ETV Bharat / health

পায়ের দুর্গন্ধ এড়াতে চান ? মেনে চলতে পারেন এই ঘরোয়া পদ্ধতি - Shoe Smell

Shoe Smell: জুতো মোজা পরে দুর্গন্ধে ভুগছেন ? জেনে নিন কিছু ঘরোয়া পদ্ধতি যা করলে আপনি এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন।

Shoe Smell News
পায়ের দুর্গন্ধ এড়াতে চান
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 9:07 PM IST

হায়দরাবাদ: পায়ের দুর্গন্ধ কারও কারও জীবনে বড় বিষয় হয়ে দাঁড়ায় ৷ অনেকক্ষণ জুতো মজা একসঙ্গে পড়ে থাকলে ঘাম হয় ফলে ব্যাকটেরিয়া সৃষ্টি হয় ৷ ফলে দুর্গন্ধ বার হয় ৷ তবে এই দুর্গন্ধ কিছু ঘরোয়া উপায়ে নিরাময় করা সম্ভব ৷ জেনে নিন, কী কী করতে পারেন (shoe odor with this home remedy)৷

বাড়ি থেকে বেরোনোর আগে হালকা গরম জলে নুন মিশিয়ে কিছুক্ষন আপানর পা ডুবিয়ে রাখতে পারেন ৷ এছাড়াও জলে ভিনিগারও মিশিয়ে রাখতে পারেন ৷ এতে আপনার পায়ের দুর্গন্ধ দূর করতে সাহায্য় করবে ৷ এছাড়াও ভিনিগার পায়ের ময়লা দূর করতে সাহায্য় করে ৷

জুতো মোজা পরার আগে আপনি অ্যান্টি-ব্যাকটেরিয়াল পাউডার ব্যবহার করতে পারেন ৷ যাতে পা শুকনো থাকে ৷ ফলে দুর্গন্ধ দুর করতে সাহায্য করে ৷

প্রতিদিন আলাদা আলাদা মোজা ব্যবহার করা উচিত নয় ৷ প্রতিদিন মোজা কেচে ব্যবহার করা উচিত ৷ এছাড়াও সুতির মোজা ব্যবহার করা উচিত ৷ এতে পায়ের চুলকানি থেকেও মুক্তি পাওয়া যায় ৷

যাদের পা বেশি ঘামে তারা ড্রাই লোশেন ব্যবহার করতে পারেন ৷ জুতো ব্যবহারের পর শুকানোর জন্য বাতাসমুক্ত স্থানে রাখুন ৷ এছাড়াও জুতোতে ট্যালকাম পাউডার দিয়ে রাখতে পারেন ৷ এতে অনেক দুর্গন্ধ কম হয় ৷

জুতো ব্যবহারের পর আপনি একটি টিব্যাগ কার্যকরী উপায় হতে পারে ৷ একটি টিব্যাগকে খানিকক্ষণ গরমজলে রেখে দিন তারপর ঠান্ডা হয়ে গেলে জুতোর মধ্যে রেখে দিতে পারেন ৷ এতে দুর্গন্ধ দূর হতে সাহায্য় করে ৷ এটি ব্যাকটেরিয়া দূর করতেও সাহায্য় করে ৷

জুতো পড়ে পায়ের দুর্গন্ধ দূর করতে চাইলে কমলার খোসাও ব্যবহার করতে পারেন ৷ এরজন্য রাতে কমলার খোসা রেখে দিতে পারেন ৷ ব্যাকটেরিয়া হতে দেয় না ৷ কারও যদি সমস্যা খুব বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ৷

আরও পড়ুন:

  1. বিরল রোগ দিবসে জেনে নিন গুরুত্ব থেকে তাৎপর্য
  2. ত্বককে উজ্জ্বল করতে চান ? মেনে চলতে পারেন এই ঘরোয়া পদ্ধতি
  3. রোজকার ব্যবহৃত ফ্রিজে দুর্গন্ধ ছড়াচ্ছে ? এই ঘরোয়া উপায়ে পরিষ্কার করতে পারেন

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

হায়দরাবাদ: পায়ের দুর্গন্ধ কারও কারও জীবনে বড় বিষয় হয়ে দাঁড়ায় ৷ অনেকক্ষণ জুতো মজা একসঙ্গে পড়ে থাকলে ঘাম হয় ফলে ব্যাকটেরিয়া সৃষ্টি হয় ৷ ফলে দুর্গন্ধ বার হয় ৷ তবে এই দুর্গন্ধ কিছু ঘরোয়া উপায়ে নিরাময় করা সম্ভব ৷ জেনে নিন, কী কী করতে পারেন (shoe odor with this home remedy)৷

বাড়ি থেকে বেরোনোর আগে হালকা গরম জলে নুন মিশিয়ে কিছুক্ষন আপানর পা ডুবিয়ে রাখতে পারেন ৷ এছাড়াও জলে ভিনিগারও মিশিয়ে রাখতে পারেন ৷ এতে আপনার পায়ের দুর্গন্ধ দূর করতে সাহায্য় করবে ৷ এছাড়াও ভিনিগার পায়ের ময়লা দূর করতে সাহায্য় করে ৷

জুতো মোজা পরার আগে আপনি অ্যান্টি-ব্যাকটেরিয়াল পাউডার ব্যবহার করতে পারেন ৷ যাতে পা শুকনো থাকে ৷ ফলে দুর্গন্ধ দুর করতে সাহায্য করে ৷

প্রতিদিন আলাদা আলাদা মোজা ব্যবহার করা উচিত নয় ৷ প্রতিদিন মোজা কেচে ব্যবহার করা উচিত ৷ এছাড়াও সুতির মোজা ব্যবহার করা উচিত ৷ এতে পায়ের চুলকানি থেকেও মুক্তি পাওয়া যায় ৷

যাদের পা বেশি ঘামে তারা ড্রাই লোশেন ব্যবহার করতে পারেন ৷ জুতো ব্যবহারের পর শুকানোর জন্য বাতাসমুক্ত স্থানে রাখুন ৷ এছাড়াও জুতোতে ট্যালকাম পাউডার দিয়ে রাখতে পারেন ৷ এতে অনেক দুর্গন্ধ কম হয় ৷

জুতো ব্যবহারের পর আপনি একটি টিব্যাগ কার্যকরী উপায় হতে পারে ৷ একটি টিব্যাগকে খানিকক্ষণ গরমজলে রেখে দিন তারপর ঠান্ডা হয়ে গেলে জুতোর মধ্যে রেখে দিতে পারেন ৷ এতে দুর্গন্ধ দূর হতে সাহায্য় করে ৷ এটি ব্যাকটেরিয়া দূর করতেও সাহায্য় করে ৷

জুতো পড়ে পায়ের দুর্গন্ধ দূর করতে চাইলে কমলার খোসাও ব্যবহার করতে পারেন ৷ এরজন্য রাতে কমলার খোসা রেখে দিতে পারেন ৷ ব্যাকটেরিয়া হতে দেয় না ৷ কারও যদি সমস্যা খুব বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ৷

আরও পড়ুন:

  1. বিরল রোগ দিবসে জেনে নিন গুরুত্ব থেকে তাৎপর্য
  2. ত্বককে উজ্জ্বল করতে চান ? মেনে চলতে পারেন এই ঘরোয়া পদ্ধতি
  3. রোজকার ব্যবহৃত ফ্রিজে দুর্গন্ধ ছড়াচ্ছে ? এই ঘরোয়া উপায়ে পরিষ্কার করতে পারেন

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.