হায়দরাবাদ: আমাদের পাঁচটা ইন্দ্রিয়র মধ্যে কান হচ্ছে শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ । কোনও কিছু শোনার জন্য শরীরের এই অঙ্গটি আমাদের সাহায্য করে । অজান্তেই কানে পিঁপড়ে বা অন্য কোনও পোকা ঢুকে যেতে পারে ৷ অনেকের রাতে ঘুমাতে যাওয়ার সময় কানের মধ্যে পিঁপড়ে বা পোকা ঢুকে যায় ৷ বিশেষ করে ঘুমের মধ্যে এটি হলে সেটা আরও বেশি কষ্টকর ও যন্ত্রনাদায়ক ৷ যেটি ছোট বাচ্চাদের ক্ষেত্রে আরও ক্ষতিকর ৷ শিশুরা তাদের যন্ত্রণা প্রকাশ করতে পারে না ৷ আপনি বাড়িতেই প্রাথমিক চিকিৎসা করতে পারেন ৷
কোনও কারণে কানে কিছু আটকে গেলে প্রথমেই যা করতে হবে তা হল মাথা যতটা সম্ভব নিচু করে কাত করা । এটা করলে পিঁপড়ে পোকা গভীরে ঢোকার ঝুঁকি কমে যায় । বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, কানের মধ্যে মশা কিংবা মাছি ঢুকে গেলে এক হাত দিয়ে নাক চেপে ধরুন । অন্য হাত দিয়ে অন্য কানটিকে চেপে ঢরুন । তাতে ভিতরে থাকা পোকা অনেক সময়ই বেরিয়ে আসে ।
এছাড়াও এক্ষেত্রে অলিভ অয়েল সাহায্য করতে পারে ৷ কানে পিঁপড়ে বা পোকা ডুকে গেলে কান এক দিক কাত করে অলিভ অয়েল দিতে পারেন ৷ এতে পিঁপড়ে বা পোকা মরে যায় আবার অনেক সময় বের হয়ে আসে ৷ অযথা কানে দেশলাই কাঠি, পালক দিয়ে খোঁচাখুচি করবেন না ৷ এতে কানে সংক্রমণ হয়ে যেতে পারে। বেশি ঢুকে গেলে কানের পর্দার ক্ষতি পর্যন্ত হতে পারে ৷ এই ধরনের ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন ৷
আরও পড়ুন:
(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)