ETV Bharat / health

সেরা ফল পেতে কোন দেবতার পুজো করবেন ? দেখে নিন রাশি অনুযায়ী - God according to Zodiac Signs - GOD ACCORDING TO ZODIAC SIGNS

Astrology Tips: জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, হিন্দু শাস্ত্রমতে রাশি অনুযায়ী বিভিন্ন জাতকদের উপর আলাদা আলাদা দেবতার আশীর্বাদ থাকে । বিভিন্ন রাশির জাতকদের আরাধ্য দেবতা আলাদা আলাদা হন । রাশি অনুযায়ী আপনার দেবতা কে জানালেন জ্যোতিষী রাহুল দে ।

Astrology Tips News
কোন দেবতার পুজো করবেন জানুন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Features Team

Published : Aug 21, 2024, 4:09 PM IST

Updated : Aug 21, 2024, 5:19 PM IST

কলকাতা:শাস্ত্রে বলা হয়, যারা নিয়মিত ও ভক্তি সহকারে প্রিয় দেবতার পুজো করেন, তাঁদের উপর প্রতিকূল গ্রহের প্রভাব খুব কম পড়ে ৷ বিভিন্ন গ্রহ-নক্ষত্রের অবস্থানের উপরেই ভিত্তি করে করা হয় জ্যোতিষ গণনা ৷ এমনটাই বলেন জ্যোতিষীরা । জন্মের সময় গ্রহ-নক্ষত্রের অবস্থান বিচার করে আমাদের সবার রাশি নির্ধারিত হয় । জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, রাশি অনুযায়ী যেমন সবার উপর আলাদা আলাদা গ্রহের প্রভাব থাকে, তেমন প্রত্যেকের আলাদা আলাদা ইস্টদেবতা থাকেন ।

জ্যোতিষী রাহুল দে বলেন, "রাশির তুষ্ট দেবতা অনুযায়ী পুজো করা উচিত ৷ কোন রাশির জাতকের কোন দেবতার পুজো করা উচিত তা জাতকের গ্রহ-নক্ষত্রের উপর নির্ভর করে । বিভিন্ন রাশির উপর বিভিন্ন দেবতার প্রভাব থাকে । যে দেবতার কৃপাদৃষ্টি যে রাশিতে বেশি থাকে, সেই রাশির জাতকদের উচিত সেই দেবতার আরাধনা করা । তাহলে জীবনে আসবে সুখ-শান্তি ৷" জেনে নিন, রাশি অনুযায়ী আপনার তুষ্ট দেবতা কে ?

মেষ রাশি: মেষ রাশির গ্রহ অধিপতি মঙ্গল । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা হনুমানজী ৷ তাই এই দেবতার পুজো করলে ভালো ফল পাওয়া যাবে ৷

বৃষ রাশি: বৃষ রাশির অধিপতি হল শুক্র । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা ভগবান বিষ্ণু ৷

মিথুন রাশি: মিথুন রাশির গ্রহ অধিপতি হল বুধ । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা গণেশ ৷

কর্কট রাশি: কর্কট রাশির গ্রহ অধিপতি চাঁদ ৷ এই রাশির জাতক জাতিকাদের আরাধ্য দেবতা মহাদেব ৷

সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের অধিপতি গ্রহ সূর্য । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা হনুমানজী ৷

কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের অধিপতি গ্রহ বুধ । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা গণেশ ৷

তুলা রাশি: তুলা রাশির গ্রহ অধিপতি শুক্র । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা গণেশ ৷

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির গ্রহ অধিপতি হল মঙ্গল । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা হনুমানজী ৷

ধনু রাশি: ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা লক্ষী ও নারায়ন ৷

মকর রাশি: মকর রাশির গ্রহ অধিপতি হল শনি । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা হনুমানজী ৷

কুম্ভ রাশি: কুম্ভ রাশির গ্রহ অধিপতি শনি । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা হনুমানজী ৷

মীন রাশি: মীন রাশি গ্রহ অধিপতি হল বৃহস্পতি । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা ভগবান বিষ্ণু ৷

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

কলকাতা:শাস্ত্রে বলা হয়, যারা নিয়মিত ও ভক্তি সহকারে প্রিয় দেবতার পুজো করেন, তাঁদের উপর প্রতিকূল গ্রহের প্রভাব খুব কম পড়ে ৷ বিভিন্ন গ্রহ-নক্ষত্রের অবস্থানের উপরেই ভিত্তি করে করা হয় জ্যোতিষ গণনা ৷ এমনটাই বলেন জ্যোতিষীরা । জন্মের সময় গ্রহ-নক্ষত্রের অবস্থান বিচার করে আমাদের সবার রাশি নির্ধারিত হয় । জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, রাশি অনুযায়ী যেমন সবার উপর আলাদা আলাদা গ্রহের প্রভাব থাকে, তেমন প্রত্যেকের আলাদা আলাদা ইস্টদেবতা থাকেন ।

জ্যোতিষী রাহুল দে বলেন, "রাশির তুষ্ট দেবতা অনুযায়ী পুজো করা উচিত ৷ কোন রাশির জাতকের কোন দেবতার পুজো করা উচিত তা জাতকের গ্রহ-নক্ষত্রের উপর নির্ভর করে । বিভিন্ন রাশির উপর বিভিন্ন দেবতার প্রভাব থাকে । যে দেবতার কৃপাদৃষ্টি যে রাশিতে বেশি থাকে, সেই রাশির জাতকদের উচিত সেই দেবতার আরাধনা করা । তাহলে জীবনে আসবে সুখ-শান্তি ৷" জেনে নিন, রাশি অনুযায়ী আপনার তুষ্ট দেবতা কে ?

মেষ রাশি: মেষ রাশির গ্রহ অধিপতি মঙ্গল । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা হনুমানজী ৷ তাই এই দেবতার পুজো করলে ভালো ফল পাওয়া যাবে ৷

বৃষ রাশি: বৃষ রাশির অধিপতি হল শুক্র । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা ভগবান বিষ্ণু ৷

মিথুন রাশি: মিথুন রাশির গ্রহ অধিপতি হল বুধ । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা গণেশ ৷

কর্কট রাশি: কর্কট রাশির গ্রহ অধিপতি চাঁদ ৷ এই রাশির জাতক জাতিকাদের আরাধ্য দেবতা মহাদেব ৷

সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের অধিপতি গ্রহ সূর্য । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা হনুমানজী ৷

কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের অধিপতি গ্রহ বুধ । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা গণেশ ৷

তুলা রাশি: তুলা রাশির গ্রহ অধিপতি শুক্র । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা গণেশ ৷

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির গ্রহ অধিপতি হল মঙ্গল । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা হনুমানজী ৷

ধনু রাশি: ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা লক্ষী ও নারায়ন ৷

মকর রাশি: মকর রাশির গ্রহ অধিপতি হল শনি । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা হনুমানজী ৷

কুম্ভ রাশি: কুম্ভ রাশির গ্রহ অধিপতি শনি । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা হনুমানজী ৷

মীন রাশি: মীন রাশি গ্রহ অধিপতি হল বৃহস্পতি । এই রাশির জাতক-জাতিকাদের আরাধ্য দেবতা ভগবান বিষ্ণু ৷

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

Last Updated : Aug 21, 2024, 5:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.