কলকাতা, 6 এপ্রিল: হইহই করে দুয়ারে হাজির গরম। আর হাজির হতেই ঝোড়ো ইনিংসের দাপট দেখাচ্ছে ৷ সকাল থেকেই চাঁদিফাটা গরমে হাঁসফাঁস করছেন বঙ্গবাসী। বেলা বাড়লে ঘরের বাইরে বেরনো দায়। কিন্তু গরম বলে কি জীবন থেমে থাকবে! এই গরমেই পরপর বিয়ে বাড়ি। বৈশাখ থেকে শ্রাবণ মাস-ভরপুর বিয়ের মরশুম। নিমন্ত্রণ পাওয়ার পর না-গেলে চলে? কিন্তু এই গরম থেকে বাঁচতে কেমন পোশাক পরবেন বিয়েবাড়িতে? আর কীরকম রংইবা বেছে নেবেন? যে রংয়ে আপনাকে দেখে অন্যের চোখ শান্তি পাবে, আপনারও নিজেকে ভালো লাগবে। তারই উপায় বলে দিলেন প্রখ্যাত ডিজাইনার স্রোতস্বিনী মজুমদার ৷
- স্রোতস্বিনী বলেন, "এই গরমে রংয়ের দিকে খুব খেয়াল রাখতে হবে। বেছে নিতে হবে সুদিং প্যাস্টেল কালার যেমন, লেমন ইয়েলো, মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার, রোজ পিঙ্ক, বেবি ব্লু। এই জাতীয় রংয়ে স্প্রিং সামার ভাইবস আসে। আগে বিয়ে বাড়ি মানেই ছিল গাঢ় রঙ। এখন সেই দিন অতীত। ফ্যাশনে অনেক নতুন রং নিয়ে এক্সপেরিমেন্ট চলছে। হালকা রংয়ের উপরে ইন্টারেস্টিং ডিজাইন দিয়ে যে কোনও আউটফিট আকর্ষণীয় করে তোলা যায়।"Summer Wedding Outfits
- সবার মাঝখানে নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য স্রোতস্বিনী বলেন, "খুব বেশি সাজলেই যে আকর্ষণীয় লাগবে তা নয়। তাই নিজের স্টাইলিংয়ে আরামদায়ক পোশাক এবং বৈচিত্র্যপূর্ণ পোশাক পরতে হবে। আর সেটা সম্ভব হয় অফবিট কালার আর ড্রাপিংয়ের মাধ্যমে। এখন ট্র্যাডিশনাল হেভি ফেব্রিক্স-এর থেকে অনেকেই মডার্ন লাইট ফেব্রিক্স ব্যবহার করে ইনোভেটিভ লুক ক্রিয়েট করছে। নেট, অরগানজা, টিস্যু, শিফন এগুলি এখন ট্রেন্ডে আছে।"Summer Wedding Outfits
বিয়েবাড়ি মানেই তার হরেক রকমের নিয়মকানুন। হলুদ কোটা থেকে আরও কত কী। যাঁরা বিয়েটা সামলে দেন তাঁদের উপর দিয়ে বেশ ঝক্কি যায়। সকালের দিকের সাজের কথাও ভুললে চলবে না। এই সময়ে ট্রেন্ডি ফ্লোরাল প্রিন্টেড শিফন, অরগানজা পরা যেতে পারে। আর রাতে নিউট্রাল কালারের টিস্যু উইথ সিগনেচার লুক কনট্রাস্ট ব্লাউজ। আর রিসেপশনে প্যাস্টেল কালারের শাড়ি, যার সঙ্গে সিকোয়েন্স-এর ছোঁয়া দিয়ে ককটেল লুক ক্রিয়েট হয় সেরকম পোশাক বেছে নিতে বলেছেন স্রোতস্বিনী।
আরও পড়ুন: