ETV Bharat / health

বালিশের তেলচিটে দাগ তুলতে এই ঘরোয়া উপায়গুলি করুন - Tips To Remove Stains on Pillows

Pillows Stains: প্রতি সপ্তাহে বেডসিড ও কভার পরিবর্তন করা প্রয়োজন । তবে বালিশের কভার পরিষ্কার করলেও অনেক সময় বালিশে দাগ থেকে যায় । তাই অনেকেই জানেন না কীভাবে সেগুলি দূর করবেন । বিশেষজ্ঞদের মতে, এই টিপসগুলি মেনে চললে সমস্যার সমাধান হবে ।

Pillows Stains News
বালিশের তেলচিটে দাগ তোলার উপায় (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 23, 2024, 8:16 PM IST

কলকাতা: সাদা বালিশ বা বিছানার বেড কভার যদি সাদা হয় মানসিক শান্তি যেমন আসে তেমনি ঘুমও ভালো হয় ৷ সাদা বিছানার চাদর বা বালিশ সবসময় ভালোভাবে পরিষ্কার করা প্রয়োজন ৷ কারণ সাদা বালিশের কভার তাড়াতাড়ি নোংরা হয়ে যায় ৷ কভারগুলি প্রতি সপ্তাহে একবার বা দুইবার পরিবর্তন করা হয় এবং পরিষ্কার করা প্রয়োজন । সাদা বালিশে এই দাগ তুলতে কিছু টিপস মেনে চলতে পারেন ৷ জেনে নিন, ঘরোয়া উপায়ে কী কী ব্যবহার করতে পারেন ?

ভিনিগার: ভিনিগার বালিশের দাগ দূর করতে সাহায্য করে । এরজন্য একটি কাপে সমানভাবে ভিনিগার এবং জল মিশিয়ে নিন ৷ সেই মিশ্রণে একটি কাপড় ডুবিয়ে বালিশের দাগযুক্ত জায়গায় ভালো করে ঘষে নিন । এটি দু'বার করলে দাগ চলে যাবে ৷

ডিশসোপ: গরম জল, ডিশসোপ এই দুটিই দাগ দূর করতে ব্যবহার করা হয় । প্রথমে কিছু পরিমাণ গরম জল নিন ও এতে একটি তোয়ালে বা স্পঞ্জ ডুবিয়ে রাখুন । এটি কিছুক্ষণ পর শুকনো কাপড় দিয়ে মুছে নিলে দাগ চলে যাবে ।

বেকিং সোডা: এক টেবিল চামচ বেকিং সোডা সামান্য জলে মিশিয়ে পেস্টের মতো করে বালিশে লাগিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করুন । 2016 সালে 'জার্নাল অফ ক্লিনিং সায়েন্স'-এ প্রকাশিত একটি সমীক্ষায় জানা গিয়েছে, বেকিং সোডা বালিশের তেলচিটে দাগ, কফি দাগ দূর করতে সাহায্য করে । যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ড. মার্গারেট জনসন এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন ।

কর্নস্টার্চ: বালিশের তেলচিটে দাগ দূর করতেও কর্নস্টার্চ ব্যবহার করা যেতে পারে । এটি দাগের উপর স্প্রে করুন এবং 15 মিনিটের জন্য রেখে দিন । এর পরে সামান্য ভেজা কাপড় দিয়ে এই মুছে নিন । এতে দাগ চলে যাবে ৷

কলকাতা: সাদা বালিশ বা বিছানার বেড কভার যদি সাদা হয় মানসিক শান্তি যেমন আসে তেমনি ঘুমও ভালো হয় ৷ সাদা বিছানার চাদর বা বালিশ সবসময় ভালোভাবে পরিষ্কার করা প্রয়োজন ৷ কারণ সাদা বালিশের কভার তাড়াতাড়ি নোংরা হয়ে যায় ৷ কভারগুলি প্রতি সপ্তাহে একবার বা দুইবার পরিবর্তন করা হয় এবং পরিষ্কার করা প্রয়োজন । সাদা বালিশে এই দাগ তুলতে কিছু টিপস মেনে চলতে পারেন ৷ জেনে নিন, ঘরোয়া উপায়ে কী কী ব্যবহার করতে পারেন ?

ভিনিগার: ভিনিগার বালিশের দাগ দূর করতে সাহায্য করে । এরজন্য একটি কাপে সমানভাবে ভিনিগার এবং জল মিশিয়ে নিন ৷ সেই মিশ্রণে একটি কাপড় ডুবিয়ে বালিশের দাগযুক্ত জায়গায় ভালো করে ঘষে নিন । এটি দু'বার করলে দাগ চলে যাবে ৷

ডিশসোপ: গরম জল, ডিশসোপ এই দুটিই দাগ দূর করতে ব্যবহার করা হয় । প্রথমে কিছু পরিমাণ গরম জল নিন ও এতে একটি তোয়ালে বা স্পঞ্জ ডুবিয়ে রাখুন । এটি কিছুক্ষণ পর শুকনো কাপড় দিয়ে মুছে নিলে দাগ চলে যাবে ।

বেকিং সোডা: এক টেবিল চামচ বেকিং সোডা সামান্য জলে মিশিয়ে পেস্টের মতো করে বালিশে লাগিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করুন । 2016 সালে 'জার্নাল অফ ক্লিনিং সায়েন্স'-এ প্রকাশিত একটি সমীক্ষায় জানা গিয়েছে, বেকিং সোডা বালিশের তেলচিটে দাগ, কফি দাগ দূর করতে সাহায্য করে । যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ড. মার্গারেট জনসন এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন ।

কর্নস্টার্চ: বালিশের তেলচিটে দাগ দূর করতেও কর্নস্টার্চ ব্যবহার করা যেতে পারে । এটি দাগের উপর স্প্রে করুন এবং 15 মিনিটের জন্য রেখে দিন । এর পরে সামান্য ভেজা কাপড় দিয়ে এই মুছে নিন । এতে দাগ চলে যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.