ETV Bharat / health

বেগুন পছন্দ ? এই উপসর্গ থাকলে ভুলেও খাবেন না - Side Effects of Brinjal

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 10:48 PM IST

Brinjal Health Effect: বেগুন এমনই একটি সবজি যা থেকে অনেক খাবার তৈরি করা যায় এবং এটি খেতে খুবই সুস্বাদু, তবে এটি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ক্ষতিকর হতে পারে ৷ অনেকেরই বেগুনে অ্যালার্জি রয়েছে ৷ কাদের বেগুন খাওয়া উচিত নয় জানুন ৷

Brinjal Health Effect News
বেগুন খাওয়া কাদের জন্য ক্ষতিকর (নিজস্ব চিত্র)

হায়দারবাদ: শুধু স্বাদেই নয়, ওষধি গুণেও রাজা বেগুন রাজা ৷ বেগুনের পুষ্টিগুণ মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী, যার মধ্যে রয়েছে রক্তচাপ নিয়ন্ত্রণ, ফ্রি র‌্যাডিক্যাল থেকে শরীরকে রক্ষা করা, ক্যানসারের সঙ্গে লড়াই করা, ওজন কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো । তবে বিশেষজ্ঞদের মতে, যাদের এসব সমস্যা আছে তাদের বেগুন খাওয়ার আগে দু'বার ভাবা উচিত ৷

হাড়ের সমস্যা: বিশেষজ্ঞদের মতে, যাদের হাড় সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের বেগুন এড়িয়ে চলা উচিত । বলা হয়ে থাকে বেগুনে উপস্থিত অক্সালেট ক্যালসিয়াম শোষণের ক্ষমতা কমিয়ে দেয়, ফলে হাড় দুর্বল হয়ে পড়ে । তাই যাদের হাড়ের ঘনত্ব কম তাদের বেগুন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় ।

কিডনির সমস্যা: যারা কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের বেগুন কম খাওয়ার পরামর্শ দেওয়া হয় । কারণ বেগুনের বীজে থাকা অক্সালেট কিডনিতে পাথর তৈরি করতে সাহায্য করে । ইউরোপীয় জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত 2013 সালের একটি গবেষণায় দেখা গিয়েছে, যারা উচ্চ-অক্সালেট ডায়েট করেছেন তাদের কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি 23% বেশি ছিল । বার্সেলোনার ইউনিভার্সিটাট ডি বার্সেলোনার মেডিসিন বিভাগের অধ্যাপক এবং গবেষণা পরিচালক ডঃ জর্দি সালাস সালভাদো এই গবেষণায় অংশ নিয়েছিলেন । তাদের দাবি, বেগুন-সহ উচ্চ অক্সালেট জাতীয় খাবার কিডনিতে পাথরের কারণ হতে পারে ।

হজমের সমস্যা: হজমের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদেরও বেগুন এড়িয়ে চলতে বলা হয় । বলা হয়ে থাকে যে, বেগুনে স্যালিসিলেট নামক প্রাকৃতিক রাসায়নিক উপাদান থাকে যা হজমের সমস্যা সৃষ্টি করে । এছাড়াও বেগুনে দ্রবণীয় ও অদ্রবণীয় উভয় ফাইবার বেশি থাকে । দ্রবণীয় ফাইবার হজমের জন্য ভালো ৷ তবে অদ্রবণীয় ফাইবার কিছু মানুষের মধ্যে গ্যাস এবং ফোলাভাব সৃষ্টি করে ।

পাইলস: যারা পাইলসের সমস্যায় ভুগছেন তাদেরও বেগুন খাওয়া উচিত নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা । পাইলস আক্রান্ত ব্যক্তিদের সতর্ক করা হয় যে তারা বেগুন খেলে সমস্যা আরও বাড়বে ।

হাঁটুর ব্যথায়: বিশেষজ্ঞদের মতে, বাতজনিত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদেরও বেগুন এড়িয়ে চলা উচিত । বিশেষ করে যারা হাঁটুর ব্যথায় ভোগেন তাদের বেগুন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয় ।

অ্যালার্জি: ত্বকের অ্যালার্জিতে আক্রান্ত ব্যক্তিদেরও বেগুন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয় । খাবারে অ্যালার্জি আছে এমন মানুষ যে বেগুন খেলে অ্যালার্জির সমস্যা আরও বেড়ে যেতে পারে । ফুড অ্যালার্জি অ্যান্ড অ্যানাফিল্যাক্সিস জার্নালে প্রকাশিত একটি 2020 গবেষণায় দেখা গিয়েছে যে, অ্যালার্জিযুক্ত ব্যক্তিদের বেগুন খাওয়ার পরে অ্যালার্জির প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা বেশি ছিল । নেব্রাস্কা মেডিক্যাল সেন্টারের অ্যালার্জি এবং ইমিউনোলজি বিভাগের প্রধান ডঃ অ্যান্ড্রু ই ফেগেন গবেষণায় অংশ নিয়েছিলেন ।

