ETV Bharat / health

কৌশিকী অমাবস্যায় করুন এই কাজ, মা তারার আশীর্বাদ থাকবে সারাবছর - Kaushiki Amavasya Astro Tips - KAUSHIKI AMAVASYA ASTRO TIPS

Astro Tips for Kaushiki Amavasya 2024: সনাতন ধর্মে কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে । দেবী কৌশিকী মহামায়ারই অন্যতম রূপ। পার্বতীর দেহকোষ থেকে আবির্ভূতা হয়েছিলেন বলে তাঁর নাম কৌশিকী ৷ জানেন কী, এই ঘোর অমানিশায় কয়েকটি কাজ করলেই দেবী কৌশিকীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে সারাবছর ৷ জানাচ্ছেন জ্যোতিষী রাহুল দে...

Astro Tips for Kaushiki Amavasya 2024
কৌশিকী অমাবস্যায় করুন এই কাজ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Features Team

Published : Sep 1, 2024, 4:15 PM IST

Updated : Sep 1, 2024, 4:55 PM IST

কলকাতা: কৌশিকী অমাবস্যা, তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটি বিশেষ তিথি । এই দিনে সাধনা করলে সাধক কুলকুণ্ডলিনী চক্রকে জয় করে ৷ কথিত আছে, সাধক বামাখ্যাপা এই কৌশিকী অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এদিনের এক বিশেষ মাহাত্ম্য আছে ৷

এবছর 16ই ভাদ্র অর্থাৎ 2 সেপ্টেম্বর শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা তিথি ৷ থাকবে মঙ্গলবার অর্থাৎ 3 সেপ্টেম্বর ভোর পর্যন্ত ৷ জ্যোতিষ মতে, এই বিশেষ তিথিতে সামান্য কয়েকটি কাজ করলেই দেবী কৌশিকীর আশীর্বাদ আপনার উপর সারাবছর থাকবে ৷ কী করবেন এদিন ? জানালেন জ্যোতিষী রাহুল দে ৷

Astro Tips for Kaushiki Amavasya
দেবী কৌশিকী মহামায়ারই অন্যতম রূপ (Facebook)

কৌশিকী অমাবস্যায় কী করবেন ?

  • এই দিনে গঙ্গাস্নান করুন ৷ স্নান করে সূর্য দেবতাকে প্রণাম করুন ৷
  • দু’দিন উপোস রাখতে পারলে খুবই ভালো হয় ৷ সেটা না-পারলে এই দু’দিন ভুলেও আমিষ খাবেন না ৷
  • তারা মায়ের পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করুন ৷
  • এই অমাবস্যা তিথিতে সন্ধের পর বাড়ির সদর দরজার সামনে দু'টি তিলের তেলের প্রদীপ জ্বালান ৷
  • এই তিথি চলাকালীন ঘরে এঁটো বাসন রেখে দেবেন না । ঘর পরিষ্কার রাখুন ৷
  • দরিদ্র মানুষকে সামর্থ্য মতো কিছু দান করুন ৷

জ্যোতিষ মতে, কৌশিকী অমাবস্যা চলাকালীন এই কাজগুলি করলেই প্রসন্ন হবেন দেবী কৌশিকী ৷ কথিত রয়েছে, এই তিথিতে উপবাস রেখে দেবীর পুজো করলে মনের ইচ্ছেপূরণ হয় ৷

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

আরও পড়ুন:

কলকাতা: কৌশিকী অমাবস্যা, তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটি বিশেষ তিথি । এই দিনে সাধনা করলে সাধক কুলকুণ্ডলিনী চক্রকে জয় করে ৷ কথিত আছে, সাধক বামাখ্যাপা এই কৌশিকী অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এদিনের এক বিশেষ মাহাত্ম্য আছে ৷

এবছর 16ই ভাদ্র অর্থাৎ 2 সেপ্টেম্বর শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা তিথি ৷ থাকবে মঙ্গলবার অর্থাৎ 3 সেপ্টেম্বর ভোর পর্যন্ত ৷ জ্যোতিষ মতে, এই বিশেষ তিথিতে সামান্য কয়েকটি কাজ করলেই দেবী কৌশিকীর আশীর্বাদ আপনার উপর সারাবছর থাকবে ৷ কী করবেন এদিন ? জানালেন জ্যোতিষী রাহুল দে ৷

Astro Tips for Kaushiki Amavasya
দেবী কৌশিকী মহামায়ারই অন্যতম রূপ (Facebook)

কৌশিকী অমাবস্যায় কী করবেন ?

  • এই দিনে গঙ্গাস্নান করুন ৷ স্নান করে সূর্য দেবতাকে প্রণাম করুন ৷
  • দু’দিন উপোস রাখতে পারলে খুবই ভালো হয় ৷ সেটা না-পারলে এই দু’দিন ভুলেও আমিষ খাবেন না ৷
  • তারা মায়ের পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করুন ৷
  • এই অমাবস্যা তিথিতে সন্ধের পর বাড়ির সদর দরজার সামনে দু'টি তিলের তেলের প্রদীপ জ্বালান ৷
  • এই তিথি চলাকালীন ঘরে এঁটো বাসন রেখে দেবেন না । ঘর পরিষ্কার রাখুন ৷
  • দরিদ্র মানুষকে সামর্থ্য মতো কিছু দান করুন ৷

জ্যোতিষ মতে, কৌশিকী অমাবস্যা চলাকালীন এই কাজগুলি করলেই প্রসন্ন হবেন দেবী কৌশিকী ৷ কথিত রয়েছে, এই তিথিতে উপবাস রেখে দেবীর পুজো করলে মনের ইচ্ছেপূরণ হয় ৷

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

আরও পড়ুন:

Last Updated : Sep 1, 2024, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.