ETV Bharat / health

সর্দিতে নাক বন্ধ? ঘরোয়া টোটকায় মিলতে পারে সমাধান - Tips To Stop Runny Nose - TIPS TO STOP RUNNY NOSE

Best Tips To Stop Runny Nose: বর্ষা এলেই অনেকেরই সর্দি-কাশির সমস্যা হয়। বিশেষ করে ঠান্ডা লাগলে নাক দিয়ে জল পড়ে । যতই চেষ্টা করা হোক না কেন, সমস্যা যায় না। বিশেষজ্ঞরা জানান, এমন সময়ে প্রাকৃতিক কিছু টিপস মেনে চললে তাৎক্ষণিক উপশম হয়।

Runny Nose News
সর্দি লাগার সমস্যা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 9:31 AM IST

কলকাতা: বর্ষাকালে আবহাওয়ার পরিবর্তনের কারণে সর্দি-কাশির সমস্যা লেগেই থাকে । বেশিরভাগ মানুষের নাক দিয়ে সর্দি ঝড়ে। বারবার নাক দিয়ে জল পড়া অস্বস্তির কারণ হয়ে দাড়ায় । বিশেষজ্ঞরা জানান, কিছু খাবার ও ভাপ দেওয়ার মাধ্যমে আপনি সহজেই নাক দিয়ে জল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ।

গরম জলের গার্গল: বিশেষজ্ঞরা জানান, সর্দি হলে গার্গল করলে উপশম পাওয়া যায় । এতে শ্বাস-প্রশ্বাস সহজ হয় এবং নাক দিয়ে জল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় । তাছাড়া গরম জল দিয়ে স্নান করলেও কিছুটা উপশম পাওয়া যায় ।

স্টিমিং: বিশেষজ্ঞরা জানান, ঠান্ডা থেকে মুক্তি পেতে স্টিমিং খুব সহায়ক হতে পারে । এরজন্য একটি পাত্রে কিছু গরম জল নিন এবং তাতে সামান্য হলুদ বা দুই ফোঁটা পেপারমিন্ট অয়েল যোগ করে ভাপ নিন । তবে স্টিম করার সময় মুখ ও জলের মধ্যে অন্তত 10 ইঞ্চি দূরত্ব আছে কিনা তা নিশ্চিত করতে হবে । তবে কমপক্ষে 5 মিনিট ভাপ নেওয়া উচিত ৷

বেশি জল পান করা: বর্ষাকাল ঠান্ডা ঠান্ডা হওয়ায় অনেকেই বেশি জল পান করেন না । এছাড়াও আপনার সর্দি হলে বেশি জল পান করতে ভালো লাগে না । তবে বিশেষজ্ঞরা জানান, জল আরও বেশি পরিমাণে পান করা উচিত । বেশি করে জলপান করলে সংক্রমণ দ্রুত কমে যাবে ৷ সর্দির সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ৷

আদা চা: অনেকেই সর্দি কাশি হলে আদা চা পান করে থাকেন ৷ বিশেষজ্ঞদের মতে, এতে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলি এই স্বাস্থ্য সমস্যাগুলি থেকে তাত্ক্ষণিক মুক্তি দেয় ।

'জার্নাল অফ অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন'(Journal of Alternative and Complementary Medicine)-এ প্রকাশিত একটি 2016 গবেষণায় দেখা গিয়েছে, আদা চায়ের প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যগুলি শ্লেষ্মা উৎপাদন কমাতে এবং ঠান্ডা উপসর্গ কমাতে সাহায্য করতে পারে । এই গবেষণাটি দক্ষিণ কোরিয়ার দেগু হ্যানিয়াং ইউনিভার্সিটির প্রখ্যাত পুষ্টিবিদ ডাঃ চোই অংশ নিয়েছিলেন । তিনি বলেন, "আদার প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য সর্দি-কাশি প্রতিরোধে সাহায্য করে ।"

মধু চা: বিশেষজ্ঞরা জানান, এই ভেষজ চা সর্দি-কাশি প্রতিরোধেও সাহায্য করে । এরজন্য এক গ্লাস ফুটানো জল, তাতে এক চামচ মধু ও হাফ চামচ লেবুর রস মিশিয়ে গরম করে পান করাই যথেষ্ট । হলুদ, গোলমরিচ এবং মধুর মিশ্রণ সর্দি কমাতে সাহায্য় করে ৷

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য নির্দিষ্ট গবেষণা থেকে প্রাপ্ত এবং এর মতামতও ওই গবেষণার সঙ্গে যুক্ত গবেষক-বিশেষজ্ঞের ব্যক্তিগত ৷ শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই এই প্রতিবেদনটি লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷

কলকাতা: বর্ষাকালে আবহাওয়ার পরিবর্তনের কারণে সর্দি-কাশির সমস্যা লেগেই থাকে । বেশিরভাগ মানুষের নাক দিয়ে সর্দি ঝড়ে। বারবার নাক দিয়ে জল পড়া অস্বস্তির কারণ হয়ে দাড়ায় । বিশেষজ্ঞরা জানান, কিছু খাবার ও ভাপ দেওয়ার মাধ্যমে আপনি সহজেই নাক দিয়ে জল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ।

গরম জলের গার্গল: বিশেষজ্ঞরা জানান, সর্দি হলে গার্গল করলে উপশম পাওয়া যায় । এতে শ্বাস-প্রশ্বাস সহজ হয় এবং নাক দিয়ে জল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় । তাছাড়া গরম জল দিয়ে স্নান করলেও কিছুটা উপশম পাওয়া যায় ।

স্টিমিং: বিশেষজ্ঞরা জানান, ঠান্ডা থেকে মুক্তি পেতে স্টিমিং খুব সহায়ক হতে পারে । এরজন্য একটি পাত্রে কিছু গরম জল নিন এবং তাতে সামান্য হলুদ বা দুই ফোঁটা পেপারমিন্ট অয়েল যোগ করে ভাপ নিন । তবে স্টিম করার সময় মুখ ও জলের মধ্যে অন্তত 10 ইঞ্চি দূরত্ব আছে কিনা তা নিশ্চিত করতে হবে । তবে কমপক্ষে 5 মিনিট ভাপ নেওয়া উচিত ৷

বেশি জল পান করা: বর্ষাকাল ঠান্ডা ঠান্ডা হওয়ায় অনেকেই বেশি জল পান করেন না । এছাড়াও আপনার সর্দি হলে বেশি জল পান করতে ভালো লাগে না । তবে বিশেষজ্ঞরা জানান, জল আরও বেশি পরিমাণে পান করা উচিত । বেশি করে জলপান করলে সংক্রমণ দ্রুত কমে যাবে ৷ সর্দির সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ৷

আদা চা: অনেকেই সর্দি কাশি হলে আদা চা পান করে থাকেন ৷ বিশেষজ্ঞদের মতে, এতে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলি এই স্বাস্থ্য সমস্যাগুলি থেকে তাত্ক্ষণিক মুক্তি দেয় ।

'জার্নাল অফ অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন'(Journal of Alternative and Complementary Medicine)-এ প্রকাশিত একটি 2016 গবেষণায় দেখা গিয়েছে, আদা চায়ের প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যগুলি শ্লেষ্মা উৎপাদন কমাতে এবং ঠান্ডা উপসর্গ কমাতে সাহায্য করতে পারে । এই গবেষণাটি দক্ষিণ কোরিয়ার দেগু হ্যানিয়াং ইউনিভার্সিটির প্রখ্যাত পুষ্টিবিদ ডাঃ চোই অংশ নিয়েছিলেন । তিনি বলেন, "আদার প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য সর্দি-কাশি প্রতিরোধে সাহায্য করে ।"

মধু চা: বিশেষজ্ঞরা জানান, এই ভেষজ চা সর্দি-কাশি প্রতিরোধেও সাহায্য করে । এরজন্য এক গ্লাস ফুটানো জল, তাতে এক চামচ মধু ও হাফ চামচ লেবুর রস মিশিয়ে গরম করে পান করাই যথেষ্ট । হলুদ, গোলমরিচ এবং মধুর মিশ্রণ সর্দি কমাতে সাহায্য় করে ৷

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য নির্দিষ্ট গবেষণা থেকে প্রাপ্ত এবং এর মতামতও ওই গবেষণার সঙ্গে যুক্ত গবেষক-বিশেষজ্ঞের ব্যক্তিগত ৷ শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই এই প্রতিবেদনটি লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.