ETV Bharat / health

সেদ্ধ খাবার কি স্বাস্থ্যের জন্য ভালো ? কী বলছেন পুষ্টিবিদ - Boiled Food Benefits

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 4:10 PM IST

Updated : Jun 7, 2024, 4:48 PM IST

Boiled Food For Health: সেদ্ধ খাবার কি স্বাস্থ্যের জন্য ভালো ? রান্না কি তাদের পুষ্টিগুণ দ্বিগুণ বা হ্রাস করে ? জেনে নিন সেদ্ধ খাবারের উপকারিতা জানালেন পুষ্টিবিদ ডঃ সুচরিতা সেনগুপ্ত ৷

Boiled Food For Health News
সেদ্ধ খাবারের উপকারিতা (নিজস্ব চিত্র)

হায়দরাবাদ: গবেষকদের মতে, সেদ্ধ করা খাবার শরীরের জন্য ভীষণ উপকারী ৷ তবে খাওয়ার সময় কিছু জিনিস জিভের স্বাদ অনুযায়ী খেয়ে থাকি ৷ কিন্তু স্বাদ ভুলে কিছু জিনিস সেদ্ধ না-করে খাওয়া উচিত নয়। সেদ্ধ করা খাবার তৈরির সবচেয়ে সহজ উপায় । গরমেও চটজলদি সেদ্ধ রান্নার পুষ্টিগুণ বেশি থাকে ৷ যা শরীরের জন্য স্বাস্থ্যকর ৷ পুষ্টিবিদ ডঃ সুচরিতা সেনগুপ্তের থেকে জেনে নেওয়া যাক সেদ্ধ খাবারের উপকারিতাগুলি ৷

সহজে হজম হয়: সেদ্ধ করা খাবার প্রক্রিয়াজাত কিংবা ভাজা খাবারের তুলনায় ভালো ৷ যারা হজমের সমস্যা এবং পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য এগুলি উপকারী। সেদ্ধ করা খাবার নরম হয়, যা পরিপাকতন্ত্রের জন্য ভালো ৷ পুষ্টিবিদ বলেন, আমাদের শরীরে যে সমস্ত ডাইজেস্টিভ এনজাইম আছে সেগুলি ভালো কাজ করে না ৷ যা শরীরের হজমশক্তি কমিয়ে দেয় ৷ তাই এই খাবারের বদলে যদি সেদ্ধ খাবার দেওয়া হয়, যেখানে তেল-মশলা নামমাত্র ব্যবহার হচ্ছে সেটা শরীরের হজমশক্তি বাড়াতে সাহায্য় করে ৷

পুষ্টিগুণ বেশি: পুষ্টিবিদের মতে, সেদ্ধ খাবারে পুষ্টিগুণ বেশি থাকে ৷ উদাহরণ হিসেবে বলা যায় ডিম ৷ ডিমের ওমলেট হয়, পোচ হয় আবার সেদ্ধও হয় ৷ কিন্তু সবসময় চিকিৎসকেরা বেশি করে ডিম সেদ্ধ খাওয়ার কথা বলেন ৷ কারণ ডিমের পোচ বা ওমলেটে উচ্চ তাপমাত্রায় ফ্রাই করা হয় ৷ সেখানে প্রোটিন কমে যাওয়ার সম্ভবনা থাকে ৷ ফলে সেদ্ধ খাবার, যেটি কম তাপমাত্রায় রান্না হচ্ছে; তার পুষ্টিগুণ বেশি ৷

স্বাদের জন্যও ভালো: পুষ্টিবিদ বলেন, "সেদ্ধ খাবার খেতে ভালো নয় বিষয়টা ভুল ৷ কারণ এই সেদ্ধ খাবারে যদি প্লেন মশলা মানে যদি গোটা মশলা ব্যবহার করা হয় তাহলে এর স্বাদের মাত্রা বেড়ে যায় ৷ গুঁড়ো মশলার বদলে যদি গোটা মশলা, যেগুলির ওষধিগুণ আছে সেগুলি ব্যবহার করা যায় তবে স্বাদের মাত্রাও বাড়িয়ে দেয় ৷

