ETV Bharat / health

বিপদ থেকে রক্ষা পেতে বিপত্তারিণী পুজোয় কী কী করবেন ? - Bipodtarini Puja Rituals - BIPODTARINI PUJA RITUALS

Bipodtarini Puja: দেবী বিপত্তারিণী হলেন মা দুর্গারই অন্য এক রূপ । কথিত রয়েছে, মন দিয়ে তাঁর আরাধানা করলে ভক্তদের সব বিপদ থেকে উদ্ধার করেন তিনি। বাড়ির মহিলারা করেন এই পুজো ৷ তবে এই পুজো করার জন্য কিছু নিয়ম মেনে চলা জরুরি বলে জানালেন জ্যোতিষী রাহুল দে ৷

Bipodtarini Puja News
বিপত্তারিণী পুজোর নিয়ম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 8, 2024, 2:27 PM IST

কলকাতা: পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় বিপত্তারিণী পুজো করেন বাড়ির মহিলারা। ধর্মীয় বিশ্বাস, এই পুজোয় মা আদ্যাশক্তিকে সন্তুষ্ট করতে পারলে নাকি সমস্ত বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায় । তাই শহর থেকে গ্রামে বিভিন্ন প্রান্তে আজও বিপত্তারিণী পুজো হয়ে থাকে ৷

বিপত্তারিণী পুজোয় কী করবেন জানালেন জ্যোতিষী (ইটিভি ভারত)

এই পুজো করেন বাড়ির মহিলারা ৷ আষাঢ় মাসের শুক্লপক্ষের শনি ও মঙ্গলবারে পালিত হয় দেবী বিপত্তারিণীর পুজো । প্রতি বছর রথযাত্রা ও উল্টোরথের মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়ে, সেই সময়ে বিপত্তারিণীর পুজো করা হয় । মা দুর্গার 108 রূপের মধ্য একটি হল বিপত্তারণী । হিন্দু শাস্ত্রমতে নিষ্ঠাভাবে পালন করা হয় ৷ এই পুজো করলে সব পাপ দূর হয় ও বিপদের হাত থেকে রক্ষা পাওয়া য়ায় বলে জানান জ্যোতিষী ।

জ্যোতিষশাস্ত্রে এই পুজো করার কিছু নিয়ম আছে ৷ জ্যোতিষী রাহুল দে, এই পুজো পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় করা হয় ৷ ফলে পুজোর কিছু নিয়ম অবশ্যই মেনে চলা জরুরি ৷ তা না মানলে জীবনে হতে পারে মারাত্মক ক্ষতি ৷ সংসারে নামতে পারে সুখ-শান্তির অভাব ৷ তাই এই পুজো মানতে কিছু নিয়ম মেনে চলুন ৷ জেনে নিন, এই পুজোর সময় কী কী করবেন?

তিনি বলেন, "পুজোর দিন অবশ্যই নিরামিষ খাবার খাওয়া প্রয়োজন ৷ এছাড়াও বাড়িতে লাল রঙের বস্ত্র পরে বিপত্তারিণী পুজো করা প্রয়োজন ৷ এদিন বাড়ির পুরুষরা মহিলাদের অপমাণ করবেন না বা কোনও খারাপ কথাও বলবেন না ৷ এতে সংসারে খারাপ প্রভাব নিয়ে আসে ৷ এছাড়াও পুজো করার সময় দেবীর উপাদান সামগ্রী সবকিছুই 13টা করে অর্পন করা উচিত ৷ পুজো শেষ করার পর 13টা লুচি ও 13টা ফল আহার করতে হয় ৷ সবসময় মথায় রাখা প্রয়োজন পুজো কখনও অপরিষ্কার জায়গায় করা উচিত নয় ৷ এতে সংসারে সুখ শান্তি নষ্ট হয়ে যায় ৷"

