কলকাতা: বর্ষাকালে চুল থেকে দুর্গন্ধ আসা সাধারণ ব্যাপার । দূষণ-আর্দ্রতা তো আছেই । সেই সঙ্গেই রয়েছে বর্ষার বৃষ্টি । বৃষ্টির জল মাথায় পড়তেই দেখা দেয় নানা সমস্যা । এছাড়াও মাথায় অত্যাধিক ঘামের থেকে অনেক সময়েই দুর্গন্ধ বের হয় এবং চুল পড়ার সমস্যা দেখা দেয় । এছাড়াও স্ক্যাল্পে ধুলোবালি এবং ঘাম জমে চুলে ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণ হতে পারে । বিশেষজ্ঞদের মতে, কিছু প্রাকৃতিক টিপস মেনে চললে আপনি বর্ষাকালে চুলের দুর্গন্ধ কমাতে পারেন ।
দই এবং দারুচিনি পাউডার: প্রথমে একটি পাত্রে হাফ কাপ দই নিন ও তাতে এক টেবিল চামচ দারুচিনি গুঁড়ো দিন। এই মিশ্রণ চুলে লাগান । 15 মিনিট পর কুসুম গরম জল দিয়ে তা ধুয়ে ফেলুন। এতে চুলের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যাবে ৷
তুলসির জল: চুলের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে তুলসির জল। কারণ তুলসির জলের অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ ক্ষতিকারক ব্যাকটেরিয়া মেরে ফেলতে কার্যকর বলে হতে পারে। এজন্য তুলসি পাতা জলে ফুটিয়ে জল ঠান্ডা হওয়ার পর সেই জল দিয়ে স্নান করতে পারেন।
আপেল সিডার ভিনিগার: এক গ্লাস ঠান্ডা জল নিন এবং এতে দুই টেবিল চামচ আপেল সিডার ভিনিগার যোগ করুন। তারপর এই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি করলে চুলের দুর্গন্ধ থেকে রেহাই পাওয়া যাবে।
বেকিং সোডা: চুলের গন্ধ দূর করতে বেকিং সোডাও একটি কার্যকরী উপায় হতে পারে ৷ এর জন্য প্রথমে একটি পাত্রে জল নিয়ে তাতে এক টেবিল চামচ বেকিং সোডা দিন । তারপর সেই জল দিয়ে চুল পরিষ্কার করে ধুয়ে ফেলুন ।
2018 সালে 'ইন্টারন্যাশনাল জার্নাল অফ হেয়ার রিসার্চ' (International Journal of Hair Research)-এ প্রকাশিত একটি জানা যায়, বেকিং সোডা দিয়ে চুল ধোয়ার ফলে চুলের গন্ধ উল্লেখযোগ্যভাবে কমে যায় । একজন চর্মরোগ বিশেষজ্ঞ এবং মাউন্ট সিনাই স্কুল অফ মেডিসিনের ডার্মাটোলজির সহকারী অধ্যাপক এই গবেষণায় অংশ নিয়েছিলেন ৷
লেবুর রস: লেবু বর্ষাকালে চুলের দুর্গন্ধ দূর করতে আরেকটি কার্যকরী উপায় ৷ এক কাপ জলে এক টেবিল চামচ লেবুর রস নিয়ে তাতে ভালো করে মিশিয়ে নিন ৷ তারপর এই জল দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন ৷ এটি এই বর্ষার মরশুমে সপ্তাহে 3 থেকে 4 দিন করতে পারেন ৷ ফলে এটি চুলের দুর্গন্ধ দূর করতে সাহায্য় করবে ৷