ETV Bharat / health

গুরু পূর্ণিমার দিন করুন এই কাজ, সৌভাগ্য বজায় থাকবে সারাজীবন - Guru Purnima Remedies - GURU PURNIMA REMEDIES

Guru Purnima 2024: 21 জুলাই গুরু পূর্ণিমা পালিত হবে । এদিন গুরুর পুজো করলে বৃহস্পতির দোষ দূর হয়, পাশাপাশি ভগবান বিষ্ণুও প্রসন্ন হন । জ্যোতিষশাস্ত্রে এমন কিছু উপায় আছে সেগুলি করলে গুরুর কৃপা থাকে সারাজীবন ৷ কী কী করবেন জানালেন জ্যোতিষী রাহুল দে ৷

Guru Purnima 2024 News
গুরু পূর্ণিমার দিন এই কাজ করা শুভ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 19, 2024, 11:42 AM IST

Updated : Jul 19, 2024, 1:57 PM IST

কলকাতা: প্রতিবছর আষাঢ় পূর্ণিমায় পালিত হয় গুরু পূর্ণিমা ৷ গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা এবং বেদ পূর্ণিমা নামেও পরিচিত । এইবছর গুরুপূর্ণিমা 20 জুলাই বিকেল 5টা 59 মিনিটে আর শেষ হচ্ছে 21 জুলাই দুপুর 3টে 46 মিনিটে । তবে এই বছর পালন করা হবে 21 জুলাই ৷

প্রাচীন কাল থেকে গুরুর বিশেষ মাহাত্ম্য পরিলক্ষিত হয়েছে । তাঁরাই আমাদের সঠিক পথ দেখিয়ে থাকেন । তাই এইদিন গুরুর চরণে অর্পন করা হয় ৷ পাশাপাশি জ্যোতিষ শাস্ত্রে গুরুকে বিষ্ণু ও বৃহস্পতির রূপ মনে করা হয় । জ্যোতিষী রাহল দে জানান, এইদিন কিছু নিয়ম মেনে চলা জরুরি, যা আপনার জীবনে আনতে পারে সঠিক সাফল্য ৷ এবছর গুরু পূর্ণিমায় সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হচ্ছে ৷ সনাতন ধর্ম অনুযায়ী এই যোগ অত্যন্ত শুভ যোগ । জেনে নিন, এইদিন কী কী করবেন ?

তিনি বলেন, "সম্ভব হলে গুরু পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গাস্নান করুন ৷ গঙ্গাস্নান করার পর গুরুর চরণে হলুদ বা সাদা ফুল অথবা সাদা বস্ত্র অর্পণ করুন ৷ এতে গুরুর আশীর্বাদ সারাজীবন বজায় থাকবে ৷ এইদিন সকালবেলায় উঠে বাবা-মা'কে প্রণাম করতে পারেন ৷ এছাড়াও ভালো কোনও কাজ যেমন, নিজের সাধ্যমতো গরীব দুঃখীকে দান করুন এতে ভগবানের আশীর্বাদ পাবেন ৷ গুরু পূর্ণিমার দিন দিক্ষা নেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় ৷"

এছাড়াও তিনি জানান, গুরু পূর্ণিমার দিন বাড়িতে গীতা পাঠ করা ভালো এবং নিরামিষ আহার গ্রহণ করা ভালো ৷ এইদিনে বাড়িতে দেবী লক্ষ্মী ও ভগবান নারায়নের পুজো করলে গৃহের জন্য খুবই মঙ্গলের ৷ এছাড়াও সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালানো পবিত্র বলে মনে করা হয় ৷

বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এরজন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন ৷

কলকাতা: প্রতিবছর আষাঢ় পূর্ণিমায় পালিত হয় গুরু পূর্ণিমা ৷ গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা এবং বেদ পূর্ণিমা নামেও পরিচিত । এইবছর গুরুপূর্ণিমা 20 জুলাই বিকেল 5টা 59 মিনিটে আর শেষ হচ্ছে 21 জুলাই দুপুর 3টে 46 মিনিটে । তবে এই বছর পালন করা হবে 21 জুলাই ৷

প্রাচীন কাল থেকে গুরুর বিশেষ মাহাত্ম্য পরিলক্ষিত হয়েছে । তাঁরাই আমাদের সঠিক পথ দেখিয়ে থাকেন । তাই এইদিন গুরুর চরণে অর্পন করা হয় ৷ পাশাপাশি জ্যোতিষ শাস্ত্রে গুরুকে বিষ্ণু ও বৃহস্পতির রূপ মনে করা হয় । জ্যোতিষী রাহল দে জানান, এইদিন কিছু নিয়ম মেনে চলা জরুরি, যা আপনার জীবনে আনতে পারে সঠিক সাফল্য ৷ এবছর গুরু পূর্ণিমায় সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হচ্ছে ৷ সনাতন ধর্ম অনুযায়ী এই যোগ অত্যন্ত শুভ যোগ । জেনে নিন, এইদিন কী কী করবেন ?

তিনি বলেন, "সম্ভব হলে গুরু পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গাস্নান করুন ৷ গঙ্গাস্নান করার পর গুরুর চরণে হলুদ বা সাদা ফুল অথবা সাদা বস্ত্র অর্পণ করুন ৷ এতে গুরুর আশীর্বাদ সারাজীবন বজায় থাকবে ৷ এইদিন সকালবেলায় উঠে বাবা-মা'কে প্রণাম করতে পারেন ৷ এছাড়াও ভালো কোনও কাজ যেমন, নিজের সাধ্যমতো গরীব দুঃখীকে দান করুন এতে ভগবানের আশীর্বাদ পাবেন ৷ গুরু পূর্ণিমার দিন দিক্ষা নেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় ৷"

এছাড়াও তিনি জানান, গুরু পূর্ণিমার দিন বাড়িতে গীতা পাঠ করা ভালো এবং নিরামিষ আহার গ্রহণ করা ভালো ৷ এইদিনে বাড়িতে দেবী লক্ষ্মী ও ভগবান নারায়নের পুজো করলে গৃহের জন্য খুবই মঙ্গলের ৷ এছাড়াও সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালানো পবিত্র বলে মনে করা হয় ৷

বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এরজন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন ৷

Last Updated : Jul 19, 2024, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.