ETV Bharat / entertainment

সুন্দরী হতে নাক-ঠোঁটের প্লাস্টিক সার্জারি করিয়েছেন, স্বীকারোক্তি এই বলি তারকাদের - World Plastic Surgery Day 2024 - WORLD PLASTIC SURGERY DAY 2024

Bollywood Celeb on Plastic Surgery: 15 জুলাই ওয়ার্ল্ড প্লাস্টিক সার্জারি দিবস ৷ আজকের দিনে ফিরে দেখা যাক, সেই সব বলিউড তারকাদের দিকে, যাঁরা সুন্দর হওয়ার জন্য কসমেটিক সার্জারি করিয়েছেন ৷ প্রতিবছর যেভাবে রূপ ধরে রাখতে এবং নিখুঁত দেখাতে যেভাবে কসমেটিক সার্জারির পরিমাণ বাড়ছে, সেখানে ভারত দাঁড়িয়ে রয়েছে সপ্তম স্থানে ৷

Bollywood Celeb on Plastic Surgery
যেসকল তারকারা কসমেটিক সার্জারি করিয়েছেন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 15, 2024, 6:42 PM IST

হায়দরাবাদ, 15 জুলাই: বিশ্বজুড়ে পালিত হচ্ছে প্লাস্টিক সার্জারি দিবস ৷ জানা যায়, শতবর্ষ আগে ভারতেই নাকি এই ধরনের সার্জারির চল শুরু হয়েছিল ৷ তবে সুন্দর হওয়ার দৌড়ে যেভাবে প্রতিযোগিতা বেড়েছে এখন এই ধরনের সার্জারি বিদেশের মাটিতে হচ্ছে আরও বেশি করে ৷ বলিউডের একাধিক তারকা যেমন প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা, শিল্পা শেট্টির মতো অভিনেত্রীরা কসমেটিক সার্জারি করিয়েছেন ৷ আগে এ নিয়ে তারকারা মুখে কুলুপ আঁটলেও এখন রাখঢাক না-করে সার্জারি নিয়ে মুখ খোলেন সেলেবরা ৷

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস: প্রাক্তন মিস ওয়ার্ল্ড তথা গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া স্বীকার করেছেন তিনি রাইনোপ্লাস্টি (Rhinoplasty) করিয়েছেন ৷ অর্থাৎ তিনি নাকের শেপ ও সাইজ সার্জারির মাধ্যমে পরিবর্তন করেছেন ৷ দ্য হাওয়ার্ড স্টার্ন শোয়ে দেশি গার্ল এমন মন্তব্য করেন ৷ তিনি জানান, 2000 সালের শুরুতে এক চিকিৎসক তাঁর নাকের ভিতরে থাকা পলিপ অপারেশনের পরামর্শ দেন ৷ তারপরেই তিনি নাকের অস্ত্রোপচার করেন ৷

অনুষ্কা শর্মা: এক আন্তর্জাতিক ম্যাগাজিনে সাক্ষাৎকারে অনুষ্কা শর্মা স্বীকার করেন তিনি লিপ জব করিয়েছেন ৷ অর্থাৎ ঠোঁট মোটা দেখানোর জন্য তিনি লিপ ফিলার করিয়েছেন ৷

শিল্পা শেট্টি: 2000 সালে প্রভু চাওলার 'সিধি বাত' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি ৷ সেই সাক্ষাৎকারে তিনি জানান, নাকের সার্জারি তিনি করিয়েছেন ৷

রাখি সাওয়ান্ত: বিতর্ক ও খবরের শিরোনামে থাকা রাখি সাওয়ান্তও সৌন্দর্য বাড়াতে সাহায্য নিয়েছেন প্লাস্টিক সার্জারির ৷ শরীরের বিভিন্ন অংশে তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছেন বলে স্বীকার করেছেন ৷

কঙ্গনা রানাওয়াত: ৷ বলিউড কুইন কঙ্গনা ৷ করণ জোহরের টক শো কফি উইথ করণ-এ উপস্থিত হয়ে তিনিও কসমেটিক সার্জারি করিয়েছেন বলে জানান ৷

শ্রুতি হাসান: দক্ষিণী তারকা শ্রুতি হাসানও রয়েছেন এই তালিকায় যিনি সকলের সামনেই এই ধরনের সার্জারির কথা খোলা মনে বলেছেন ৷ কমল হাসানের মেয়ে মুখমণ্ডল সুন্দর করার জন্য চিবুক, নাক ও ঠোঁটের সার্জারি করান ৷

তবে এই ধরনের সার্জারিতে যেমন সুবিধা রয়েছে তেমনই রয়েছে ঝুঁকি ৷ এক একজনের স্বাস্থ্য এক একরকম ৷ ফলে এই সার্জারি শরীরে আলাদা প্রভাব ফেলে ৷ তাই সঠিক চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের সার্জারি ক্ষতি করতে পারে ৷

হায়দরাবাদ, 15 জুলাই: বিশ্বজুড়ে পালিত হচ্ছে প্লাস্টিক সার্জারি দিবস ৷ জানা যায়, শতবর্ষ আগে ভারতেই নাকি এই ধরনের সার্জারির চল শুরু হয়েছিল ৷ তবে সুন্দর হওয়ার দৌড়ে যেভাবে প্রতিযোগিতা বেড়েছে এখন এই ধরনের সার্জারি বিদেশের মাটিতে হচ্ছে আরও বেশি করে ৷ বলিউডের একাধিক তারকা যেমন প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা, শিল্পা শেট্টির মতো অভিনেত্রীরা কসমেটিক সার্জারি করিয়েছেন ৷ আগে এ নিয়ে তারকারা মুখে কুলুপ আঁটলেও এখন রাখঢাক না-করে সার্জারি নিয়ে মুখ খোলেন সেলেবরা ৷

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস: প্রাক্তন মিস ওয়ার্ল্ড তথা গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া স্বীকার করেছেন তিনি রাইনোপ্লাস্টি (Rhinoplasty) করিয়েছেন ৷ অর্থাৎ তিনি নাকের শেপ ও সাইজ সার্জারির মাধ্যমে পরিবর্তন করেছেন ৷ দ্য হাওয়ার্ড স্টার্ন শোয়ে দেশি গার্ল এমন মন্তব্য করেন ৷ তিনি জানান, 2000 সালের শুরুতে এক চিকিৎসক তাঁর নাকের ভিতরে থাকা পলিপ অপারেশনের পরামর্শ দেন ৷ তারপরেই তিনি নাকের অস্ত্রোপচার করেন ৷

অনুষ্কা শর্মা: এক আন্তর্জাতিক ম্যাগাজিনে সাক্ষাৎকারে অনুষ্কা শর্মা স্বীকার করেন তিনি লিপ জব করিয়েছেন ৷ অর্থাৎ ঠোঁট মোটা দেখানোর জন্য তিনি লিপ ফিলার করিয়েছেন ৷

শিল্পা শেট্টি: 2000 সালে প্রভু চাওলার 'সিধি বাত' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি ৷ সেই সাক্ষাৎকারে তিনি জানান, নাকের সার্জারি তিনি করিয়েছেন ৷

রাখি সাওয়ান্ত: বিতর্ক ও খবরের শিরোনামে থাকা রাখি সাওয়ান্তও সৌন্দর্য বাড়াতে সাহায্য নিয়েছেন প্লাস্টিক সার্জারির ৷ শরীরের বিভিন্ন অংশে তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছেন বলে স্বীকার করেছেন ৷

কঙ্গনা রানাওয়াত: ৷ বলিউড কুইন কঙ্গনা ৷ করণ জোহরের টক শো কফি উইথ করণ-এ উপস্থিত হয়ে তিনিও কসমেটিক সার্জারি করিয়েছেন বলে জানান ৷

শ্রুতি হাসান: দক্ষিণী তারকা শ্রুতি হাসানও রয়েছেন এই তালিকায় যিনি সকলের সামনেই এই ধরনের সার্জারির কথা খোলা মনে বলেছেন ৷ কমল হাসানের মেয়ে মুখমণ্ডল সুন্দর করার জন্য চিবুক, নাক ও ঠোঁটের সার্জারি করান ৷

তবে এই ধরনের সার্জারিতে যেমন সুবিধা রয়েছে তেমনই রয়েছে ঝুঁকি ৷ এক একজনের স্বাস্থ্য এক একরকম ৷ ফলে এই সার্জারি শরীরে আলাদা প্রভাব ফেলে ৷ তাই সঠিক চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের সার্জারি ক্ষতি করতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.