ETV Bharat / health

বর্ষায় বাড়িতে টিকটিকির উপদ্রব, কী করবেন ? - Tips to Get Rid of LIzards - TIPS TO GET RID OF LIZARDS

Tips to Avoid Lizards at Home: তীব্র গরমে ও বর্ষা টিকটিকির আনাগোনা জন্য আদর্শ । টিকটিকির উৎপাতে অতিষ্ট হয়ে উঠেছেন ? ঘরোয়া কিছু উপায়ে টিকটিকি তাড়াতে আপনাকে সাহায্য করতে পারে ৷

Lizards Problem News
টিকটিকি তাড়ানোর উপায় (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 5:41 PM IST

Updated : Jun 28, 2024, 5:54 PM IST

হায়দরাবাদ: দীর্ঘ প্রতীক্ষার পর বর্ষা শুরু হওয়ায় সর্বত্রই আবহাওয়া মনোরম হয়ে উঠছে । কিন্তু এই মনোরম আবহাওয়ার সঙ্গে সঙ্গে অনেক সমস্যাও এসেছে ৷ বর্ষা মরশুমে শরীরের বিভিন্ন সমস্যা শুরু হয় ৷ ঘরেও পোকামাকড়ের উপদ্রব হয় ৷ ফলে টিকটিকির সমস্যাও ঘরেও বেড়ে যায় ৷ ঘরোয়া পদ্ধতিতে কীভাবে টিকটিকি তাড়াবেন (How to get rid of lizards at home) ? তা জানালাম আমরা ৷

ঠান্ডা জল: শীতকালে টিকটিকি তেমন দেখা যায় না ৷ টিকটিকির রক্ত ঠান্ডা ৷ ফলে উষ্ণতা পেতে গরম পরিবেশ থেকে তাপ নেয় ৷ এমন পরিস্থিতিতে ঠান্ডা মরশুমে তাপমাত্রা কম থাকায় তারা বাইরে না এসে হাইবারনেশনে চলে যায় । টিকটিকি আপনার বাড়িতে এলে তাড়াতে ঠান্ডা জল ব্যবহার করতে পারেন ।

ডিমের খোসা: টিকটিকি তাড়াতে ডিমের খোসার কার্যকারিতার কথা আমি নিশ্চয় শুনেছেন ৷ টিকটিকি ডিমের গন্ধ সহ্য করতে পারে না ৷ তাই আপনি ঘরের কোনে বা রান্নাঘরে ডিমের খোসা রেখে দিতে পারেন ৷ এতে টিকটিকি আসবে না ৷

রসুন ও পেঁয়াজ: টিকটিকি আসা বন্ধ করার আরেকটি কার্যকর উপায় হল পেঁয়াজ ও রসুনের কোয়া ৷ এই জিনিসগুলি জানলায় বা দরজার কোনে রাখলে টিকটিকি আসা বন্ধ হবে ৷

ন্যাপথালিন বল: ন্যাপথালিনের গন্ধ যে কোনও পোকা মাকড় তাড়ানোর একটি কার্যকর উপায় হতে পারে ৷ তাই ঘরের আলমারি থেকে যে কোনও জায়গায় ন্যাপথলিনের বল রেখে দিতে পারেন ৷ এতে পোকা মাকড় থেকে টিকটিকি চলে যাবে ৷ তবে এই ন্যাপথলিন বিষাক্ত ৷ তাই আপনাকে সাবধানতা মেনে চলা জরুরি ৷ যাতে ঘরে এমন জায়গায় রাখা উচিত বাচ্চাদের নাগালের বাইরে থাকে ৷

হায়দরাবাদ: দীর্ঘ প্রতীক্ষার পর বর্ষা শুরু হওয়ায় সর্বত্রই আবহাওয়া মনোরম হয়ে উঠছে । কিন্তু এই মনোরম আবহাওয়ার সঙ্গে সঙ্গে অনেক সমস্যাও এসেছে ৷ বর্ষা মরশুমে শরীরের বিভিন্ন সমস্যা শুরু হয় ৷ ঘরেও পোকামাকড়ের উপদ্রব হয় ৷ ফলে টিকটিকির সমস্যাও ঘরেও বেড়ে যায় ৷ ঘরোয়া পদ্ধতিতে কীভাবে টিকটিকি তাড়াবেন (How to get rid of lizards at home) ? তা জানালাম আমরা ৷

ঠান্ডা জল: শীতকালে টিকটিকি তেমন দেখা যায় না ৷ টিকটিকির রক্ত ঠান্ডা ৷ ফলে উষ্ণতা পেতে গরম পরিবেশ থেকে তাপ নেয় ৷ এমন পরিস্থিতিতে ঠান্ডা মরশুমে তাপমাত্রা কম থাকায় তারা বাইরে না এসে হাইবারনেশনে চলে যায় । টিকটিকি আপনার বাড়িতে এলে তাড়াতে ঠান্ডা জল ব্যবহার করতে পারেন ।

ডিমের খোসা: টিকটিকি তাড়াতে ডিমের খোসার কার্যকারিতার কথা আমি নিশ্চয় শুনেছেন ৷ টিকটিকি ডিমের গন্ধ সহ্য করতে পারে না ৷ তাই আপনি ঘরের কোনে বা রান্নাঘরে ডিমের খোসা রেখে দিতে পারেন ৷ এতে টিকটিকি আসবে না ৷

রসুন ও পেঁয়াজ: টিকটিকি আসা বন্ধ করার আরেকটি কার্যকর উপায় হল পেঁয়াজ ও রসুনের কোয়া ৷ এই জিনিসগুলি জানলায় বা দরজার কোনে রাখলে টিকটিকি আসা বন্ধ হবে ৷

ন্যাপথালিন বল: ন্যাপথালিনের গন্ধ যে কোনও পোকা মাকড় তাড়ানোর একটি কার্যকর উপায় হতে পারে ৷ তাই ঘরের আলমারি থেকে যে কোনও জায়গায় ন্যাপথলিনের বল রেখে দিতে পারেন ৷ এতে পোকা মাকড় থেকে টিকটিকি চলে যাবে ৷ তবে এই ন্যাপথলিন বিষাক্ত ৷ তাই আপনাকে সাবধানতা মেনে চলা জরুরি ৷ যাতে ঘরে এমন জায়গায় রাখা উচিত বাচ্চাদের নাগালের বাইরে থাকে ৷

Last Updated : Jun 28, 2024, 5:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.