চোখের সমস্যা: বিশেষজ্ঞরা জানান, যারা প্রদাহ, ফোলা ও চোখ লাল হওয়ার মতো সমস্যায় ভুগছেন তাদেরও বেগুন এড়িয়ে চলা উচিত ।

হায়দারবাদ: শুধু স্বাদেই নয়, ওষধি গুণেও রাজা বেগুন রাজা ৷ বেগুনের পুষ্টিগুণ মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী, যার মধ্যে রয়েছে রক্তচাপ নিয়ন্ত্রণ, ফ্রি র‌্যাডিক্যাল থেকে শরীরকে রক্ষা করা, ক্যানসারের সঙ্গে লড়াই করা, ওজন কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো । তবে বিশেষজ্ঞদের মতে, যাদের এসব সমস্যা আছে তাদের বেগুন খাওয়ার আগে দু'বার ভাবা উচিত ৷

হাড়ের সমস্যা: বিশেষজ্ঞদের মতে, যাদের হাড় সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের বেগুন এড়িয়ে চলা উচিত । বলা হয়ে থাকে বেগুনে উপস্থিত অক্সালেট ক্যালসিয়াম শোষণের ক্ষমতা কমিয়ে দেয়, ফলে হাড় দুর্বল হয়ে পড়ে । তাই যাদের হাড়ের ঘনত্ব কম তাদের বেগুন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় ।

কিডনির সমস্যা: যারা কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের বেগুন কম খাওয়ার পরামর্শ দেওয়া হয় । কারণ বেগুনের বীজে থাকা অক্সালেট কিডনিতে পাথর তৈরি করতে সাহায্য করে । ইউরোপীয় জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত 2013 সালের একটি গবেষণায় দেখা গিয়েছে, যারা উচ্চ-অক্সালেট ডায়েট করেছেন তাদের কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি 23% বেশি ছিল । বার্সেলোনার ইউনিভার্সিটাট ডি বার্সেলোনার মেডিসিন বিভাগের অধ্যাপক এবং গবেষণা পরিচালক ডঃ জর্দি সালাস সালভাদো এই গবেষণায় অংশ নিয়েছিলেন । তাদের দাবি, বেগুন-সহ উচ্চ অক্সালেট জাতীয় খাবার কিডনিতে পাথরের কারণ হতে পারে ।

হজমের সমস্যা: হজমের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদেরও বেগুন এড়িয়ে চলতে বলা হয় । বলা হয়ে থাকে যে, বেগুনে স্যালিসিলেট নামক প্রাকৃতিক রাসায়নিক উপাদান থাকে যা হজমের সমস্যা সৃষ্টি করে । এছাড়াও বেগুনে দ্রবণীয় ও অদ্রবণীয় উভয় ফাইবার বেশি থাকে । দ্রবণীয় ফাইবার হজমের জন্য ভালো ৷ তবে অদ্রবণীয় ফাইবার কিছু মানুষের মধ্যে গ্যাস এবং ফোলাভাব সৃষ্টি করে ।

পাইলস: যারা পাইলসের সমস্যায় ভুগছেন তাদেরও বেগুন খাওয়া উচিত নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা । পাইলস আক্রান্ত ব্যক্তিদের সতর্ক করা হয় যে তারা বেগুন খেলে সমস্যা আরও বাড়বে ।

হাঁটুর ব্যথায়: বিশেষজ্ঞদের মতে, বাতজনিত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদেরও বেগুন এড়িয়ে চলা উচিত । বিশেষ করে যারা হাঁটুর ব্যথায় ভোগেন তাদের বেগুন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয় ।

অ্যালার্জি: ত্বকের অ্যালার্জিতে আক্রান্ত ব্যক্তিদেরও বেগুন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয় । খাবারে অ্যালার্জি আছে এমন মানুষ যে বেগুন খেলে অ্যালার্জির সমস্যা আরও বেড়ে যেতে পারে । ফুড অ্যালার্জি অ্যান্ড অ্যানাফিল্যাক্সিস জার্নালে প্রকাশিত একটি 2020 গবেষণায় দেখা গিয়েছে যে, অ্যালার্জিযুক্ত ব্যক্তিদের বেগুন খাওয়ার পরে অ্যালার্জির প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা বেশি ছিল । নেব্রাস্কা মেডিক্যাল সেন্টারের অ্যালার্জি এবং ইমিউনোলজি বিভাগের প্রধান ডঃ অ্যান্ড্রু ই ফেগেন গবেষণায় অংশ নিয়েছিলেন ।

চোখের সমস্যা: বিশেষজ্ঞরা জানান, যারা প্রদাহ, ফোলা ও চোখ লাল হওয়ার মতো সমস্যায় ভুগছেন তাদেরও বেগুন এড়িয়ে চলা উচিত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.