ETV Bharat / health

ত্বকের জন্য় কেন দরকার ভিটামিন-ই ক্যাপসুল, জেনে নিন

Vitamin E Skin Care: শরীরের জন্য ভিটামিন-ই ক্যাপসুল উপকারী যা আমরা সবাই জানি ৷ তবে চুল ও ত্বকের জন্যও ভিটামিন ই ক্যাপসুলের জুরি মেলা ভার ৷ কীভাবে ভিটামিন-ই ত্বকের উপকার করে, জেনে নিন ৷

Vitamin E Skin Care News
ত্বকের জন্য় কীভাবে উপকার করে ভিটামিন ই
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 4:03 PM IST

হায়দরাবাদ: শীতকাল হোক বা গরমকাল ত্বকের সমস্যা সারাবছর লেগেই থাকে ৷ ত্বকের সমস্যার কারণে আমরা বিভিন্ন সময় অনেক কিছু ব্যবহার করে থাকি ৷ তারমধ্যে একটি হল ভিটামিন-ই ক্যাপসুল ৷ তবে ভিটামিন-ই শুধুমাত্র ত্বকের জন্য নয়, শরীরের বিভিন্নভাবে উপকারী ৷ ত্বকের জন্য় কীভাবে ব্যবহার করবেন ভিটামিন-ই ক্যাপসুল?

রূপচর্চায় ভিটামিন-ই ক্যাপসুলের ব্যবহার বেশ জনপ্রিয় ৷ যা অনেকে বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকেন ৷ ত্বকের জন্য ভিটামিন ই ক্যাপসুলের কীভাবে কাজ করে (How Vitamin E Capsules Work For Skin)?

ময়শ্চারাইজার হিসাবে কাজ করে: ভিটামিন-ই ক্যপসুল ত্বককে হাইড্রেট করতে সাহায্য় করে ৷ এছাড়াও ত্বককে কোমল রাখতে সাহায্য় করে ৷ রুক্ষতা থেকে বাঁচাতে সাহায্য় করে ৷ ত্বককে আর্দ্র রাখতেও সাহায্য় করে ৷

ত্বকের কোলাজেন বাড়াতে সাহায্য় করে: ভিটামিন-ই কোলাজেন উৎপাদনে সহায়তা করে ৷ এছাড়াও ত্বকের দৃঢ়তা বজায় রাখতে সাহায্য করে ৷

মুখের দাগ কমাতে সাহায্য করে: দাগ বা ক্ষতিগ্রস্ত ত্বকের জায়গায় ভিটামিন-ই প্রয়োগ করলে দাগ নিরাময় করতে সাহায্য় করে ৷ ফলে মুখে কোনও দাগ বা ক্ষত থাকলে রাতে শুতে যাওয়ার আগে ভিটামিন-ই ক্যাপসুল ব্য়বহার করা যেতে পারে ৷ তবে এটি প্রয়োগ করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন ৷

সূর্যের ইউ ভি রশ্মি থেকে রক্ষা করে: ভিটামিন-ই আল্ট্রাভায়োলেট (UV) আলোক শক্তি শোষণ করতে পারে । ত্বককে ফ্রি-ব়্যাডিক্য়াল করতে সাহায্য় করে ৷

এছাড়াও বিশেষজ্ঞদের মতে, ব্রণ, দাগছোপ, ফুসকুরির সমস্যা মেটাতে সাহায্য় করে ভিটামিন -ই ক্যাপসুল ৷ এটি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য় করে ৷ চোখের তলায় কালি ভাব কমাতে ভিটামিন ই ক্যাপসুলের উপকারিতা জুরি মেলাভার ৷ ত্বকের বলিরেখা, টান পড়া ও অন্যান্য দাগ দূর করতেও সাহায্য করে ।

আরও পড়ুন:

  1. চুলকে চিরতরে সুন্দর করতে চান ? ব্যবহার করতে পারেন এই ভেষজ
  2. মাথাব্যথা থেকে মুক্তি পেতে দরকার পর্যাপ্ত ঘুম থেকে শুরু করে হজম ঠিক রাখা
  3. আবহাওয়ার পরিবর্তনের জেরে ভাইরাল সংক্রমণে ভুগছেন ? আস্থা রাখুন ঘরোয়া টোটকায়

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

হায়দরাবাদ: শীতকাল হোক বা গরমকাল ত্বকের সমস্যা সারাবছর লেগেই থাকে ৷ ত্বকের সমস্যার কারণে আমরা বিভিন্ন সময় অনেক কিছু ব্যবহার করে থাকি ৷ তারমধ্যে একটি হল ভিটামিন-ই ক্যাপসুল ৷ তবে ভিটামিন-ই শুধুমাত্র ত্বকের জন্য নয়, শরীরের বিভিন্নভাবে উপকারী ৷ ত্বকের জন্য় কীভাবে ব্যবহার করবেন ভিটামিন-ই ক্যাপসুল?

রূপচর্চায় ভিটামিন-ই ক্যাপসুলের ব্যবহার বেশ জনপ্রিয় ৷ যা অনেকে বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকেন ৷ ত্বকের জন্য ভিটামিন ই ক্যাপসুলের কীভাবে কাজ করে (How Vitamin E Capsules Work For Skin)?

ময়শ্চারাইজার হিসাবে কাজ করে: ভিটামিন-ই ক্যপসুল ত্বককে হাইড্রেট করতে সাহায্য় করে ৷ এছাড়াও ত্বককে কোমল রাখতে সাহায্য় করে ৷ রুক্ষতা থেকে বাঁচাতে সাহায্য় করে ৷ ত্বককে আর্দ্র রাখতেও সাহায্য় করে ৷

ত্বকের কোলাজেন বাড়াতে সাহায্য় করে: ভিটামিন-ই কোলাজেন উৎপাদনে সহায়তা করে ৷ এছাড়াও ত্বকের দৃঢ়তা বজায় রাখতে সাহায্য করে ৷

মুখের দাগ কমাতে সাহায্য করে: দাগ বা ক্ষতিগ্রস্ত ত্বকের জায়গায় ভিটামিন-ই প্রয়োগ করলে দাগ নিরাময় করতে সাহায্য় করে ৷ ফলে মুখে কোনও দাগ বা ক্ষত থাকলে রাতে শুতে যাওয়ার আগে ভিটামিন-ই ক্যাপসুল ব্য়বহার করা যেতে পারে ৷ তবে এটি প্রয়োগ করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন ৷

সূর্যের ইউ ভি রশ্মি থেকে রক্ষা করে: ভিটামিন-ই আল্ট্রাভায়োলেট (UV) আলোক শক্তি শোষণ করতে পারে । ত্বককে ফ্রি-ব়্যাডিক্য়াল করতে সাহায্য় করে ৷

এছাড়াও বিশেষজ্ঞদের মতে, ব্রণ, দাগছোপ, ফুসকুরির সমস্যা মেটাতে সাহায্য় করে ভিটামিন -ই ক্যাপসুল ৷ এটি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য় করে ৷ চোখের তলায় কালি ভাব কমাতে ভিটামিন ই ক্যাপসুলের উপকারিতা জুরি মেলাভার ৷ ত্বকের বলিরেখা, টান পড়া ও অন্যান্য দাগ দূর করতেও সাহায্য করে ।

আরও পড়ুন:

  1. চুলকে চিরতরে সুন্দর করতে চান ? ব্যবহার করতে পারেন এই ভেষজ
  2. মাথাব্যথা থেকে মুক্তি পেতে দরকার পর্যাপ্ত ঘুম থেকে শুরু করে হজম ঠিক রাখা
  3. আবহাওয়ার পরিবর্তনের জেরে ভাইরাল সংক্রমণে ভুগছেন ? আস্থা রাখুন ঘরোয়া টোটকায়

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.