ETV Bharat / health

মশা তাড়াতে খুবই কার্যকরী এই ঘরোয়া টিপস - Best Tips To Get Rid Of Mosquitoes - BEST TIPS TO GET RID OF MOSQUITOES

Home Remedies Get Rid Of Mosquitoes: একটু বৃষ্টি পড়লে বা আবহাওয়া স্যাঁতস্যাঁতে হলেই মশার উৎপাত শুরু হয় । এদের ঘর থেকে তাড়াতে রাসায়নিক ব্যবহার করা হয় ৷ যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে ৷ জেনে নিন মশা তড়ানোর কিছু ঘরোয়া উপায় ৷

Get Rid Of Mosquitoes News
ঘরোয়া উপায়ে মশা কীভাবে তাড়াবেন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 2:36 PM IST

হায়দরাবাদ: ঝড়-বৃষ্টি হলেই মশার উৎপাত বেড়ে যায় ৷ বাড়ির সংস্পর্শে যদি কোনও জঙ্গল থাকে তাহলে মশা আরও বাড়ে ৷ ফলে এই মশার উপদ্রব থেকে বাঁচতে অনেকে বাজার থেকে নানা জিনিস কিনে আনেন ৷ যেগুলি আপনার শরীরে ক্ষতি করতে পারে ৷ তবে কিছু ঘরোয়া উপায়েই মশা তাড়াতে পারবেন ৷ জেনে নিন, কিছু টিপস সম্পর্কে ৷

নিমের তেল ও কর্পূর: অল্প পরিমাণ নিমের তেল নিয়ে তাতে কর্পূর মিশিয়ে গলিয়ে মিশিয়ে নিন । তারপর একটি প্যানে তেল ঢেলে একটি মোমবাতি গলিয়ে নিতে হবে । এবার এটি একসঙ্গে মিশিয়ে একটি পাত্রে নিয়ে জ্বেলে নিন ৷ ফলে মশারা পালিয়ে যাবে ৷

নিমের তেল, কর্পূর, তেজপাতা: একটি ছোট পাত্রে এক টেবিল চামচ নিমের তেল নিয়ে তাতে 5 থেকে 6টি কর্পূর একসঙ্গে গলিয়ে নিতে হবে । এরপর তেজপাতাতে এই মিশ্রণ লাগিয়ে সেটি ধোঁয়ার আকারে ঘরে জ্বালিয়ে দিতে হবে ৷ এই ধোঁয়ায় মশা চলে যাবে ৷

কর্পূর ও নিম পাতার ধোঁয়া: সারাক্ষণ মশার কয়েল জ্বালিয়ে না দিয়ে জানালা-দরজা বন্ধ করে কিছু কর্পূর ও নিম পাতার ধোঁয়া পনেরো মিনিটের জন্য রেখে দিন ৷ এটি মশা তাড়াতে কার্যকর হবে ৷

2019 সালে 'জার্নাল অফ আর্থ্রোপড বর্নোলজি'-এ প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গিয়েছে, কর্পূর মশা তাড়াতে কার্যকর । এই গবেষণায় অংশ নিয়েছিলেন ভারতের পুনে থেকে বিশিষ্ট আয়ুর্বেদ বিশেষজ্ঞ ।

নারকেল তেল ও রসুন: বিশেষজ্ঞদের মতে, মশা প্রতিরোধে এই টোটকাও খুবই সহায়ক । এজন্য প্রথমে চার-পাঁচ কোয়া রসুনের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন । তারপর গ্যাসে একটি ছোট প্যানে রেখে দুই টেবিল চামচ নারকেল তেল ঢেলে দিন । তেল গরম হয়ে গেলে, রসুনের টুকরোগুলি যোগ করুন এবং তেল কালো হওয়া পর্যন্ত গরম করুন । তারপর মিশ্রণটি ঠান্ডা করে যেকোনও বোতলে সংরক্ষণ করুন । বিশেষজ্ঞরা বলেন, রাতে ঘুমানোর আগে এটি শরীরে লাগালে মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা যায় । এছাড়াও রসুনের চারটি কোয়া গুঁড়ো করে তাতে তেল বা ঘি দিয়ে হালকা করে কিছু কর্পূর দিয়ে ধোঁয়া দিলে মশা চলে যাবে ।

লেবু ও লবঙ্গ: বিশেষজ্ঞরা জানান, লেবু ও লবঙ্গ ব্যবহার করে আপনি মশার হাত থেকে সুরক্ষা পেতে পারেন ।

হায়দরাবাদ: ঝড়-বৃষ্টি হলেই মশার উৎপাত বেড়ে যায় ৷ বাড়ির সংস্পর্শে যদি কোনও জঙ্গল থাকে তাহলে মশা আরও বাড়ে ৷ ফলে এই মশার উপদ্রব থেকে বাঁচতে অনেকে বাজার থেকে নানা জিনিস কিনে আনেন ৷ যেগুলি আপনার শরীরে ক্ষতি করতে পারে ৷ তবে কিছু ঘরোয়া উপায়েই মশা তাড়াতে পারবেন ৷ জেনে নিন, কিছু টিপস সম্পর্কে ৷

নিমের তেল ও কর্পূর: অল্প পরিমাণ নিমের তেল নিয়ে তাতে কর্পূর মিশিয়ে গলিয়ে মিশিয়ে নিন । তারপর একটি প্যানে তেল ঢেলে একটি মোমবাতি গলিয়ে নিতে হবে । এবার এটি একসঙ্গে মিশিয়ে একটি পাত্রে নিয়ে জ্বেলে নিন ৷ ফলে মশারা পালিয়ে যাবে ৷

নিমের তেল, কর্পূর, তেজপাতা: একটি ছোট পাত্রে এক টেবিল চামচ নিমের তেল নিয়ে তাতে 5 থেকে 6টি কর্পূর একসঙ্গে গলিয়ে নিতে হবে । এরপর তেজপাতাতে এই মিশ্রণ লাগিয়ে সেটি ধোঁয়ার আকারে ঘরে জ্বালিয়ে দিতে হবে ৷ এই ধোঁয়ায় মশা চলে যাবে ৷

কর্পূর ও নিম পাতার ধোঁয়া: সারাক্ষণ মশার কয়েল জ্বালিয়ে না দিয়ে জানালা-দরজা বন্ধ করে কিছু কর্পূর ও নিম পাতার ধোঁয়া পনেরো মিনিটের জন্য রেখে দিন ৷ এটি মশা তাড়াতে কার্যকর হবে ৷

2019 সালে 'জার্নাল অফ আর্থ্রোপড বর্নোলজি'-এ প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গিয়েছে, কর্পূর মশা তাড়াতে কার্যকর । এই গবেষণায় অংশ নিয়েছিলেন ভারতের পুনে থেকে বিশিষ্ট আয়ুর্বেদ বিশেষজ্ঞ ।

নারকেল তেল ও রসুন: বিশেষজ্ঞদের মতে, মশা প্রতিরোধে এই টোটকাও খুবই সহায়ক । এজন্য প্রথমে চার-পাঁচ কোয়া রসুনের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন । তারপর গ্যাসে একটি ছোট প্যানে রেখে দুই টেবিল চামচ নারকেল তেল ঢেলে দিন । তেল গরম হয়ে গেলে, রসুনের টুকরোগুলি যোগ করুন এবং তেল কালো হওয়া পর্যন্ত গরম করুন । তারপর মিশ্রণটি ঠান্ডা করে যেকোনও বোতলে সংরক্ষণ করুন । বিশেষজ্ঞরা বলেন, রাতে ঘুমানোর আগে এটি শরীরে লাগালে মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা যায় । এছাড়াও রসুনের চারটি কোয়া গুঁড়ো করে তাতে তেল বা ঘি দিয়ে হালকা করে কিছু কর্পূর দিয়ে ধোঁয়া দিলে মশা চলে যাবে ।

লেবু ও লবঙ্গ: বিশেষজ্ঞরা জানান, লেবু ও লবঙ্গ ব্যবহার করে আপনি মশার হাত থেকে সুরক্ষা পেতে পারেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.