ETV Bharat / health

পিসিওডি বা পিসিওএসের সমস্যায় ভুগছেন ? শরীরচর্চার মাধ্যমে মুক্তির পথ দেখালেন পুষ্টিবিদ - Yoga for PCOS - YOGA FOR PCOS

PCOD or PCOS: পিসিওএস বা পিসিওডির সমস্যা এখন খুবই সাধারণ ৷ তবে কিছু ব্যায়ামের মাধ্যমে আপনি এর থেকে মুক্তি পেতে পারেন ৷ এই বিষয়ে জানালেন কলকাতা নারায়ণা হাসপাতালের সিনিয়র ডায়েটিশিয়ান রাখি চট্টোপাধ্যায় ৷

PCOD or PCOS News
শরীরচর্চার মাধ্যমে মুক্তির পথ দেখালেন পুষ্টিবিদ
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 10:31 PM IST

শরীরচর্চার মাধ্যমে মুক্তির পথ দেখালন পুষ্টিবিদ

হায়দরাবাদ: পিসিওএস বা পিসিওডি হল এমন একটি অবস্থা যা মহিলাদের ডিম্বাশয়কে প্রভাবিত করে ৷ প্রজনন অঙ্গগুলি প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোন তৈরি করে যা মাসিক চক্রকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ৷

পুষ্টিবিদ বলেন, বর্তমান জীবনযাপনে গুরুত্বপূর্ণ বিষয় হল পিসিওএস বা পিসিওডি ৷ এই দু’টি বিষয়ের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স এগুলির মধ্যে যে দু'টি জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ ৷ তা হল ডায়েট এবং হরমোনাল ইমব্যালেন্সকে ঠিক করা ৷ এই হরমোনাল ইমব্যালেন্স চিকিৎসকরা ওষুধের মাধ্যমে ঠিক করতেই পারেন ৷ তবে প্রত্যেক ডাক্তাররাই লক্ষ্য রাখেন লাইফস্টাইল সম্পর্কিত যোগ ব্যায়ামের উপরে ৷ ফলে ওষুধ খাওয়ার দরকার পরে না ৷

যাদের পিসিওএস এবং পিসিওডি আছে, তাঁরা প্রাথমিক পর্যায়েই ওষুধ খাওয়ার আগে এই যোগাসনগুলি প্রত্যেকদিন ভালো করে অভ্যাস করতে পারেন ৷ একই সঙ্গে শ্বাস-প্রশ্বাসের সঙ্গেও এগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ তাও যোগাসনের মাধ্যমেই আয়ত্বে আসতে পারে ৷ ৷

রাখি চট্টোপাধ্যায় বলেন, ‘‘পেলভিক জয়েন্টকে রিল্যাক্স বেশি করা প্রয়োজন ৷ ফলে যখন মাসিক চক্রের সময় সমস্যা কম হয় ৷ এর জন্য বাটারফ্লাই টাইপ ব্যায়াম খুবই ভালো হবে ৷ এটি যদি সকালে 20 বার এবং রাতে 20 বার করা হয়, পেলভিক রিজিয়ন অনেক বেশি নমনীয় হবে ৷ পিসিওডির জন্য যে হরমোন দায়ী, সেই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের ব্যালেন্সও ঠিক রাখতে সাহায্য করে ৷

দ্বিতীয়ত তিনি বলেন ভুজঙ্গাসন ও শলভাসন করার কথা ৷ এগুলি যৌন হরমোন ঠিক রাখতে সাহায্য় করে ৷ চতুর্থত, সর্বাঙ্গাসন এই সমস্যা অনেকাংশে কমিয়ে দিতে পারে ৷ আপডোমেন স্ট্রেচিংও এক্ষেত্রে ভীষণ কাজে দেয় ৷

তিনি বলেন, ‘‘এই ধরনের যোগাসন যদি নিয়মিত করা হয়, তাহলে পিসিওএস ও পিসিওডি থেকে অনেকাংশে মুক্তি পাওয়া সম্ভব ৷ তবে এর সঙ্গে নির্দিষ্ট ডায়েট মেনে চলাও খুবই জরুরি ৷’’

আরও পড়ুন:

  1. শারীরিক ক্রিয়াকলাপেই বাড়বে শিশুদের ফুসফুসের কার্যকারিতা, বলছে সমীক্ষা
  2. গরমে কেন খাবেন তাল শাঁস ? জানালেন পুষ্টিবিদ
  3. জীবনে ভরবে সুখ-সমৃদ্ধিতে, কোন দিন কোন রঙের পোশাক পরবেন জানা আছে ?

