কলকাতা: শখ করে বাজার থেকে অনেকই দামি সুগন্ধি কিনে আনেন ৷ যে কোনও জায়গায় বেরোনোর আগে পারফিউম বা ডিওড্রেন্ট ব্যবহার করে থাকি ৷ যা আমাদের ঘামের গন্ধ দূর করতে সাহায্য় করে, কিছু ক্ষেত্রে মানসিক অবস্থাও উন্নত করে ৷ কিন্তু এই পারফিউম আপনার শরীরে আনতে পারে নানা বিপদ ৷ কারণ, পারফিউমে থাকে নানা রাসায়নিক জিনিস ৷
পারফিউম সতেজতা প্রদান করে । এটি শরীরের দুর্গন্ধও ঢেকে রাখে । অনেকেই জানেন যে রাসায়নিকযুক্ত পারফিউম ত্বকের সমস্যা সৃষ্টি করে । সুগন্ধি ব্যবহারে পুরুষদের মধ্যে বন্ধ্যাত্ব বাড়তে পারে বলে জানান এপিডেমিওলজিস্ট এবং নিউইয়র্কের মাউন্ট সিনাইয়ের আইকান স্কুল অফ মেডিসিনের অধ্যাপক ডাঃ শান্না সোয়ান । তিনি আরও জানান, পারফিউম ব্যবহারে পুরুষদেরই সবচেয়ে বেশি ক্ষতি হয় ৷
মদ্যপান, ধূমপান এবং স্থূলতা পুরুষদের বন্ধ্যাত্বের একটা অন্যতম কারণ ৷ তবে এছাড়াও অনেক কারণ রয়েছে ৷ ডাঃ শান্না সোয়ান পরিচালিত একটি গবেষণায়, এটি প্রকাশ পেয়েছে যে 'সুগন্ধির মতো এমন সৌন্দর্য পণ্যের ব্যবহার' পুরুষদের মধ্যে বন্ধ্যাত্বের কারণ হতে পারে । তিনি বলেন, "পারফিউমের রাসায়নিকগুলি পুরুষদের টেস্টোস্টেরন হরমোনকে প্রভাবিত করে ও শুক্রাণুর সংখ্যা হ্রাস করে ।"
এছড়াও তিনি জানান, কিছু ধরনের সাবান, লোশন এবং পারফিউমের বোতল তৈরিতে প্যারাবেনের মতো কৃত্রিম রাসায়নিক ব্যবহার করা হয় । এগুলি পুরুষদের মধ্যে শুক্রাণুর সংখ্যা হ্রাসের ঝুঁকি রয়েছে । তাই পুরুষদের পারফিউম ব্যবহারে সতর্ক হওয়া উচত ৷ রাসায়নিক যুক্ত পারফিউম ব্যবহার না করাই ভালো ।
এছাড়াও এন আই এইচ দ্বারা পরিচালিত গবেষণায় জানা গিয়েছে, পারফিউমের বহু ক্ষতিকারক দিক রয়েছে ৷ যা আপনার শরীরে প্রভাব ফেলে ৷
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে)