ETV Bharat / entertainment

ফের একসঙ্গে ঋত্বিক-অন্বেষা, 'এই পথ যদি না শেষ হয়' জুটিকে দেখুন এখানে - Anandi

Anandi Bengali Serial: জনপ্রিয় চ্যানেলে আসছে 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের জুটি ৷ প্রযোজনায় নীলাঞ্জনা সেনগুপ্ত। ফিরছে অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখোপাধ্যায়ের জুটি।

Etv Bharat
নতুন ধারাবাহিকে ঋত্বিক-অন্বেষা (PR Handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 21, 2024, 6:59 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের জুটি ফিরিয়ে আনছেন প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্ত। তাঁর নতুন প্রযোজনা সংস্থা 'নিনি চিনি'জ মাম্মা'জ প্রোডাকশন হাউজ'-এর হাত ধরে বাংলা টেলিভিশনের পর্দায় আসছে 'আনন্দী'। ফিরছে অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখোপাধ্যায়ের জুটি। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো দর্শকদের মন কেড়েছে ৷

ঋত্বিক এখানে ডাক্তার আর অন্বেষা নার্স। দুজনের দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা। এই আলাদা মেরুর দুই মানুষ কীভাবে জুড়ে যান তারই গল্প বোনা রয়েছে এই ধারাবাহিকে। ঝলকে দেখা যাচ্ছে ঋত্বিক ডাক্তার হয়েও কোনও ভাবেই তার ঠাম্মিকে একটি জরুরি ইনজেকশন দিতে পারছেন না। এদিকে এই ইনজেকশন দেওয়া জরুরি, তাঁকে সুস্থ করার জন্য। তাই ঋত্বিক ঠিক করেন সে নিজে না পারলেও এই কাজের জন্য নার্স রাখবেন যে ঠাম্মির দেখাশোনা করবেন।

ওদিকে ঠাম্মির নার্স নয় চাই নাতবৌ। তাতেই নাকি তিনি ভালো হয়ে যাবেন। আনন্দী নামের এক নার্স রাজি হন ঠাম্মিকে সেবা করতে। কারণ তাঁর টাকার দরকার। ঠাম্মিকে খেলার ছলে তিনি জরুরী ইনজেকশনটা দিয়ে দেন। তাতেই মুগ্ধ হন ঋত্বিক। এরপর কোনদিকে এগোবে দুজনের জীবন? জানা যাবে ধারাবাহিকের পরতে পরতে।

Anandi Bengali Serial
ধারাবাহিক প্রযোজনায় নীলাঞ্জনা সেনগুপ্ত (PR Handout)

প্রসঙ্গত, 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকে অন্বেষা-ঋত্বিক জুটি ব্যাপক সাড়া ফেলেছিল দর্শক মহলে। এরপর তাঁরা আলাদা আলাদা ধারাবাহিকে পাড়ি দিলেও ফের আবার একসঙ্গে। এই ধারাবাহিকে নেগেটিভ রোলে দেখা যাবে রূপা ভট্টাচার্যকে। 23 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধে সাড়ে 6টার স্লটে আসছে 'আনন্দী'। মিষ্টি পরিবারের গল্প দেখার অপেক্ষায় দর্শকরাও ৷

কলকাতা, 21 সেপ্টেম্বর: 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের জুটি ফিরিয়ে আনছেন প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্ত। তাঁর নতুন প্রযোজনা সংস্থা 'নিনি চিনি'জ মাম্মা'জ প্রোডাকশন হাউজ'-এর হাত ধরে বাংলা টেলিভিশনের পর্দায় আসছে 'আনন্দী'। ফিরছে অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখোপাধ্যায়ের জুটি। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো দর্শকদের মন কেড়েছে ৷

ঋত্বিক এখানে ডাক্তার আর অন্বেষা নার্স। দুজনের দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা। এই আলাদা মেরুর দুই মানুষ কীভাবে জুড়ে যান তারই গল্প বোনা রয়েছে এই ধারাবাহিকে। ঝলকে দেখা যাচ্ছে ঋত্বিক ডাক্তার হয়েও কোনও ভাবেই তার ঠাম্মিকে একটি জরুরি ইনজেকশন দিতে পারছেন না। এদিকে এই ইনজেকশন দেওয়া জরুরি, তাঁকে সুস্থ করার জন্য। তাই ঋত্বিক ঠিক করেন সে নিজে না পারলেও এই কাজের জন্য নার্স রাখবেন যে ঠাম্মির দেখাশোনা করবেন।

ওদিকে ঠাম্মির নার্স নয় চাই নাতবৌ। তাতেই নাকি তিনি ভালো হয়ে যাবেন। আনন্দী নামের এক নার্স রাজি হন ঠাম্মিকে সেবা করতে। কারণ তাঁর টাকার দরকার। ঠাম্মিকে খেলার ছলে তিনি জরুরী ইনজেকশনটা দিয়ে দেন। তাতেই মুগ্ধ হন ঋত্বিক। এরপর কোনদিকে এগোবে দুজনের জীবন? জানা যাবে ধারাবাহিকের পরতে পরতে।

Anandi Bengali Serial
ধারাবাহিক প্রযোজনায় নীলাঞ্জনা সেনগুপ্ত (PR Handout)

প্রসঙ্গত, 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকে অন্বেষা-ঋত্বিক জুটি ব্যাপক সাড়া ফেলেছিল দর্শক মহলে। এরপর তাঁরা আলাদা আলাদা ধারাবাহিকে পাড়ি দিলেও ফের আবার একসঙ্গে। এই ধারাবাহিকে নেগেটিভ রোলে দেখা যাবে রূপা ভট্টাচার্যকে। 23 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধে সাড়ে 6টার স্লটে আসছে 'আনন্দী'। মিষ্টি পরিবারের গল্প দেখার অপেক্ষায় দর্শকরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.