কলকাতা: ঘর বাড়ি পরিষ্কার থাকলে মনেও শান্তি আসে ৷ বিশেষ করে বর্ষাকালে যেন বেশি করে পরিষ্কার করার প্রয়োজন পড়ে ৷ স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ঘর বাজে গন্ধে ভরে উঠে ৷ জানলা বেশিরভাগ সময় বন্ধ থাকার কারণে হাওয়া-বাতাস চলাচলে বাধা পায় ৷ ফলে ঘরের মধ্যে দুর্গন্ধ হয়ে যায় ৷
আগেকার দিনে সকালে চন্দন-কর্পূর মেশানো জলের ছিঁটে এবং সন্ধেবেলায় ধুনো দেওয়ার একটা প্রচলন ছিল । এতে ঘরে সুন্দর পবিত্র সুগন্ধে ভরে থাকত । আর ধুনোর গন্ধে সন্ধ্যায় পোকামাকড় যেমন পালাত, তেমনই ঘর সুগন্ধে ভরে যেত । এগুলি ছিল তখনকার দিনের প্রাকৃতিক রুম ফ্রেশনার । আর এখন ঘরে সুগন্ধের জন্য দামি দামি ব্র্যান্ডের রুম ফ্রেশনার ব্যবহার করা হয় ।
তবে বিশেষজ্ঞরা জানান, এতে প্রচুর পরিমাণে রাসায়নিক থাকে যেগুলি থেকে বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে ৷ এছাড়াও, এগুলির দামও কম নয় ৷ তাই কম খরচে ঘরোয়া উপায়েই কিছু রুম ফ্রেশনার বানয়ে নিতে পারেন যেগুলি ঘরকে সুগন্ধে ভরিয়ে রাখবে, কোনও স্বাস্থ্য সমস্যার ঝুঁকিও থাকবে না ৷
এসেনশিয়াল অয়েলের সাহায্যে রুম ফ্রেশনার: রোজ, ল্যাভেন্ডার, লেমন গ্রাস, টি ট্রি ইত্যাদির সঙ্গে এখন বাজারে বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েল পাওয়া যায় । এতে আপনার পছন্দের কোনও সুগন্ধ বেছে নিন ৷ একটি স্প্রে বোতলে জল ঢেলে তাতে কয়েক ফোঁটা তেল যোগ করুন । এটি ঘরের চারপাশে স্প্রে করলে সুগন্ধ বজায় থাকে ৷
পাতিলেবু ও কমলালেবুর খোসা দিয়ে রুম ফ্রেশনার: প্রথমে একটি পাত্রে সামান্য জল ঢেলে পাতিলেবু, কমলালেবুর খোসা এবং পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে নিন । ভালো করে ফোটানোর পর জল ঠান্ডা করে ছেঁকে স্প্রে-র বোতলে ঢেলে দিন । তারপর পুরো বাড়িতে স্প্রে করুন । এটি প্রাকৃতিকভাবেই দুর্গন্ধ থেকে মুক্তি দিতে পারে ।
গোলাপ: গোলাপের গন্ধ সবাই পছন্দ করেন । প্রথমে এক কাপ জলে গোলাপের পাপড়ি ও বেকিং সোডা দিয়ে একটু ফুটিয়ে নিন । তারপর এই জল ছেঁকে একটি স্প্রে বোতলে ঢেলে দিন । ঘরকে সুগন্ধ করতে এই স্প্রে বেশ ভালো ৷
লেমন এসেনশিয়াল অয়েল: আপনি কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল এবং পেপারমিন্ট অয়েলও জলে ফুটিয়ে নিতে পারেন । ঠান্ডা হয়ে গেলে একটি স্প্রে বোতলে ঢেলে ঘরে স্প্রে করে নিন ।
কর্পূর: একটি পাত্রে কিছু জল ঢেলে তার মধ্যে কর্পূর রেখে একটি কোণে রাখুন । সারা ঘর সুগন্ধে ভরে যাবে । এটি করার আরও একটি ব্যবহার রয়েছে ৷ এতে ঘরে মশার উপদ্রেপও কম হয় ।