মুম্বই, 28 ফেব্রুয়ারি: রণবীর সিং আর তাঁর পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা যেন একে অপরের পরিপূরক ৷ শুধুমাত্র অভিনয়গুণের জন্য নয়, 'গাল্লিবয়' প্রশংসিত তাঁর অনন্য ড্রেসিং সেন্সের জন্যেও ৷ অভিনেতার আসন্ন ছবি 'ডন 3' ৷ শাহরুখ খানের পরিবর্তে এবার রণবীর সিং যে ফারহান আখতারের 'ডন' হচ্ছেন সেকথা সিনে অনুরাগীদের অজানা নয়। তাঁর সঙ্গে কিয়ারা আদবানিও যে 'ডন 2' ছবিতে অভিনয় করছেন, তাও ঘোষণা হয়ে গিয়েছে ৷ তবে ছবির শুটিংয়ের আগে নায়ক রণবীর ডন অবতারে ধরা দিলেন ৷ সম্প্রতি পুরো 'ব্ল্যাকবয়' হয়ে বিমানবন্দরে দেখা গিয়েছে রিলের 'পেশোয়া বাজিরাও'কে ৷
মঙ্গলবার রাতে মুম্বইয়ে ফেরার পথে বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন তিনি ৷ শেয়ার হওয়া একটি ভিডিয়োয় অভিনেতাকে কালো সোয়েটপ্যান্ট এবং ম্যাচিং করা সাধারণ টি-শার্ট পরে থাকতে দেখা গিয়েছে। টি-শার্টের ওপরে রণবীর মখমলের হুডিও পরেছিলেন ৷ তাতে তিনি মাথাও ঢেকে রাখেন ৷ সঙ্গে কালো মাস্ক এবং একইরঙা চশমাও দিয়েছিলেন চোখে। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' অভিনেতার হাতে ছিল একটি হ্যান্ডব্যাগ আর পায়ে ছিল সাধারণ সাদা স্নিকার। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিয়ে গাড়িতে উঠে চলে যান তিনি।
রণবীর সিং পাপারাৎজিদের থেকে এড়িয়ে যেতে চাইলেও পারেননি ৷ তাঁর স্বভাব এবং ব্যবহারে এক লহমায় তিনি যে রণবীর সিং তা ক্যামেরা বুঝে যায় ৷ বি-টাউনের সঙ্গে সম্পর্কিত জনপ্রিয় একটি পেজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করা ওই ভিডিয়োতে রণবীরের এই দৃশ্য দেখার পরে অনুরাগীরা কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছেন ৷ অনুরাগীরা লিখেছেন, "ডন 3-র জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা ৷"
উল্লেখ্য, বলিউডে প্রথম 'ডন' হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন অমিতাভ বচ্চন। পরে তাঁকে সরিয়ে ডনের চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। তাঁকে ডন ফ্র্যাঞ্চাইজির দু'টো ছবিতে নাম ভূমিকায় দেখা গিয়েছিল। ছবিদু'টি 2006 এবং 2011 সালে মুক্তি পায়। এরপর এত বছরের গ্যাপে যখন আবারও ডন আসছে তখন সেখানে থাকছেন না শাহরুখ। তাঁকে সরিয়ে, সেই জায়গায় আসছেন রণবীর সিং। শোনা যাচ্ছে, মার্চ মাস থেকে ছবির শুটিং শুরু হতে চলেছে ৷
আরও পড়ুন: