হায়দরাবাদ: ঝাঁচকচকে জামা পড়লেন, আর তাতে লেগে গেল বাজে দাগ ৷ অনেক দাগ আবার উঠতেই চায় না ৷ অনেকসময় সেই দাগ চা কফিরও হতে পারে ৷ সেই সব দাগ তোলা খুব কঠিন। আবার অনেক সময় সব জামা একসঙ্গে কাচার ফলে একটার জামার রং অন্য একটাতে লেগে যায় ৷ কিছু টিপস অনুসরণ করে সহজেই দাগ দূর করা যায়। এখন দেখা যাক সেই টিপসগুলি কী ।
ভিনিগার: কাপড়ে চায়ের দাগ পড়লে উঠতে চায় না ৷ চায়ের দাগ হল কাপড়ের সবচেয়ে সাধারণ দাগ । এগুলি থেকে মুক্তি পেতে বাড়িতে ভিনিগার নিন । দুই কাপ জলে এক চামচ ভিনিগার মিশিয়ে নিন । দাগের উপর এই তরল স্প্রে করুন । তারপর আলতো করে ঘষে নিন । দাগের তীব্রতার উপর নির্ভর করে ধীরে ধীরে বিবর্ণ হয়ে যায় ।
এছাড়াও কাপড়ে অনেক সময় তেলের দাগও পড়ে । এটি ওঠা খুবই কঠিন । প্রথমে দাগযুক্ত কাপড় জলে ভিজিয়ে রাখুন। এরপর দাগের উপর বেকিং সোডা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর অল্প ঘষতে থাকুন । সবশেষে দুই কাপ ভিনিগার-জল মিশিয়ে দাগের ওপর ছিটিয়ে দিন । তারপর ঘষে ধুয়ে ফেলুন।
হাইড্রোজেন পারঅক্সাইড: কখনও কখনও জেদি দাগ উঠতে চায় না ৷ এই দাগ ওঠাতে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা ভালো ৷ এটি দেওয়ার পর ডিটারজেন্ট সাবান দিয়ে ধুয়ে ফেলুন ।
2011 সালে 'টেক্সটাইল রিসার্চ' জার্নালে প্রকাশিত একটি গবেষণায় জানা যায়, হাইড্রোজেন পারক্সাইড রক্তের দাগ দূর করতে উল্লেখযোগ্যভাবে বেশি কার্যকর । এই গবেষণায় তুলোর, পলিয়েস্টার ও উল-সহ বিভিন্ন ধরনের পোশাক পরীক্ষা করা হয়। টেক্সটাইল বিভাগে ডাঃ মেরি স্মিথ এই গবেষণায় অংশ নিয়েছিলেন ।
যদি কালির দাগ থাকে তবে কাগজের ট্যিসু দিয়ে ঘষুন তারপর হেয়ার স্প্রে দিয়ে স্প্রে করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এছাড়াও যদি চকলেটের দাগ ওঠাতে বেকিং সোডা মিশ্রিত জলে দাগ ভিজিয়ে রাখুন তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।
সবুজ দাগ তুলতে ভিনিগার বা লেবুর রস অত্যন্ত কার্যকরী। ভিনিগার বা লেবুর রসে দাগ লাগা জামা-কাপড় ভিজিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন । তারপর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন।