ETV Bharat / health

সোডা ছাড়া সুরাপান জমে না ? শরীরে বাসা বাঁধছে বহু রোগ - EFFECTS OF ALCOHOL With SODA - EFFECTS OF ALCOHOL WITH SODA

Effect Of Alcohol With Soda: বেশিরভাগ মানুষই অ্যালকোহলে সোডা মিশিয়ে খেতে পছন্দ করেন ৷ এতে অ্যালকোহলের যে ক্ষারভাব থাকে তা কিছুটা মসৃণ হয় ৷ বিশেষজ্ঞরা বলছেন, অ্যালকোহলের সঙ্গে সোডা মিশিয়ে খেলে শরীরে অনেক ক্ষতি হতে পারে ৷

Effect Of Alcohol With Soda News
অ্যালকোহলের সঙ্গে সোডা শরীরের জন্য ক্ষতিকর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 2:16 PM IST

হায়দরাবাদ: ভারতে সোডার সঙ্গে অ্যালকোহল মিশিয়ে খাওয়া অতি সাধারণ ব্য়াপার । অ্যালকোহলের সঙ্গে সোডা কিংবা সফট ড্রিঙ্ক হামেশাই মিশিয়ে থাকি । ভারতে এই ব্যবস্থার প্রচলন শুরু করেছিল ইংরেজরা ৷ যার ফলে আজও বার-রেস্তরায় সেই ট্র্যাডিশন বজায় রেখে হুইস্কি অথবা ভদকার সঙ্গে সোডা মেশানো হয় ৷ যা এখন এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে । তবে সবাই জানে অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর । কিন্তু খুব কম মানুষই জানেন যে সোডা বিপজ্জনক । এই দু'টিকে মিশিয়ে পান করা যে খুব বিপজ্জনক তা ব্যাপকভাবে জানা যায় না । অ্যালকোহলের সঙ্গে সোডা মিশিয়ে পান করলে কী হয় ? কী বলছেন চিকিৎসা বিশেষজ্ঞরা ?

দুর্বল হাড়: অ্যালকোহলের সঙ্গে সোডা মিশিয়ে পান করা ভালো নয় ৷ সোডায় থাকা প্যাসপারিক অ্যাসিড শরীরে ক্যালসিয়াম কমাতে সাহায্য় করে । এটি হাড়ের জন্য খুবই বিপজ্জনক । পেটের হাড় দুর্বল হয়ে পড়ে । দীর্ঘদিন ধরে সোডা পান করলেও হাড় ভেঙে যেতে পারে ।

ওজন বৃদ্ধি: সোডায় ক্যালোরি থাকে । বলা হয় যে নিয়মিত অ্যালকোহলে সোডা যোগ করলে ওজন বাড়ার সম্ভবনা থাকে । আরও সতর্ক করা হয় যে সোডায় বেশি পরিমাণে চিনি রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে ৷ যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় । হৃদরোগের সম্ভাবনা হতে পারে ।

ক্যানসার: বিশেষজ্ঞদের মতে, সোডায় কিছু রাসায়নিক রয়েছে যা নিয়মিত অ্যালকোহলে সোডা যোগ করলে কিছু ধরণের ক্যানসারের ঝুঁকি বেড়ে যায় । 2019 সালে BMC পাবলিক হেলথ জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, এটি পাওয়া গিয়েছে যে অ্যালকোহলেj সঙ্গে সোডা মিশিয়ে পান করলে অগ্ন্যাশয়ের ক্যানসারের ঝুঁকি বাড়ে । হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথের অধ্যাপক ডানা বোস এই গবেষণায় অংশ নিয়েছিলেন । যারা নিয়মিত অ্যালকোহল মিশ্রিত সোডা পান করেন তাদের অগ্ন্যাশয় ক্যানসারের ঝুঁকি 20% বেশি বলে উল্লেখ করা হয়েছে ।

কিডনিতে পাথর: বিশেষজ্ঞদের মতে, অ্যালকোহলের সঙ্গে সোডা মিশিয়ে পান করলে কিডনির সমস্যা হতে পারে । সোডায় থাকা ফ্রুক্টোজ কিডনিতে পাথরের দিকে পরিচালিত করে ।

মাথাব্যথা: অ্যালকোহল ও সোডার চিনি উভয়ই মাথাব্যথার কারণ হতে পারে ৷

মানসিক সমস্যা: অ্যালকোহল ও সোডার সংমিশ্রণ শুধুমাত্র শারীরিক সমস্যাই নয়, মানসিক সমস্যাও সৃষ্টি করে । অ্যালকোহল ও সোডায় থাকা ক্যাফেইন মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন উদ্বেগ, বিষণ্নতা এবং অনিদ্রার দিকে পরিচালিত করে ।

