ETV Bharat / health

গরমেও ভোগাচ্ছে খুশকি? কেয়া শেঠের এই টোটকা মানলেই কেল্লাফতে - Dandruff Problem

Dandruff Problem: গরমে ঘাম হওয়া একটা সমস্যার বিষয় ৷ যা চুলেও ভীষণ ভাবে ক্ষতি করে ৷ খুশকির সমস্যাও শুরু হতে থাকে ৷ প্রকৃতিক উপায়ে সমস্যার সমাধান দিলেন, বিউটিশিয়ান কেয়া শেঠ ৷

Dandruff Problem News
গরমেও ভোগাচ্ছে খুশকি
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 8:48 PM IST

হায়দারাবাদ: গরমে, রোদে ঘামে চুল চিটচিট করছে খুশকির সমস্যা হচ্ছে, চুল উঠেযাচ্ছে এই সব অভিযোগ চুল নিয়ে অনেকেই করে থাকেন । গরমে, দূষণে চুলের ক্ষতি হয় ফলে খুশকির সমস্যাও শুরু হতে থাকে ৷ সমস্যার সমাধান দিলেন কেয়া শেঠ ৷ তিনি বলেন, "গরমে মাথা খুব ঘামে ৷ ঘাম থেকে খুশকি তৈরি হয় ৷ মাথা ঘামা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে চুলের জন্য ভালো ৷ যেমন- মাথা ঘামলে চুল শুকিয়ে নেওয়া বা বাইরে থেকে এসে স্নান করে নেওয়া ৷ তাহলে এই সমস্যা থেকে অনেক মুক্তি পাওয়া সম্ভব ৷ ঘাম যখন চুলে থেকে থাকে তখন বাইরের থেকে জীবানু মাথায় প্রবেশ করে ৷ এছাড়াও মাথা থেকে অতিরিক্ত তেলও বেরোতে থাকে ৷ সবমিলিয়ে খুশকির সমস্যা তৈরি হয় ৷ এটা খুবই বিপদজনক খুশকি ৷ এরফলে অয়েলি চ্যাটচেটে একটা খুশকি হয় সেখান থেকেই চুল পড়ার সমস্যা তৈরি হয় ৷ তাই এই গরমে প্রত্য়েকদিন স্নান করা, চুল ভেজানো, চুল শুকনো করা এগুলি দরকার ৷ ফলে যাদের খুশকির সমস্যা আছে তাদের প্রত্যেকদিন শ্যাম্পু করা প্রয়োজন ৷ এটি যদি প্রতিদিন করা যায় তাহলে খুশকি রোধ করা সম্ভব হবে ৷"

অনেকেই স্নান করেন করার পর চুল গুটিয়ে রেখে দেন ৷ সারাদিন ওই ভিজে অবস্থায় চুল থেকে গেল ৷ খোপা আকারে বা বিনুনি আকালে ফলে চুল ভিজে থেকে গেলে খুশকির সমস্যা তৈরি হয় ৷ এই গরমে ভিজে একটা স্যাতসেতে ব্যাপার থাকে সেটা অনেকসময় ফাঙ্গাল ইনফেকশন শুরু হয়ে যায় ৷ স্নানও যেমন করতে হবে, চুল ভেজাতেও হবে এবং চুল শুকানো আরও বেশি প্রয়োজন ৷

এই খুশকির সমস্যার ক্ষেত্রে কয়েকটা জিনিস যদি ব্যবহার করা প্রয়োজন ৷ যেমন নিম পাতার জল যদি মাথায় ঢালা হয় তাহলে এটি খুশকির জন্য ভালো কাজ করে ৷ এটি অ্যান্টি-সেপটিপ আছে ফলে চুলে জীবানু প্রবেশ করতে বাঁধা দেয় ৷ এছা়ড়াও এক মগ জলে একচিমটি কর্পূর নিয়ে যদি মাথায় ঢালা হয় তাহলেও খুশকির জন্য ভীষণভাবে উপকার করে ৷

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, এই ভিজে স্যাঁতসেতে চুল থেকে বা ঘামে ভেজা চুল থেকেই নানারকম জীবানু তৈরি হয় ৷ সেখান থেকেই ফাঙ্গাল ইনফেকশন শুরু হয় ৷ তাই চুল সবসময় পরিস্কার রাখা জরুরি ৷ এছাড়াও আপনার ব্যবহারের চিরুনিও যেনো পরিস্কার থাকে তার পরামর্শ দেন ৷ এক্ষেত্রে কাঠের চিরুনি হলে আরও ভালো ৷

আরও পড়ুন:

  1. রান্নায় কোন তেল ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ভালো? জানালেন ডায়েটিশিয়ান
  2. রোজ পান করুন উষ্ণ গরম জল, পাবেন বহু উপকার
  3. পিসিওডি বা পিসিওএসের সমস্যায় ভুগছেন ? শরীরচর্চার মাধ্যমে মুক্তির পথ দেখালেন পুষ্টিবিদ

হায়দারাবাদ: গরমে, রোদে ঘামে চুল চিটচিট করছে খুশকির সমস্যা হচ্ছে, চুল উঠেযাচ্ছে এই সব অভিযোগ চুল নিয়ে অনেকেই করে থাকেন । গরমে, দূষণে চুলের ক্ষতি হয় ফলে খুশকির সমস্যাও শুরু হতে থাকে ৷ সমস্যার সমাধান দিলেন কেয়া শেঠ ৷ তিনি বলেন, "গরমে মাথা খুব ঘামে ৷ ঘাম থেকে খুশকি তৈরি হয় ৷ মাথা ঘামা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে চুলের জন্য ভালো ৷ যেমন- মাথা ঘামলে চুল শুকিয়ে নেওয়া বা বাইরে থেকে এসে স্নান করে নেওয়া ৷ তাহলে এই সমস্যা থেকে অনেক মুক্তি পাওয়া সম্ভব ৷ ঘাম যখন চুলে থেকে থাকে তখন বাইরের থেকে জীবানু মাথায় প্রবেশ করে ৷ এছাড়াও মাথা থেকে অতিরিক্ত তেলও বেরোতে থাকে ৷ সবমিলিয়ে খুশকির সমস্যা তৈরি হয় ৷ এটা খুবই বিপদজনক খুশকি ৷ এরফলে অয়েলি চ্যাটচেটে একটা খুশকি হয় সেখান থেকেই চুল পড়ার সমস্যা তৈরি হয় ৷ তাই এই গরমে প্রত্য়েকদিন স্নান করা, চুল ভেজানো, চুল শুকনো করা এগুলি দরকার ৷ ফলে যাদের খুশকির সমস্যা আছে তাদের প্রত্যেকদিন শ্যাম্পু করা প্রয়োজন ৷ এটি যদি প্রতিদিন করা যায় তাহলে খুশকি রোধ করা সম্ভব হবে ৷"

অনেকেই স্নান করেন করার পর চুল গুটিয়ে রেখে দেন ৷ সারাদিন ওই ভিজে অবস্থায় চুল থেকে গেল ৷ খোপা আকারে বা বিনুনি আকালে ফলে চুল ভিজে থেকে গেলে খুশকির সমস্যা তৈরি হয় ৷ এই গরমে ভিজে একটা স্যাতসেতে ব্যাপার থাকে সেটা অনেকসময় ফাঙ্গাল ইনফেকশন শুরু হয়ে যায় ৷ স্নানও যেমন করতে হবে, চুল ভেজাতেও হবে এবং চুল শুকানো আরও বেশি প্রয়োজন ৷

এই খুশকির সমস্যার ক্ষেত্রে কয়েকটা জিনিস যদি ব্যবহার করা প্রয়োজন ৷ যেমন নিম পাতার জল যদি মাথায় ঢালা হয় তাহলে এটি খুশকির জন্য ভালো কাজ করে ৷ এটি অ্যান্টি-সেপটিপ আছে ফলে চুলে জীবানু প্রবেশ করতে বাঁধা দেয় ৷ এছা়ড়াও এক মগ জলে একচিমটি কর্পূর নিয়ে যদি মাথায় ঢালা হয় তাহলেও খুশকির জন্য ভীষণভাবে উপকার করে ৷

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, এই ভিজে স্যাঁতসেতে চুল থেকে বা ঘামে ভেজা চুল থেকেই নানারকম জীবানু তৈরি হয় ৷ সেখান থেকেই ফাঙ্গাল ইনফেকশন শুরু হয় ৷ তাই চুল সবসময় পরিস্কার রাখা জরুরি ৷ এছাড়াও আপনার ব্যবহারের চিরুনিও যেনো পরিস্কার থাকে তার পরামর্শ দেন ৷ এক্ষেত্রে কাঠের চিরুনি হলে আরও ভালো ৷

আরও পড়ুন:

  1. রান্নায় কোন তেল ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ভালো? জানালেন ডায়েটিশিয়ান
  2. রোজ পান করুন উষ্ণ গরম জল, পাবেন বহু উপকার
  3. পিসিওডি বা পিসিওএসের সমস্যায় ভুগছেন ? শরীরচর্চার মাধ্যমে মুক্তির পথ দেখালেন পুষ্টিবিদ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.