ETV Bharat / health

দেশের অর্ধেক তরুণ-তরুণী শরীরচর্চা করে না, বলছে ল্য়ানসেট - Lancet study on Physical Activity - LANCET STUDY ON PHYSICAL ACTIVITY

Lancet Study reveals Indian Adults Not Active Enough: সম্প্রতি ল্যানসেট রিপোর্টে প্রকাশিত হয়েছে, ভারতে প্রায় অর্ধেক তরুণ-তরুণীর শরীরচর্চায় অনীহা রয়েছে ৷ এর ফলে তাঁরা শারীরিক সমস্যায় ভুগছেন ৷ এই প্রবণতা মহিলাদের মধ্যে বেশি দেখা গিয়েছে ৷

Exercise News
শরীরচর্চায় অনীহা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 29, 2024, 3:26 PM IST

Updated : Jun 30, 2024, 12:45 PM IST

হায়দরাবাদ: সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গিয়েছে, ভারতের অর্ধেক প্রাপ্তবয়স্ক মানুষের শরীরচর্চায় অনীহা রয়েছে ৷ ওই সমীক্ষার রিপোর্ট বলছে, মহিলারাই এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন ৷ প্রায় 57% মহিলা শারীরিক ক্রিয়াকলাপ থেকে দূরে থাকেন ৷ পুরুষদের সংখ্যাটা সেখানে 42 শতাংশ ৷ সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ার প্রায় প্রতিটি দেশেই এই প্রবণতা দেখা গিয়েছে ৷

গবেষণাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দ্বারা পরিচালিত হয়েছিল ৷ এই তথ্য সম্প্রতি 'দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ' জার্নালে প্রকাশিত হয়েছে । সমীক্ষার রিপোর্ট বলছে, প্রয়োজনীয়তা সত্ত্বেও শারীরিক পরিশ্রম না-করার ক্ষেত্রে এশিয়া প্যাসিফিকের ধনী দেশগুলির তুলনায় দক্ষিণ এশিয়ার দেশগুলি পরে রয়েছে ।

গবেষকরা দেখেছেন, বিশ্বব্যাপী প্রায় 31 শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতি সপ্তাহে কমপক্ষে 150 মিনিট শারীরিক কসরতের পিছনে খরচ করেন ৷ 2010 সালে, এটি ছিল 26.4 শতাংশ ৷ সেটিই এখন বেড়ে 31 শতাংশে পৌঁছেছে, যা যথেষ্ট উদ্বেগজনক ৷ এই প্রবণতা অব্যাহত থাকলে প্রয়োজনীয় শারীরিক কার্যকলাপের সংখ্যা 15 শতাংশ বাড়ানোর লক্ষ্য এখনই পূরণ হবে না ।

রিপোর্ট অনুযায়ী, 2030 সালের মধ্যে ন্যূনতম শারীরিক কার্যকলাপ না-করা মানুষের সংখ্যা 60 শতাংশে পৌঁছবে । অন্যদিকে, 60 বছরের বেশি বয়সিদের ব্যায়ামের প্রতি অনীহা রয়েছে ৷ তাঁদের ক্রমবর্ধমান সংখ্যা সমস্যাটিকে আরও জটিল করে তুলছে । গবেষণায় সতর্ক করা হয়েছে, শারীরিক পরিশ্রমের অভাব ডায়াবেটিস এবং হার্ট-অ্যাটাকের ঝুঁকি বাড়াছে। ডব্লিউএইচও-র পরিসংখ্যান বলছে, ব্যায়াম করা মানুষের সংখ্যা কমে যাওয়ায় এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে।

হায়দরাবাদ: সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গিয়েছে, ভারতের অর্ধেক প্রাপ্তবয়স্ক মানুষের শরীরচর্চায় অনীহা রয়েছে ৷ ওই সমীক্ষার রিপোর্ট বলছে, মহিলারাই এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন ৷ প্রায় 57% মহিলা শারীরিক ক্রিয়াকলাপ থেকে দূরে থাকেন ৷ পুরুষদের সংখ্যাটা সেখানে 42 শতাংশ ৷ সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ার প্রায় প্রতিটি দেশেই এই প্রবণতা দেখা গিয়েছে ৷

গবেষণাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দ্বারা পরিচালিত হয়েছিল ৷ এই তথ্য সম্প্রতি 'দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ' জার্নালে প্রকাশিত হয়েছে । সমীক্ষার রিপোর্ট বলছে, প্রয়োজনীয়তা সত্ত্বেও শারীরিক পরিশ্রম না-করার ক্ষেত্রে এশিয়া প্যাসিফিকের ধনী দেশগুলির তুলনায় দক্ষিণ এশিয়ার দেশগুলি পরে রয়েছে ।

গবেষকরা দেখেছেন, বিশ্বব্যাপী প্রায় 31 শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতি সপ্তাহে কমপক্ষে 150 মিনিট শারীরিক কসরতের পিছনে খরচ করেন ৷ 2010 সালে, এটি ছিল 26.4 শতাংশ ৷ সেটিই এখন বেড়ে 31 শতাংশে পৌঁছেছে, যা যথেষ্ট উদ্বেগজনক ৷ এই প্রবণতা অব্যাহত থাকলে প্রয়োজনীয় শারীরিক কার্যকলাপের সংখ্যা 15 শতাংশ বাড়ানোর লক্ষ্য এখনই পূরণ হবে না ।

রিপোর্ট অনুযায়ী, 2030 সালের মধ্যে ন্যূনতম শারীরিক কার্যকলাপ না-করা মানুষের সংখ্যা 60 শতাংশে পৌঁছবে । অন্যদিকে, 60 বছরের বেশি বয়সিদের ব্যায়ামের প্রতি অনীহা রয়েছে ৷ তাঁদের ক্রমবর্ধমান সংখ্যা সমস্যাটিকে আরও জটিল করে তুলছে । গবেষণায় সতর্ক করা হয়েছে, শারীরিক পরিশ্রমের অভাব ডায়াবেটিস এবং হার্ট-অ্যাটাকের ঝুঁকি বাড়াছে। ডব্লিউএইচও-র পরিসংখ্যান বলছে, ব্যায়াম করা মানুষের সংখ্যা কমে যাওয়ায় এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে।

Last Updated : Jun 30, 2024, 12:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.