এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চার জন ছিলেন ।

আরও পডুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.