মুম্বই, 26 জুলাই: বেশ কয়েকমাস ধরে এই যুগলের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে ৷ সপ্তাহ খানেক আগে বিগ ফ্যাট ওয়েডিংয়ে বলিতারকাদের চাঁদের হাট বসলেও অর্জুন কাপুর ও মালাইকা আরোরাকে একসঙ্গে দেখা যায়নি ৷ তবে বলি তারকা অর্জুনকে ছবি-শিকারিরা ধরে ফেলেন ৷ তাই হয়তো বিচ্ছেদ-গুঞ্জন আরও জোরালো হয় তাঁদের ৷ কিন্তু শুক্রবার বিমানবন্দরে অর্জুন ও মালাইকাকে দেখা গেল একেবারে অন্য মুডে ৷ তবে কি কোনও উইকেন্ড প্ল্যান রয়েছে তারকা জুটির ?
মালাইকা ও অর্জুন কোথায় গেলেন ?
এদিন একসঙ্গে না-হলেও আলাদা আলাদা করে মালাইকা ও অর্জুনকে বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায় ৷ বৃষ্টিভেজা সকালে নাম প্রকাশ্যে না-আনা জায়গায় উড়ে যেতে মালাইকা বেছে নিয়েছিলেন, নীল রংয়ের কোট ও সাদা প্যান্ট। চোখে রোদচশমা। আর তার কিছুক্ষণ পরই বিমানবন্দরে ছবি-শিকারিদের সারপ্রাইজ দিতে হাজির হন অর্জুন ৷ তাঁর পরনে ছিল কালো টি-শার্ট ও কালো প্যান্ট ৷ এদৃৃশ্য দেখে নেটাগরিকরা বলছেন, সম্পর্ক মেরামত করতেই কোথাও যাচ্ছেন মালাইকা-অর্জুন ৷
মালাইকা-আরবাজ বিচ্ছেদ
19 বছরের দাম্পত্য জীবনে ইতি টেনে 2016 সালে বিচ্ছেদ হয় আরবাজ খান ও মালাইকা অরোরার। যদিও সন্তান আরহানের দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছেন তাঁরা। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর 12 বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মডেল-অভিনেত্রী মালাইকা। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না-খুললেও পরে তাঁরা আর কোনও লুকোচুরি করেননি ৷ আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে নানাভাবে সামাজিক হেনস্তার মুখে পড়তে হয়েছে মালাইকাকে ৷
গত কয়েকমাস ধরে ফের অর্জুন-মালাইকার সম্পর্কের ভাঙনের খবর উঠতে শুরু করে ৷ যা-নিয়ে দু'জনই বার কয়েক পোস্ট করেন সোশালে ৷ গুঞ্জনের রেশ আরও বাড়তে থাকে ৷ তবে এরই মাঝে আজ যুগলকে দেখা গেল ৷