ETV Bharat / health

রোজ খেতে পারেন মধু, জেনে নিন এর উপকারী দিক

Honey for Health: স্থূলতা থেকে হাই কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিসের মতো অনেকে অনেক সমস্যায় ভুগে থাকেন । তাই ওজন কমানোর জন্য নিয়মিত ব্যায়াম এবং কঠোর ডায়েট করার পাশাপাশি মধু আপনার জন্য কার্যকরী উপায় ৷

Honey for Health News
রোজ খেতে পারেন মধু
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 9:22 PM IST

হায়দরাবাদ: মধুর স্বাস্থ্যের জন্য় বিভিন্নভাবে উপকার করে থাকে ৷ মধুতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ, ভিটামিন এবং এনজাইম ৷ যা বিভিন্ন রোগ প্রতিরোধ করে শরীরকে সুস্থ থাকতে সাহায্য করে । এ ছাড়াও প্রতি দিন এক চামচ মধু খেলে ঠান্ডা লাগা, কফ, কাশি থেকে দ্রুত মক্তি পেতে সাহায্য় করে । এছাড়াও রয়েছে এর বিভিন্ন উপকারী দিক (Health Benefits Of Honey) ৷

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে: মধু অ্যন্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্যের কারণে মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য় করে ৷

ওজন কমাতে সাহায্য় করে: মধু দেহের ফ্যাটি অ্যসিড কমায় ৷ যা শরীরের বাড়তি চর্বি কমাতে সাহায্য় করে ৷ এরজন্য সকালে হালকা গরম জলের সঙ্গে এক বা দুই চামচ মধু মিশিয়ে পান করেত পারেন ৷

হজমের জন্য় উপকারী: হজমের সমস্যায় নানাভাবে উপকার করতে সাহায্য় করে মধু । এতে শর্করা সঠিকভাবে খাবার হজম করতে সাহায্য করে । ফলে হজম সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় । সেইসঙ্গে এটি শরীরে তাপ ও শক্তি জোগাতেও কাজ করে । যে কারণে প্রতিদিন সকালে মধু খাওয়ার অভ্যাস করা শরীরের জন্য উপকারী ৷

কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য় করে: কোষ্ঠকাঠিন্য কমাতে মধু কার্যকরী উপাদান ৷ এরজন্য় আপনি সকালে একচামচ মধু খাওয়া উপকারী ৷ এছাড়াও আপনি হালকা গরম জলের সঙ্গে মধু খেতে পারেন ৷ এছাড়াও রাতে শুতে যাওয়ার আগে এক গ্লাস দুধের সঙ্গে মধু যোগ করে খেতে পারেন ৷

ত্বকের জন্য উপকারী মধু: মধু শুধুমাত্র খাওয়া নয়, ত্বকের জন্যও ভীষণভাবে উপকারী ৷ এটির ফেসপ্য়াক ত্বককে গ্লোয়িং করতে সহায়তা করে ৷

আরও পড়ুন:

  1. শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে তালিকায় কী কী রাখবেন, জেনে নিন
  2. মুখের উজ্জ্বলতা বাড়াতে চান ? ব্যবহার করুন ঘরে তৈরি কলার খোসার ফেসপ্যাক
  3. রসুন তেলের ব্যবহার থেকে শুরু করে শরীর চর্চায় কমবে কোমরের ব্যথা

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

হায়দরাবাদ: মধুর স্বাস্থ্যের জন্য় বিভিন্নভাবে উপকার করে থাকে ৷ মধুতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ, ভিটামিন এবং এনজাইম ৷ যা বিভিন্ন রোগ প্রতিরোধ করে শরীরকে সুস্থ থাকতে সাহায্য করে । এ ছাড়াও প্রতি দিন এক চামচ মধু খেলে ঠান্ডা লাগা, কফ, কাশি থেকে দ্রুত মক্তি পেতে সাহায্য় করে । এছাড়াও রয়েছে এর বিভিন্ন উপকারী দিক (Health Benefits Of Honey) ৷

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে: মধু অ্যন্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্যের কারণে মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য় করে ৷

ওজন কমাতে সাহায্য় করে: মধু দেহের ফ্যাটি অ্যসিড কমায় ৷ যা শরীরের বাড়তি চর্বি কমাতে সাহায্য় করে ৷ এরজন্য সকালে হালকা গরম জলের সঙ্গে এক বা দুই চামচ মধু মিশিয়ে পান করেত পারেন ৷

হজমের জন্য় উপকারী: হজমের সমস্যায় নানাভাবে উপকার করতে সাহায্য় করে মধু । এতে শর্করা সঠিকভাবে খাবার হজম করতে সাহায্য করে । ফলে হজম সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় । সেইসঙ্গে এটি শরীরে তাপ ও শক্তি জোগাতেও কাজ করে । যে কারণে প্রতিদিন সকালে মধু খাওয়ার অভ্যাস করা শরীরের জন্য উপকারী ৷

কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য় করে: কোষ্ঠকাঠিন্য কমাতে মধু কার্যকরী উপাদান ৷ এরজন্য় আপনি সকালে একচামচ মধু খাওয়া উপকারী ৷ এছাড়াও আপনি হালকা গরম জলের সঙ্গে মধু খেতে পারেন ৷ এছাড়াও রাতে শুতে যাওয়ার আগে এক গ্লাস দুধের সঙ্গে মধু যোগ করে খেতে পারেন ৷

ত্বকের জন্য উপকারী মধু: মধু শুধুমাত্র খাওয়া নয়, ত্বকের জন্যও ভীষণভাবে উপকারী ৷ এটির ফেসপ্য়াক ত্বককে গ্লোয়িং করতে সহায়তা করে ৷

আরও পড়ুন:

  1. শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে তালিকায় কী কী রাখবেন, জেনে নিন
  2. মুখের উজ্জ্বলতা বাড়াতে চান ? ব্যবহার করুন ঘরে তৈরি কলার খোসার ফেসপ্যাক
  3. রসুন তেলের ব্যবহার থেকে শুরু করে শরীর চর্চায় কমবে কোমরের ব্যথা

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.