ETV Bharat / health

ডায়াবেটিস রোগীরা কি অ্যালকোহল পান করতে পারেন ? রইল চিকিৎসকের মতামত - Can Diabetics Drink Alcohol - CAN DIABETICS DRINK ALCOHOL

Alcohol for Diabetic Person: টাইপ 1 ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিস থাকলেও অনেকে বাড়িতে বা পাবে অ্যালকোহল পান করেন । মদ্য পানের অভ্যাস তাঁদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে গিয়েছে ৷ বহু ডায়াবেটিস রোগী জানেন না, তাঁরা অ্যালকোহল পান করতে পারবেন কি না ৷ রইল চিকিৎসকের মতামত ৷

Alcohol News
অ্যালকোহল পানের অসুবিধা (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 3:33 PM IST

কলকাতা: বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ একবার আক্রান্ত হলে সারাজীবন ধরে ভুগতে হয় ৷ এই রোগে সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়, নিয়ন্ত্রণে রাখা যায় শুধুমাত্র ৷ ডায়াবেটিসে আক্রান্তদের নিয়ম মেনে চলতে হয় ৷ খাওয়া দাওয়ার প্রতিও বিশেষ নজর দেওয়া প্রয়োজন ৷ এমনকী পানীয়ও ৷ অনেকেরই প্রশ্ন, ডায়েবেটিস রোগীরা কি অ্যালকোহল পান করতে পারেন ? পান করলে কী হবে ? জেনে নিন চিকিৎসকের মতামত ৷

জেনারেল ফিজিশিয়ান ডঃ এস মনোহর বলেন, "তাদের (ডায়াবেটিস রোগী) কোনও অবস্থাতেই অ্যালকোহল পান করা উচিত নয় । সতর্ক করা হয় যে ডায়াবেটিসে অ্যালকোহল পান করলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় ৷ কিছুজন মনে করেন অল্প পরিমাণ অ্যালকোহল পান করলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে ৷ এটি একটি কেবলই মিথ ৷"

তিনি আরও বলেন, "সাধারণত ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের স্নায়ুর ক্ষতির ঝুঁকি বেশি । এছাড়াও অ্যালকোহল পান করলে এই সমস্যা আরও খারাপ হয়ে যায় । আপনি যত বেশি সময় ধরে ডায়াবেটিসে ভুগবেন, স্নায়ুর ক্ষতি হওয়ার ঝুঁকি তত বেশি । এই কারণে অনেকে এই সমস্যায় অ্যালকোহল পান করলে অসাড়তা, জ্বালাপোড়া এবং স্নায়ুতে ঝিঁঝিঁর অনুভূতি হয় ৷ ফলে স্নায়ুগুলি অসাড় হয়ে যেতে পারে ৷"

তিনি আরও জানান, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের অ্যালকোহল পানের কারণে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি বেশি । 2018 সালে 'ডায়াবেটিস কেয়ার জার্নাল' (Diabetes Care)-এ প্রকাশিত একটি সমীক্ষায় গবেষকরা দেখেছেন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা যখন অ্যালকোহল পান করেন তাদের রক্তে শর্করার মাত্রা 30 শতাংশ বেড়ে যায় ৷

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ডায়াবেটিস রোগীদের জন্য যতটা সম্ভব অ্যালকোহল এড়িয়ে চলাই ভালো । এই জটিলতাগুলি এড়াতে নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয় । বিশেষ করে একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা জরুরি ।

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6761899/#:~:text=Conversely%2C%20research%20has%20indicated%20that,levels%20(i.e.%2C%20hyperglycemia).

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে)

কলকাতা: বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ একবার আক্রান্ত হলে সারাজীবন ধরে ভুগতে হয় ৷ এই রোগে সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়, নিয়ন্ত্রণে রাখা যায় শুধুমাত্র ৷ ডায়াবেটিসে আক্রান্তদের নিয়ম মেনে চলতে হয় ৷ খাওয়া দাওয়ার প্রতিও বিশেষ নজর দেওয়া প্রয়োজন ৷ এমনকী পানীয়ও ৷ অনেকেরই প্রশ্ন, ডায়েবেটিস রোগীরা কি অ্যালকোহল পান করতে পারেন ? পান করলে কী হবে ? জেনে নিন চিকিৎসকের মতামত ৷

জেনারেল ফিজিশিয়ান ডঃ এস মনোহর বলেন, "তাদের (ডায়াবেটিস রোগী) কোনও অবস্থাতেই অ্যালকোহল পান করা উচিত নয় । সতর্ক করা হয় যে ডায়াবেটিসে অ্যালকোহল পান করলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় ৷ কিছুজন মনে করেন অল্প পরিমাণ অ্যালকোহল পান করলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে ৷ এটি একটি কেবলই মিথ ৷"

তিনি আরও বলেন, "সাধারণত ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের স্নায়ুর ক্ষতির ঝুঁকি বেশি । এছাড়াও অ্যালকোহল পান করলে এই সমস্যা আরও খারাপ হয়ে যায় । আপনি যত বেশি সময় ধরে ডায়াবেটিসে ভুগবেন, স্নায়ুর ক্ষতি হওয়ার ঝুঁকি তত বেশি । এই কারণে অনেকে এই সমস্যায় অ্যালকোহল পান করলে অসাড়তা, জ্বালাপোড়া এবং স্নায়ুতে ঝিঁঝিঁর অনুভূতি হয় ৷ ফলে স্নায়ুগুলি অসাড় হয়ে যেতে পারে ৷"

তিনি আরও জানান, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের অ্যালকোহল পানের কারণে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি বেশি । 2018 সালে 'ডায়াবেটিস কেয়ার জার্নাল' (Diabetes Care)-এ প্রকাশিত একটি সমীক্ষায় গবেষকরা দেখেছেন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা যখন অ্যালকোহল পান করেন তাদের রক্তে শর্করার মাত্রা 30 শতাংশ বেড়ে যায় ৷

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ডায়াবেটিস রোগীদের জন্য যতটা সম্ভব অ্যালকোহল এড়িয়ে চলাই ভালো । এই জটিলতাগুলি এড়াতে নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয় । বিশেষ করে একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা জরুরি ।

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6761899/#:~:text=Conversely%2C%20research%20has%20indicated%20that,levels%20(i.e.%2C%20hyperglycemia).

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.