বিপত্তারিণী পুজোয় লাল সুতোর ব্যবহার করা হয় । এই সুতো ভক্তরা হাতে বেঁধে থাকেন । সুতোটিতে 13টি গিঁট দেওয়া হয় । বলা হয় প্রতিটি গিঁটে দেবী দুর্গা থাকেন । তার সঙ্গে 13টি দূর্বা ঘাসও দেওয়া হয়ে থাকে । ভক্তরা বিশ্বাস করেন সুতোটি সমস্ত অমঙ্গল থেকে ভক্তকে দূরে রাখে ।

বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এরজন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন ৷

কলকাতা: পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় বিপত্তারিণী পুজো করেন বাড়ির মহিলারা। ধর্মীয় বিশ্বাস, এই পুজোয় মা আদ্যাশক্তিকে সন্তুষ্ট করতে পারলে নাকি সমস্ত বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায় । তাই শহর থেকে গ্রামে বিভিন্ন প্রান্তে আজও বিপত্তারিণী পুজো হয়ে থাকে ৷

বিপত্তারিণী পুজোয় কী করবেন জানালেন জ্যোতিষী (ইটিভি ভারত)

এই পুজো করেন বাড়ির মহিলারা ৷ আষাঢ় মাসের শুক্লপক্ষের শনি ও মঙ্গলবারে পালিত হয় দেবী বিপত্তারিণীর পুজো । প্রতি বছর রথযাত্রা ও উল্টোরথের মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়ে, সেই সময়ে বিপত্তারিণীর পুজো করা হয় । মা দুর্গার 108 রূপের মধ্য একটি হল বিপত্তারণী । হিন্দু শাস্ত্রমতে নিষ্ঠাভাবে পালন করা হয় ৷ এই পুজো করলে সব পাপ দূর হয় ও বিপদের হাত থেকে রক্ষা পাওয়া য়ায় বলে জানান জ্যোতিষী ।

জ্যোতিষশাস্ত্রে এই পুজো করার কিছু নিয়ম আছে ৷ জ্যোতিষী রাহুল দে, এই পুজো পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় করা হয় ৷ ফলে পুজোর কিছু নিয়ম অবশ্যই মেনে চলা জরুরি ৷ তা না মানলে জীবনে হতে পারে মারাত্মক ক্ষতি ৷ সংসারে নামতে পারে সুখ-শান্তির অভাব ৷ তাই এই পুজো মানতে কিছু নিয়ম মেনে চলুন ৷ জেনে নিন, এই পুজোর সময় কী কী করবেন?

তিনি বলেন, "পুজোর দিন অবশ্যই নিরামিষ খাবার খাওয়া প্রয়োজন ৷ এছাড়াও বাড়িতে লাল রঙের বস্ত্র পরে বিপত্তারিণী পুজো করা প্রয়োজন ৷ এদিন বাড়ির পুরুষরা মহিলাদের অপমাণ করবেন না বা কোনও খারাপ কথাও বলবেন না ৷ এতে সংসারে খারাপ প্রভাব নিয়ে আসে ৷ এছাড়াও পুজো করার সময় দেবীর উপাদান সামগ্রী সবকিছুই 13টা করে অর্পন করা উচিত ৷ পুজো শেষ করার পর 13টা লুচি ও 13টা ফল আহার করতে হয় ৷ সবসময় মথায় রাখা প্রয়োজন পুজো কখনও অপরিষ্কার জায়গায় করা উচিত নয় ৷ এতে সংসারে সুখ শান্তি নষ্ট হয়ে যায় ৷"

বিপত্তারিণী পুজোয় লাল সুতোর ব্যবহার করা হয় । এই সুতো ভক্তরা হাতে বেঁধে থাকেন । সুতোটিতে 13টি গিঁট দেওয়া হয় । বলা হয় প্রতিটি গিঁটে দেবী দুর্গা থাকেন । তার সঙ্গে 13টি দূর্বা ঘাসও দেওয়া হয়ে থাকে । ভক্তরা বিশ্বাস করেন সুতোটি সমস্ত অমঙ্গল থেকে ভক্তকে দূরে রাখে ।

বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এরজন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.