হায়দরাবাদ: স্থূলতা মোকাবিলায় একটি বিশেষ উপায়ের আবিষ্কার হয়েছে ৷ এই গবেষণা করেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি, Massachusetts Institute of Technology) গবেষকরা ৷ এটি একটি ভাইব্রেটিং পিল ৷ যা খেলে আর আলাদা করে খাবার খেতে ইচ্ছা মরে যায় ৷ গবেষকদের দাবি, এই বড়ি খেলে মস্তিস্কে এক বিশেষ সংকেত পৌঁছয় ৷ তার জেরে খাওয়ার ইচ্ছাই মরে যায় ৷ স্বভাবতই ওজন বাড়ার সম্ভাবনা কমে যায় ৷ এই পিল শরীরের কম্পনের সৃষ্টি করে ৷ সেখান থেকেই সংকেত পৌঁছয় মস্তিস্কে ৷
গবেষণায় দেখা গিয়েছে, এই পিল খাওয়া হলে পরিপাকতন্ত্র প্রসারিত হয় ৷ ফলে শরীরের কিছু রিসেপ্টর উদ্দীপিত হয় ও মস্তিষ্ককে হরমোন নিঃসরণ করার জন্য সংকেত দেয় যা পরিপূর্ণতার অনুভূতি সৃষ্টি করে অর্থাৎ খাবারের ইচ্ছা থাকে না । এই পিলের সাহায্যে খাবারের ইচ্ছাকে বন্ধ করে দেওয়া যায় ৷
এই বড়ি খাওয়ার ভালো ফলাফল পাওয়া গিয়েছে । এটি লক্ষ করা যায় পিল খাওয়ার 20 মিনিট আগে খেলে খাবার ইচ্ছা 40% খাওয়ার ইচ্ছা কমে যায় ৷ এই ছোট পিলটি একটি ছোট সিলভার অক্সাইড ব্যাটারির সাহায্যে কাজ করে ৷ এটি পরিপাকতন্ত্রে পৌঁছনোর পর প্রায় 30 মিনিট পর কম্পন শুরু করে । পাচক রস এপিথেলিয়াম দ্রবীভূত করার সঙ্গে সঙ্গে সার্কিটটি সম্পূর্ণ হয় এবং মোটর কাজ করতে শুরু করে ৷ কম্পনগুলি মেকানোরিসেপ্টরকে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে সংকেত পাঠাতে অনুরোধ করে, যা খাওয়ার পরে ঘটে যাওয়া হরমোনের পরিবর্তনগুলিকে অনুকরণ করে । এছাড়াও গবেষণায় আরও দেখা গিয়েছে, ডিভাইসটি ওজন বাড়ার গতিও কমিয়েছে ৷ স্থূলতা পরিচালনায় এর সম্ভাব্য কার্যকারিতা প্রকাশ পেয়েছে ।
https://news.mit.edu/2023/engineers-develop-vibrating-ingestible-capsule-1222