হায়দরাবাদ, 28 জুলাই: টেকনিশিয়ান স্টুডিয়োতে এখন বন্ধ লাইট ক্যামেরা অ্যাকশন ৷ রিলে নয় বরং রিয়েলে অ্যাকশন চলছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে ফেডারেশনের ৷ ইতিমধ্যেই ডিরেক্টর্স গিল্ড প্রতিবাদে সরব হয়েছে ৷ এবার পরিচালকের পাশে দাঁড়াল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম ৷ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিক, কার্যকরী সভাপতি জিৎ ও সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়ের তরফে সমস্যার দ্রুত সমাধান যাতে হয়, সেই বিষয় উল্লেখ করা হয়েছে ৷
এদিন প্রেস বিবৃতিতে বলা হয়েছে, "আপনারা সকলেই অবগত আছেন যে সম্প্রতি শুটিং সংক্রান্ত কিছু অনভিপ্রেত সমস্যার সৃষ্টি হয়েছে এবং তার ফলস্বরূপ আমাদের কাজ ব্যাহত হওয়ার আশু সম্ভাবনা রয়েছে। আজকের পরিস্থিতিতে আমরা কোনওভাবেই শুটিং ব্যাহত হোক চাই না। আমরা সকল সংশ্লিষ্ট সংস্থা বা ব্যক্তির কাছে আবেদন রাখছি, অবিলম্বে আলোচনার মাধ্যমে আপনাদের সমস্ত মতানৈক্যের অবসান ঘটান এবং কর্মক্ষেত্রে সুস্থতা ফিরিয়ে আনুন ৷
বিবৃতিতে আরও বলা হয়েছে, "ফিল্ম, টেলিভিশন ও ওটিটি মাধ্যমের সমস্ত শিল্পী, কলাকুশলী, প্রযোজক, পরিবেশক, ও সংশ্লিষ্ট অন্য সকলের স্বার্থে এই অচলাবস্থার সত্ত্বর অবসান হওয়া উচিত ৷ প্রয়োজনে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম সকল ভিন্নমতাবলম্বীদের মাঝে মধ্যস্থতাকারীর দায়িত্ব নিয়ে সমাধান সূত্রের খোঁজে অগ্রণী ভূমিকা নিতে প্রস্তুত ৷ আমরা চাই প্রত্যেক শিল্পী, কলাকুশলী, প্রযোজক, পরিবেশক প্রভৃতি যেন যথাযোগ্য সম্মান-সহ স্বক্ষেত্রে কাজ চালিয়ে যেতে পারেন এবং কোনওরকম অসহযোগিতার সম্মুখীন না হন ৷"
বিবৃতিতে সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা জিৎ, আবির চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা-সহ আরও অনেক শিল্পী৷ শনিবার রাত পর্যন্ত ফেডারেশন নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল ৷ এখন দেখা যাক, সমাধানের কোনও পথ আগামীতে বেরোয় কি না ৷