ETV Bharat / entertainment

প্রথম ভারতীয় সিনেমা হিসাবে ইতিহাস গড়ল বিজয়-ম্রুণালের 'ফ্যামিলি স্টার' - Family Star Makes History - FAMILY STAR MAKES HISTORY

Family Star: মুক্তির আগেই ইতিহাস গড়ল বিজয় দেবেরকোন্ডা এবং ম্রুণাল ঠাকুরের আসন্ন ছবি ৷ প্রথম ভারতীয় সিনেমা হিসাবে এই মাইলফলক ছুঁল 'ফ্যামিলি স্টার' ৷ 4 এপ্রিল উরুগুয়ে ও 5 এপ্রিল ভারতে মুক্তি পাবে ছবিটি ৷

Family Star
Family Star
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 12:00 PM IST

হায়দরাবাদ, 3 এপ্রিল: প্রথমবার লাতিন আমেরিকার দেশ উরুগুয়েতে মুক্তি পেতে চলেছে কোনও ভারতীয় ছবি ৷ বিজয় দেবেরকোন্ডা এবং ম্রুণাল ঠাকুর অভিনীত 'ফ্যামিলি স্টার' আগামী 4 এপ্রিল উরুগুয়ের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি ৷ আর এই মাইলফলকের মাধ্যমেই প্রথম ভারতীয় সিনেমা হিসাবে ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে বিজয়-ম্রুণালের ফ্যামিলি স্টার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

পরশুরাম পেটলা পরিচালিত এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহের শেষ নেই ৷ বিশ্বব্যাপী মুক্তি পাবে 'ফ্যামিলি স্টার' ৷ আর এই তালিকায় এবার যুক্ত হল উরুগুয়ের নাম ৷ সোশাল মিডিয়ায় ছবির নির্মাতারা এই মাইলফলক ছোঁয়ার কথা ঘোষণা করেছেন। উরুগুয়ে এবং ভারতের মধ্যে সম্পর্কের উন্নতির কারণেই এটি অর্জন করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে ৷ বিশেষ করে অডিয়োভিজ্যুয়াল সেক্টরে দুই দেশ সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে । 2023 সালের মার্চ মাসে ভারতে উরুগুয়ের রাষ্ট্রদূত এই সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন ৷ যার লক্ষ্য ছিল দুই দেশের চলচ্চিত্র শিল্পের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ফ্যামিলি স্টার ভারতে 5 এপ্রিল মুক্তি পাবে ৷ এর একদিন আগে উরুগুয়েতে রুপোলি পর্দায় ছবিটির স্বাদ নেবেন দর্শক । এই ছবি নিয়ে এখনও প্রচারে ব্যস্ত বিজয় দেবেরকোন্ডা এবং ম্রুণাল ঠাকুর ৷ প্রচারে কোনও খামতি রাখতে চান না তাঁরা ৷ প্রচারে গিয়ে 'ফ্যামিলি স্টারে'র গানের তালে নাচতে দেখা গিয়েছে দুই তারকাকে ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এরকম অনেক ভিডিয়ো, যা অনুরাগীদের ছবিটি নিয়ে আরও আকাঙ্খা বাড়িয়ে দিয়েছে ৷

ট্রেলার প্রকাশের পরে ছবির নির্মাতারা সম্প্রতি 'দেখো রে দেখো' গানটির লিরিক্যাল ভিডিয়ো সামনে এনেছেন । 'নন্দনন্দনা', 'কল্যাণী ভাচ্চা ভাচ্চা' এবং 'মধুরামু কাধা'র মতো ফ্যামিলি স্টারের গানগুলি ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছে ৷ 2024 সালের হিট ছবি হতে চলেছে 'ফ্যামিলি স্টার' বলে মনে করছেন অনুরাগীরা ৷

'ফ্যামিলি স্টারে'র জন্য অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে ৷ টাকার হিসাব করা এখনও বাকি । বিজয় এবং ম্রুণাল ছাড়াও ছবিটিতে দেখা যাবে বাসুকি, অভিনয়া, রবি বাবু, ভেনেলা কিশোর, রোহিনী হাত্তাঙ্গাদি, এবং রশ্মিকা মান্দানার মতো নামকরা অভিনেতাদের । শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্সের দিল রাজু ছবিটি প্রযোজনা করেছেন ৷ সঙ্গীত দিয়েছেন গোপী সুন্দর ৷ বক্স অফিসে 'ফ্যামিলি স্টার' কতটা প্রভাব ফেলতে পারে এখন তারই অপেক্ষা ৷

আরও পড়ুন:

  1. প্রকাশ্যে 'ফ্যামিলি স্টার' ট্রেলার, বিজয়-ম্রুণালের কেমিষ্টি দেখতে আগ্রহী অনুরাগীরা
  2. জন্মদিনে বিশেষ উপহার, প্রকাশ্যে অজয়ের 'ময়দান' ফাইনাল ট্রেলার
  3. হাঁটুর বয়সি মেয়ের প্রেমের ফাঁদে অম্বরীশ ! রাজি অভিনেত্রীও

হায়দরাবাদ, 3 এপ্রিল: প্রথমবার লাতিন আমেরিকার দেশ উরুগুয়েতে মুক্তি পেতে চলেছে কোনও ভারতীয় ছবি ৷ বিজয় দেবেরকোন্ডা এবং ম্রুণাল ঠাকুর অভিনীত 'ফ্যামিলি স্টার' আগামী 4 এপ্রিল উরুগুয়ের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি ৷ আর এই মাইলফলকের মাধ্যমেই প্রথম ভারতীয় সিনেমা হিসাবে ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে বিজয়-ম্রুণালের ফ্যামিলি স্টার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

পরশুরাম পেটলা পরিচালিত এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহের শেষ নেই ৷ বিশ্বব্যাপী মুক্তি পাবে 'ফ্যামিলি স্টার' ৷ আর এই তালিকায় এবার যুক্ত হল উরুগুয়ের নাম ৷ সোশাল মিডিয়ায় ছবির নির্মাতারা এই মাইলফলক ছোঁয়ার কথা ঘোষণা করেছেন। উরুগুয়ে এবং ভারতের মধ্যে সম্পর্কের উন্নতির কারণেই এটি অর্জন করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে ৷ বিশেষ করে অডিয়োভিজ্যুয়াল সেক্টরে দুই দেশ সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে । 2023 সালের মার্চ মাসে ভারতে উরুগুয়ের রাষ্ট্রদূত এই সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন ৷ যার লক্ষ্য ছিল দুই দেশের চলচ্চিত্র শিল্পের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ফ্যামিলি স্টার ভারতে 5 এপ্রিল মুক্তি পাবে ৷ এর একদিন আগে উরুগুয়েতে রুপোলি পর্দায় ছবিটির স্বাদ নেবেন দর্শক । এই ছবি নিয়ে এখনও প্রচারে ব্যস্ত বিজয় দেবেরকোন্ডা এবং ম্রুণাল ঠাকুর ৷ প্রচারে কোনও খামতি রাখতে চান না তাঁরা ৷ প্রচারে গিয়ে 'ফ্যামিলি স্টারে'র গানের তালে নাচতে দেখা গিয়েছে দুই তারকাকে ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এরকম অনেক ভিডিয়ো, যা অনুরাগীদের ছবিটি নিয়ে আরও আকাঙ্খা বাড়িয়ে দিয়েছে ৷

ট্রেলার প্রকাশের পরে ছবির নির্মাতারা সম্প্রতি 'দেখো রে দেখো' গানটির লিরিক্যাল ভিডিয়ো সামনে এনেছেন । 'নন্দনন্দনা', 'কল্যাণী ভাচ্চা ভাচ্চা' এবং 'মধুরামু কাধা'র মতো ফ্যামিলি স্টারের গানগুলি ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছে ৷ 2024 সালের হিট ছবি হতে চলেছে 'ফ্যামিলি স্টার' বলে মনে করছেন অনুরাগীরা ৷

'ফ্যামিলি স্টারে'র জন্য অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে ৷ টাকার হিসাব করা এখনও বাকি । বিজয় এবং ম্রুণাল ছাড়াও ছবিটিতে দেখা যাবে বাসুকি, অভিনয়া, রবি বাবু, ভেনেলা কিশোর, রোহিনী হাত্তাঙ্গাদি, এবং রশ্মিকা মান্দানার মতো নামকরা অভিনেতাদের । শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্সের দিল রাজু ছবিটি প্রযোজনা করেছেন ৷ সঙ্গীত দিয়েছেন গোপী সুন্দর ৷ বক্স অফিসে 'ফ্যামিলি স্টার' কতটা প্রভাব ফেলতে পারে এখন তারই অপেক্ষা ৷

আরও পড়ুন:

  1. প্রকাশ্যে 'ফ্যামিলি স্টার' ট্রেলার, বিজয়-ম্রুণালের কেমিষ্টি দেখতে আগ্রহী অনুরাগীরা
  2. জন্মদিনে বিশেষ উপহার, প্রকাশ্যে অজয়ের 'ময়দান' ফাইনাল ট্রেলার
  3. হাঁটুর বয়সি মেয়ের প্রেমের ফাঁদে অম্বরীশ ! রাজি অভিনেত্রীও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.