ETV Bharat / health

পিগমেন্টেশনের সমস্যায় নাজেহাল ? ঘরোয়া কিছু উপায়ে মিলতে পারে সমাধান - How to Remove Skin Pigmentation - HOW TO REMOVE SKIN PIGMENTATION

Skin Pigmentation: ডার্ক স্পট ত্বকের সৌন্দর্য্য নষ্ট করতে পারে। এজন্য এগুলি কমানোর জরুরি। তবে ঘরেই রয়েছে পিগমিন্টেশন কমানোর কিছু প্রাকৃতিক টিপস, যা মেনে চলা যেতে পারে।

Skin Pigmentation News
পিগমেন্টেশনের সমস্যার সমাধান (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 9:55 PM IST

হায়দারাবাদ: দাগহীন ত্বক পেতে কে না চায়! কিন্তু বহু চেষ্টার পরেও বয়সের প্রভাব ত্বকে পড়তে শুরু করে এবং মুখ, হাত ইত্যাদিতে কালো দাগ পড়তে শুরু করে । লিভার স্পট, মেলাসমা, প্রেগন্যান্সি মার্ক ইত্যাদির কারণে পিগমেন্টেশন দেখা দিতে পারে ৷

কী কারণে কালো দাগ হয় ?

ত্বকে দাগকে বলা হয় হাইপারপিগমেন্টেশন (কালো দাগ)। ত্বকের কোষে মেলানোসাইট মেলানিন উৎপন্ন করে । কিন্তু এটি এখানে-ওখানে খুব বেশি উৎপন্ন হয় এবং ত্বকে পিগমেন্টেশন তৈরি হয় । এগুলি কমাতে এই টিপসগুলি মেনে চলতে পারেন ৷

অ্যালোভেরা: বিশেষজ্ঞদের মতে, এতে থাকা অ্যালোইন নামক উপাদান পিগমেন্টেশনের সমস্যা কমায় । এজন্য রাতে ঘুমাতে যাওয়ার সময় আক্রান্ত স্থানে অ্যালোভেরার পাল্প ব্যবহার করতে পারেন । পরদিন সকালে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন । এটি প্রতিদিন করলে ভালো ফল পাওয়া যাবে ৷

2017 সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ডার্মাটোলজিতে প্রকাশিত একটি সমীক্ষায় জানা যায়, যারা 8 সপ্তাহ ধরে পিগমেন্টেশনের উপর দিনে দু'বার অ্যালোভেরা জেল প্রয়োগ করেছেন তারা দাগের রং এবং আকারে উল্লেখযোগ্য হ্রাস দেখেছেন । পাকিস্তানের লাহোর পঞ্জাব মেডিক্যাল কলেজের চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ জাভেদ আহমেদ এই গবেষণায় অংশ নিয়েছিলেন ।

আপেল সিডার ভিনিগার: আপেল সিডার ভিনিগার এবং জল সমান পরিমাণে নিয়ে এই মিশ্রণটি তুলো দিয়ে দাগের জায়গায় ব্যবহার করুন । দুই থেকে তিন মিনিট পর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন । দিনে দু'বার করলে কয়েকদিনের মধ্যেই সমস্যা কমে যাবে ৷

পেঁয়াজের রস: বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজের রসে ত্বকের কালো দাগ কমানোর বৈশিষ্ট্য রয়েছে । তাই দাগের উপর না-লাগিয়ে কিছুক্ষণ পর পরিষ্কার করলে কিছুদিনের মধ্যেই সমস্যা কমে যাবে বলে জানা যায়।

দুধ: একটি তুলোর বল দুধে ডুবিয়ে দাগের উপর ঘষে নিন । এটি দিনে দু'বার করলে সমস্যা তাড়াতাড়ি কমে যাবে ।

অ্যালোভেরা: বিশেষজ্ঞদের মতে, কালো দাগ দূর করতে এই ফেসপ্যাক খুবই উপকারী । এর জন্য প্রথমে এক টেবিল চামচ অ্যালোভেরার পাল্প নিন । এতে এক টেবিল চামচ গোলাপ জল মেশান । তারপর দু ফোঁটা লেবুর রস দিন । এই তিনটি মিশিয়ে দাগে লাগিয়ে দশ মিনিট পর মাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন ।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য নির্দিষ্ট গবেষণা থেকে প্রাপ্ত এবং এর মতামতও ওই গবেষণার সঙ্গে যুক্ত গবেষক-বিশেষজ্ঞের ব্যক্তিগত ৷ শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই এই প্রতিবেদনটি লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যাদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷

হায়দারাবাদ: দাগহীন ত্বক পেতে কে না চায়! কিন্তু বহু চেষ্টার পরেও বয়সের প্রভাব ত্বকে পড়তে শুরু করে এবং মুখ, হাত ইত্যাদিতে কালো দাগ পড়তে শুরু করে । লিভার স্পট, মেলাসমা, প্রেগন্যান্সি মার্ক ইত্যাদির কারণে পিগমেন্টেশন দেখা দিতে পারে ৷

কী কারণে কালো দাগ হয় ?

ত্বকে দাগকে বলা হয় হাইপারপিগমেন্টেশন (কালো দাগ)। ত্বকের কোষে মেলানোসাইট মেলানিন উৎপন্ন করে । কিন্তু এটি এখানে-ওখানে খুব বেশি উৎপন্ন হয় এবং ত্বকে পিগমেন্টেশন তৈরি হয় । এগুলি কমাতে এই টিপসগুলি মেনে চলতে পারেন ৷

অ্যালোভেরা: বিশেষজ্ঞদের মতে, এতে থাকা অ্যালোইন নামক উপাদান পিগমেন্টেশনের সমস্যা কমায় । এজন্য রাতে ঘুমাতে যাওয়ার সময় আক্রান্ত স্থানে অ্যালোভেরার পাল্প ব্যবহার করতে পারেন । পরদিন সকালে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন । এটি প্রতিদিন করলে ভালো ফল পাওয়া যাবে ৷

2017 সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ডার্মাটোলজিতে প্রকাশিত একটি সমীক্ষায় জানা যায়, যারা 8 সপ্তাহ ধরে পিগমেন্টেশনের উপর দিনে দু'বার অ্যালোভেরা জেল প্রয়োগ করেছেন তারা দাগের রং এবং আকারে উল্লেখযোগ্য হ্রাস দেখেছেন । পাকিস্তানের লাহোর পঞ্জাব মেডিক্যাল কলেজের চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ জাভেদ আহমেদ এই গবেষণায় অংশ নিয়েছিলেন ।

আপেল সিডার ভিনিগার: আপেল সিডার ভিনিগার এবং জল সমান পরিমাণে নিয়ে এই মিশ্রণটি তুলো দিয়ে দাগের জায়গায় ব্যবহার করুন । দুই থেকে তিন মিনিট পর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন । দিনে দু'বার করলে কয়েকদিনের মধ্যেই সমস্যা কমে যাবে ৷

পেঁয়াজের রস: বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজের রসে ত্বকের কালো দাগ কমানোর বৈশিষ্ট্য রয়েছে । তাই দাগের উপর না-লাগিয়ে কিছুক্ষণ পর পরিষ্কার করলে কিছুদিনের মধ্যেই সমস্যা কমে যাবে বলে জানা যায়।

দুধ: একটি তুলোর বল দুধে ডুবিয়ে দাগের উপর ঘষে নিন । এটি দিনে দু'বার করলে সমস্যা তাড়াতাড়ি কমে যাবে ।

অ্যালোভেরা: বিশেষজ্ঞদের মতে, কালো দাগ দূর করতে এই ফেসপ্যাক খুবই উপকারী । এর জন্য প্রথমে এক টেবিল চামচ অ্যালোভেরার পাল্প নিন । এতে এক টেবিল চামচ গোলাপ জল মেশান । তারপর দু ফোঁটা লেবুর রস দিন । এই তিনটি মিশিয়ে দাগে লাগিয়ে দশ মিনিট পর মাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন ।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য নির্দিষ্ট গবেষণা থেকে প্রাপ্ত এবং এর মতামতও ওই গবেষণার সঙ্গে যুক্ত গবেষক-বিশেষজ্ঞের ব্যক্তিগত ৷ শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই এই প্রতিবেদনটি লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যাদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.