শরীরচর্চার মাধ্যমে মুক্তির পথ দেখালন পুষ্টিবিদ

হায়দরাবাদ: পিসিওএস বা পিসিওডি হল এমন একটি অবস্থা যা মহিলাদের ডিম্বাশয়কে প্রভাবিত করে ৷ প্রজনন অঙ্গগুলি প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোন তৈরি করে যা মাসিক চক্রকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ৷

পুষ্টিবিদ বলেন, বর্তমান জীবনযাপনে গুরুত্বপূর্ণ বিষয় হল পিসিওএস বা পিসিওডি ৷ এই দু’টি বিষয়ের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স এগুলির মধ্যে যে দু'টি জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ ৷ তা হল ডায়েট এবং হরমোনাল ইমব্যালেন্সকে ঠিক করা ৷ এই হরমোনাল ইমব্যালেন্স চিকিৎসকরা ওষুধের মাধ্যমে ঠিক করতেই পারেন ৷ তবে প্রত্যেক ডাক্তাররাই লক্ষ্য রাখেন লাইফস্টাইল সম্পর্কিত যোগ ব্যায়ামের উপরে ৷ ফলে ওষুধ খাওয়ার দরকার পরে না ৷

যাদের পিসিওএস এবং পিসিওডি আছে, তাঁরা প্রাথমিক পর্যায়েই ওষুধ খাওয়ার আগে এই যোগাসনগুলি প্রত্যেকদিন ভালো করে অভ্যাস করতে পারেন ৷ একই সঙ্গে শ্বাস-প্রশ্বাসের সঙ্গেও এগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ তাও যোগাসনের মাধ্যমেই আয়ত্বে আসতে পারে ৷ ৷

রাখি চট্টোপাধ্যায় বলেন, ‘‘পেলভিক জয়েন্টকে রিল্যাক্স বেশি করা প্রয়োজন ৷ ফলে যখন মাসিক চক্রের সময় সমস্যা কম হয় ৷ এর জন্য বাটারফ্লাই টাইপ ব্যায়াম খুবই ভালো হবে ৷ এটি যদি সকালে 20 বার এবং রাতে 20 বার করা হয়, পেলভিক রিজিয়ন অনেক বেশি নমনীয় হবে ৷ পিসিওডির জন্য যে হরমোন দায়ী, সেই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের ব্যালেন্সও ঠিক রাখতে সাহায্য করে ৷

দ্বিতীয়ত তিনি বলেন ভুজঙ্গাসন ও শলভাসন করার কথা ৷ এগুলি যৌন হরমোন ঠিক রাখতে সাহায্য় করে ৷ চতুর্থত, সর্বাঙ্গাসন এই সমস্যা অনেকাংশে কমিয়ে দিতে পারে ৷ আপডোমেন স্ট্রেচিংও এক্ষেত্রে ভীষণ কাজে দেয় ৷

তিনি বলেন, ‘‘এই ধরনের যোগাসন যদি নিয়মিত করা হয়, তাহলে পিসিওএস ও পিসিওডি থেকে অনেকাংশে মুক্তি পাওয়া সম্ভব ৷ তবে এর সঙ্গে নির্দিষ্ট ডায়েট মেনে চলাও খুবই জরুরি ৷’’

আরও পড়ুন:

  1. শারীরিক ক্রিয়াকলাপেই বাড়বে শিশুদের ফুসফুসের কার্যকারিতা, বলছে সমীক্ষা
  2. গরমে কেন খাবেন তাল শাঁস ? জানালেন পুষ্টিবিদ
  3. জীবনে ভরবে সুখ-সমৃদ্ধিতে, কোন দিন কোন রঙের পোশাক পরবেন জানা আছে ?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.