ETV Bharat / health

সদ্য বিয়ে করেছেন ? নিজেকে সাজিয়ে তুলুন এই টিপসে - Make Up Tips - MAKE UP TIPS

Make Up Tips For Newly Marrried: সদ্য় বিয়ে করেছেন ? বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়ি যেতে হচ্ছে ৷ নিজেকে সুন্দর করে রাখা খুবই জরুরি ৷ হালকা মেকআপে সুন্দর লুকের খোঁজ দিলেন মেকআপ আর্টিস্ট অন্বেষা সরকার ৷

Make Up Tips For Newly Marrried News
সদ্য সদ্য বিয়ে করেছেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 9:15 AM IST

হায়দরাবাদ: চলছে বিয়ের মরশুম ৷ যারা সদ্য বিবাহিত তাদের কিছু গুরুত্বপূর্ণ মেকআপ টিপস মেনে চলা জরুরি ৷ সদ্য় বিবাহিতরা সুন্দরভাবে সেজে থাকতে ভালোবাসেন তাঁরা অবশ্য বলেন, এইসময় নিজেকে প্রেজেন্টেবল রাখাও জরুরি ৷ কারণ বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়াটা একটু বেড়ে যায় ৷ তারমধ্যেই এখন প্রচণ্ড গরম ৷ যদি হেভি মেকআপ করা হয়, তাহলে তা গলে যাওয়ার শুধু নয়, শারীরিক অস্বস্তিরও সম্ভাবনা থেকে যায় ৷ সেক্ষেত্রে দিনের বেলা একটা হালকা মেকআপ করাই শ্রেয় ৷

এরজন্য সবার আগে দরকার স্কিন প্রিপারেশন করে নেওয়া ৷ এই প্রিপারেশন হল টোনার, ময়েশ্চাজারাইজ, প্রাইমার ব্যবাহার করা ৷ তবে এই প্রাইমার ব্যবহার করার আগে সানস্ক্রিন ব্যবহার করা খুব প্রয়োজন ৷ তিনি বলেন, ‘‘বাইরে না-বেরোলে দিনেরবেলা ঘরেও সানস্ক্রিন ব্যবহার করা দরকার ৷ কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ৷ বিশেষ করে দিনের মেকআপের ক্ষেত্রে ৷ এগুলি ব্যবহারের পরেই মেকআপ প্রসেস শুরু করা দরকার ৷’’

হেভি মেকআপ নেওয়ার আগে মুখকে পরিষ্কার করার পর বরফের টুকরো একটা কাপড়ের মধ্যে রেখে মুখে ঘষে নিতে হবে ৷ তারপর ত্বকের পরিচর্যা শুরু করা দরকার ৷ এটি করলে মেকআপ অনেকক্ষণ থাকে ৷ তারপর বেস হিসাবে ব্যবহার করতে হবে কোনও লাইট ফাউন্ডেশন ৷ এক্ষেত্রে বিবি ক্রিম বা সিসি ক্রিম ব্যবহার করতে পারেন ৷ এছাড়াও যেকোনও ওয়াটার প্রুফ ফাউন্ডেশন ব্যবহার করা যায় ৷

এরপর বেসটাকে ঠিক করার জন্য পাউডার ব্যবহার করুন ৷ হালকা করে ব্লাশও লাগাতে পারেন ৷ আই-মেকআপের জন্য হালকা একটা ব্রাউন শেডে চোখের উপর আইশ্যাডো করে নেওয়া যায় ৷ এরপর লাইনার বা কাজল, যেটা পছন্দ সেটাই ব্যবহার করতে পারেন ৷ কাজল ব্যবহার করলে শুধু এটা দিয়েই আই-মেকআপ করতে পারবেন ৷ এছাড়াও লাইনার ও কাজল, দু’টো একসঙ্গেও ব্যবহার করতে পারেন ৷ সবশেষে হালকা একটা ন্যুড শেডের লিপস্টিক অ্যাপ্লাই করুন ৷ যেমন হালকা পিঙ্ক ন্যুড, ব্রাউন ন্যুড ৷ এগুলি সব স্কিনটোনেই যায় ৷ এগুলি মেনে চললেই ৷

আরও পড়ুন:

  1. এই গরমে কেমন হবে পয়লা বৈশাখের সাজগোজ ? খোঁজ দিলেন মেক-আপ আর্টিস্ট
  2. রক্ত চলাচলের উন্নতির পাশাপাশি 'কাপিং থেরাপি' অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি দেয়
  3. গরমেও ভোগাচ্ছে খুশকি? কেয়া শেঠের এই টোটকা মানলেই কেল্লাফতে

হায়দরাবাদ: চলছে বিয়ের মরশুম ৷ যারা সদ্য বিবাহিত তাদের কিছু গুরুত্বপূর্ণ মেকআপ টিপস মেনে চলা জরুরি ৷ সদ্য় বিবাহিতরা সুন্দরভাবে সেজে থাকতে ভালোবাসেন তাঁরা অবশ্য বলেন, এইসময় নিজেকে প্রেজেন্টেবল রাখাও জরুরি ৷ কারণ বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়াটা একটু বেড়ে যায় ৷ তারমধ্যেই এখন প্রচণ্ড গরম ৷ যদি হেভি মেকআপ করা হয়, তাহলে তা গলে যাওয়ার শুধু নয়, শারীরিক অস্বস্তিরও সম্ভাবনা থেকে যায় ৷ সেক্ষেত্রে দিনের বেলা একটা হালকা মেকআপ করাই শ্রেয় ৷

এরজন্য সবার আগে দরকার স্কিন প্রিপারেশন করে নেওয়া ৷ এই প্রিপারেশন হল টোনার, ময়েশ্চাজারাইজ, প্রাইমার ব্যবাহার করা ৷ তবে এই প্রাইমার ব্যবহার করার আগে সানস্ক্রিন ব্যবহার করা খুব প্রয়োজন ৷ তিনি বলেন, ‘‘বাইরে না-বেরোলে দিনেরবেলা ঘরেও সানস্ক্রিন ব্যবহার করা দরকার ৷ কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ৷ বিশেষ করে দিনের মেকআপের ক্ষেত্রে ৷ এগুলি ব্যবহারের পরেই মেকআপ প্রসেস শুরু করা দরকার ৷’’

হেভি মেকআপ নেওয়ার আগে মুখকে পরিষ্কার করার পর বরফের টুকরো একটা কাপড়ের মধ্যে রেখে মুখে ঘষে নিতে হবে ৷ তারপর ত্বকের পরিচর্যা শুরু করা দরকার ৷ এটি করলে মেকআপ অনেকক্ষণ থাকে ৷ তারপর বেস হিসাবে ব্যবহার করতে হবে কোনও লাইট ফাউন্ডেশন ৷ এক্ষেত্রে বিবি ক্রিম বা সিসি ক্রিম ব্যবহার করতে পারেন ৷ এছাড়াও যেকোনও ওয়াটার প্রুফ ফাউন্ডেশন ব্যবহার করা যায় ৷

এরপর বেসটাকে ঠিক করার জন্য পাউডার ব্যবহার করুন ৷ হালকা করে ব্লাশও লাগাতে পারেন ৷ আই-মেকআপের জন্য হালকা একটা ব্রাউন শেডে চোখের উপর আইশ্যাডো করে নেওয়া যায় ৷ এরপর লাইনার বা কাজল, যেটা পছন্দ সেটাই ব্যবহার করতে পারেন ৷ কাজল ব্যবহার করলে শুধু এটা দিয়েই আই-মেকআপ করতে পারবেন ৷ এছাড়াও লাইনার ও কাজল, দু’টো একসঙ্গেও ব্যবহার করতে পারেন ৷ সবশেষে হালকা একটা ন্যুড শেডের লিপস্টিক অ্যাপ্লাই করুন ৷ যেমন হালকা পিঙ্ক ন্যুড, ব্রাউন ন্যুড ৷ এগুলি সব স্কিনটোনেই যায় ৷ এগুলি মেনে চললেই ৷

আরও পড়ুন:

  1. এই গরমে কেমন হবে পয়লা বৈশাখের সাজগোজ ? খোঁজ দিলেন মেক-আপ আর্টিস্ট
  2. রক্ত চলাচলের উন্নতির পাশাপাশি 'কাপিং থেরাপি' অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি দেয়
  3. গরমেও ভোগাচ্ছে খুশকি? কেয়া শেঠের এই টোটকা মানলেই কেল্লাফতে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.