আরও পড়ুন:

  1. ইন্সট্যান্ট নুডলস শরীরের জন্য ক্ষতিকর ? কী বলছেন বিশেষজ্ঞরা
  2. পাইলসে কষ্ট পাচ্ছেন ? মেনে চলতে পারেন কয়েকটি টিপস
  3. গ্রীষ্মে গ্রিন টি পান করা কি স্বাস্থ্যকর না বিপজ্জনক ? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা

হায়দরাবাদ: ভারতে সোডার সঙ্গে অ্যালকোহল মিশিয়ে খাওয়া অতি সাধারণ ব্য়াপার । অ্যালকোহলের সঙ্গে সোডা কিংবা সফট ড্রিঙ্ক হামেশাই মিশিয়ে থাকি । ভারতে এই ব্যবস্থার প্রচলন শুরু করেছিল ইংরেজরা ৷ যার ফলে আজও বার-রেস্তরায় সেই ট্র্যাডিশন বজায় রেখে হুইস্কি অথবা ভদকার সঙ্গে সোডা মেশানো হয় ৷ যা এখন এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে । তবে সবাই জানে অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর । কিন্তু খুব কম মানুষই জানেন যে সোডা বিপজ্জনক । এই দু'টিকে মিশিয়ে পান করা যে খুব বিপজ্জনক তা ব্যাপকভাবে জানা যায় না । অ্যালকোহলের সঙ্গে সোডা মিশিয়ে পান করলে কী হয় ? কী বলছেন চিকিৎসা বিশেষজ্ঞরা ?

দুর্বল হাড়: অ্যালকোহলের সঙ্গে সোডা মিশিয়ে পান করা ভালো নয় ৷ সোডায় থাকা প্যাসপারিক অ্যাসিড শরীরে ক্যালসিয়াম কমাতে সাহায্য় করে । এটি হাড়ের জন্য খুবই বিপজ্জনক । পেটের হাড় দুর্বল হয়ে পড়ে । দীর্ঘদিন ধরে সোডা পান করলেও হাড় ভেঙে যেতে পারে ।

ওজন বৃদ্ধি: সোডায় ক্যালোরি থাকে । বলা হয় যে নিয়মিত অ্যালকোহলে সোডা যোগ করলে ওজন বাড়ার সম্ভবনা থাকে । আরও সতর্ক করা হয় যে সোডায় বেশি পরিমাণে চিনি রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে ৷ যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় । হৃদরোগের সম্ভাবনা হতে পারে ।

ক্যানসার: বিশেষজ্ঞদের মতে, সোডায় কিছু রাসায়নিক রয়েছে যা নিয়মিত অ্যালকোহলে সোডা যোগ করলে কিছু ধরণের ক্যানসারের ঝুঁকি বেড়ে যায় । 2019 সালে BMC পাবলিক হেলথ জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, এটি পাওয়া গিয়েছে যে অ্যালকোহলেj সঙ্গে সোডা মিশিয়ে পান করলে অগ্ন্যাশয়ের ক্যানসারের ঝুঁকি বাড়ে । হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথের অধ্যাপক ডানা বোস এই গবেষণায় অংশ নিয়েছিলেন । যারা নিয়মিত অ্যালকোহল মিশ্রিত সোডা পান করেন তাদের অগ্ন্যাশয় ক্যানসারের ঝুঁকি 20% বেশি বলে উল্লেখ করা হয়েছে ।

কিডনিতে পাথর: বিশেষজ্ঞদের মতে, অ্যালকোহলের সঙ্গে সোডা মিশিয়ে পান করলে কিডনির সমস্যা হতে পারে । সোডায় থাকা ফ্রুক্টোজ কিডনিতে পাথরের দিকে পরিচালিত করে ।

মাথাব্যথা: অ্যালকোহল ও সোডার চিনি উভয়ই মাথাব্যথার কারণ হতে পারে ৷

মানসিক সমস্যা: অ্যালকোহল ও সোডার সংমিশ্রণ শুধুমাত্র শারীরিক সমস্যাই নয়, মানসিক সমস্যাও সৃষ্টি করে । অ্যালকোহল ও সোডায় থাকা ক্যাফেইন মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন উদ্বেগ, বিষণ্নতা এবং অনিদ্রার দিকে পরিচালিত করে ।

আরও পড়ুন:

  1. ইন্সট্যান্ট নুডলস শরীরের জন্য ক্ষতিকর ? কী বলছেন বিশেষজ্ঞরা
  2. পাইলসে কষ্ট পাচ্ছেন ? মেনে চলতে পারেন কয়েকটি টিপস
  3. গ্রীষ্মে গ্রিন টি পান করা কি স্বাস্থ্যকর না বিপজ্জনক ? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.