রান্না করাও সহজ: তাড়াতাড়ি রান্নার সবথেকে সহজ উপায় হল সেদ্ধ খাবার ৷ ফুটিয়ে খাবার খাওয়া হল সবথেকে সহজপাচ্য ৷

হায়দরাবাদ: গবেষকদের মতে, সেদ্ধ করা খাবার শরীরের জন্য ভীষণ উপকারী ৷ তবে খাওয়ার সময় কিছু জিনিস জিভের স্বাদ অনুযায়ী খেয়ে থাকি ৷ কিন্তু স্বাদ ভুলে কিছু জিনিস সেদ্ধ না-করে খাওয়া উচিত নয়। সেদ্ধ করা খাবার তৈরির সবচেয়ে সহজ উপায় । গরমেও চটজলদি সেদ্ধ রান্নার পুষ্টিগুণ বেশি থাকে ৷ যা শরীরের জন্য স্বাস্থ্যকর ৷ পুষ্টিবিদ ডঃ সুচরিতা সেনগুপ্তের থেকে জেনে নেওয়া যাক সেদ্ধ খাবারের উপকারিতাগুলি ৷

সহজে হজম হয়: সেদ্ধ করা খাবার প্রক্রিয়াজাত কিংবা ভাজা খাবারের তুলনায় ভালো ৷ যারা হজমের সমস্যা এবং পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য এগুলি উপকারী। সেদ্ধ করা খাবার নরম হয়, যা পরিপাকতন্ত্রের জন্য ভালো ৷ পুষ্টিবিদ বলেন, আমাদের শরীরে যে সমস্ত ডাইজেস্টিভ এনজাইম আছে সেগুলি ভালো কাজ করে না ৷ যা শরীরের হজমশক্তি কমিয়ে দেয় ৷ তাই এই খাবারের বদলে যদি সেদ্ধ খাবার দেওয়া হয়, যেখানে তেল-মশলা নামমাত্র ব্যবহার হচ্ছে সেটা শরীরের হজমশক্তি বাড়াতে সাহায্য় করে ৷

পুষ্টিগুণ বেশি: পুষ্টিবিদের মতে, সেদ্ধ খাবারে পুষ্টিগুণ বেশি থাকে ৷ উদাহরণ হিসেবে বলা যায় ডিম ৷ ডিমের ওমলেট হয়, পোচ হয় আবার সেদ্ধও হয় ৷ কিন্তু সবসময় চিকিৎসকেরা বেশি করে ডিম সেদ্ধ খাওয়ার কথা বলেন ৷ কারণ ডিমের পোচ বা ওমলেটে উচ্চ তাপমাত্রায় ফ্রাই করা হয় ৷ সেখানে প্রোটিন কমে যাওয়ার সম্ভবনা থাকে ৷ ফলে সেদ্ধ খাবার, যেটি কম তাপমাত্রায় রান্না হচ্ছে; তার পুষ্টিগুণ বেশি ৷

স্বাদের জন্যও ভালো: পুষ্টিবিদ বলেন, "সেদ্ধ খাবার খেতে ভালো নয় বিষয়টা ভুল ৷ কারণ এই সেদ্ধ খাবারে যদি প্লেন মশলা মানে যদি গোটা মশলা ব্যবহার করা হয় তাহলে এর স্বাদের মাত্রা বেড়ে যায় ৷ গুঁড়ো মশলার বদলে যদি গোটা মশলা, যেগুলির ওষধিগুণ আছে সেগুলি ব্যবহার করা যায় তবে স্বাদের মাত্রাও বাড়িয়ে দেয় ৷

রান্না করাও সহজ: তাড়াতাড়ি রান্নার সবথেকে সহজ উপায় হল সেদ্ধ খাবার ৷ ফুটিয়ে খাবার খাওয়া হল সবথেকে সহজপাচ্য ৷

Last Updated : Jun 7, 2024, 4:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.