ETV Bharat / entertainment

বক্সঅফিস লড়াইয়ে ইয়ামি-বিদ্যুৎ, প্রথম তিন দিনে বাজিমাত কার

Crakk vs Article 370 Box Office Day 3: বক্সঅফিসে একই দিনে মুক্তি পেয়েছে সত্য ঘটনা অবলম্বনে আর্টিকেল 370 ও স্পোর্টস অ্যাকশন ছবি ক্র্যাক ৷ 3 দিনের মাথায় কে রইল এগিয়ে, কেইবা পিছিয়ে?

Etv Bharat
বক্সঅফিস লড়াইয়ে ইয়ামি-বিদ্যুৎ
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 2:22 PM IST

হায়দরাবাদ, 26 ফেব্রুয়ারি: বক্সঅফিসে একসঙ্গে ছবির লড়াই নতুন বিষয় নয় ৷ তবে কোন ছবি দর্শক দরবারে হিট হল, সেটাই আসল বিষয় ৷ 23 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে 'আর্টিকেল 370' ও 'ক্র্যাক' ৷ ইয়ামি গৌতম ও বিদ্যুৎ জামাল বক্সঅফিসে সম্মুখ সমরে ৷ তিনদিনের লড়াইয়ে এগিয়ে গিয়েছে ইয়ামি গৌতমের 'আর্টিকেল 370' ছবি ৷ পিছিয়ে গিয়েছে বিদ্যুৎ-এর অ্যাকশনাধর্মী 'ক্র্যাক' ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তিন দিনের মাথায় 'আর্টিকেল 370' আয় করেছে 9.5 কোটি টাকা ৷ সেই তুলনায় ক্র্যাকের ঘরে এসেছে মাত্র 2.4 কোটি টাকা ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী সুভাষ জামভালে পরিচালিত ইয়ামি গৌতম অভিনীত আর্টিকেল 370 রবিবার পর্যন্ত মোট আয় করেছে 22.8 কোটি টাকা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের তরফে জম্মু-কাশ্মীরের আর্টিকেল 370 রোধ করার উপরেই তৈরি হয়েছে এই ছবি ৷ প্রথমদিন এই ছবি ঘরে তুলেছে 5.9 কোটি টাকা ৷ অন্যদিকে, ক্র্যাক সেই জায়গায় আয় করেছে 4.25 কোটি টাকা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুক্তির পর থেকে ইয়ামি গৌতমের ছবি দর্শক মহলে যেমন প্রশংসিত হয়েছে তেমনই তা বক্সঅফিসে ধীরে ধীরে ছাপও ফেলছে ৷ রবিবার বক্সঅফিসে এই ছবির আয় হয়েছে 9.5 কোটি টাকা ৷ এর আগের দিন অর্থাৎ শনিবার আয় হয়েছে 7.5 কোটি টাকা ৷ অর্থাৎ দ্বিতীয় দিন 28.38 শতাংশ আয় ছিল 'আর্টিকেল 370' ছবির ৷ রবিবার সেই শতাংশ বেড়েছে 33.79-এ ৷ অন্যদিকে, 'ক্র্যাক' রবিবার আয় করেছে 2.4 কোটি টাকা ৷ সব মিলিয়ে ছবির আয় মাত্র 8.8 কোটি টাকা ৷ বিদ্যুৎ জামালের এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অর্জুন রামপাল, নোরা ফতেহি ও অ্যামি জ্যাকসনকে ৷

আরও পড়ুন

1. প্রযোজকের ভূমিকায় প্রিয়াঙ্কা, অস্কার মনোনীত তথ্যচিত্রের ঘোষণা করে জানালেন 'দেশি গার্ল'

2. জন সিনার কণ্ঠে 'ভোলি সি সুরত', শুনে ডব্লুডব্লুই সুপারস্টারকে কী বললেন শাহরুখ?

3. এসএজি অ্যাওয়ার্ডসেও 'ওপেনহাইমারে'র জয়জয়কার, একনজরে দেখে নিন বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

হায়দরাবাদ, 26 ফেব্রুয়ারি: বক্সঅফিসে একসঙ্গে ছবির লড়াই নতুন বিষয় নয় ৷ তবে কোন ছবি দর্শক দরবারে হিট হল, সেটাই আসল বিষয় ৷ 23 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে 'আর্টিকেল 370' ও 'ক্র্যাক' ৷ ইয়ামি গৌতম ও বিদ্যুৎ জামাল বক্সঅফিসে সম্মুখ সমরে ৷ তিনদিনের লড়াইয়ে এগিয়ে গিয়েছে ইয়ামি গৌতমের 'আর্টিকেল 370' ছবি ৷ পিছিয়ে গিয়েছে বিদ্যুৎ-এর অ্যাকশনাধর্মী 'ক্র্যাক' ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তিন দিনের মাথায় 'আর্টিকেল 370' আয় করেছে 9.5 কোটি টাকা ৷ সেই তুলনায় ক্র্যাকের ঘরে এসেছে মাত্র 2.4 কোটি টাকা ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী সুভাষ জামভালে পরিচালিত ইয়ামি গৌতম অভিনীত আর্টিকেল 370 রবিবার পর্যন্ত মোট আয় করেছে 22.8 কোটি টাকা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের তরফে জম্মু-কাশ্মীরের আর্টিকেল 370 রোধ করার উপরেই তৈরি হয়েছে এই ছবি ৷ প্রথমদিন এই ছবি ঘরে তুলেছে 5.9 কোটি টাকা ৷ অন্যদিকে, ক্র্যাক সেই জায়গায় আয় করেছে 4.25 কোটি টাকা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুক্তির পর থেকে ইয়ামি গৌতমের ছবি দর্শক মহলে যেমন প্রশংসিত হয়েছে তেমনই তা বক্সঅফিসে ধীরে ধীরে ছাপও ফেলছে ৷ রবিবার বক্সঅফিসে এই ছবির আয় হয়েছে 9.5 কোটি টাকা ৷ এর আগের দিন অর্থাৎ শনিবার আয় হয়েছে 7.5 কোটি টাকা ৷ অর্থাৎ দ্বিতীয় দিন 28.38 শতাংশ আয় ছিল 'আর্টিকেল 370' ছবির ৷ রবিবার সেই শতাংশ বেড়েছে 33.79-এ ৷ অন্যদিকে, 'ক্র্যাক' রবিবার আয় করেছে 2.4 কোটি টাকা ৷ সব মিলিয়ে ছবির আয় মাত্র 8.8 কোটি টাকা ৷ বিদ্যুৎ জামালের এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অর্জুন রামপাল, নোরা ফতেহি ও অ্যামি জ্যাকসনকে ৷

আরও পড়ুন

1. প্রযোজকের ভূমিকায় প্রিয়াঙ্কা, অস্কার মনোনীত তথ্যচিত্রের ঘোষণা করে জানালেন 'দেশি গার্ল'

2. জন সিনার কণ্ঠে 'ভোলি সি সুরত', শুনে ডব্লুডব্লুই সুপারস্টারকে কী বললেন শাহরুখ?

3. এসএজি অ্যাওয়ার্ডসেও 'ওপেনহাইমারে'র জয়জয়কার, একনজরে দেখে নিন বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.