ETV Bharat / entertainment

ভিকি-বিদ্যার 'বো ওয়ালা ভিডিয়ো' ভাইরাল! কী বলছে নেটপাড়া? - Vicky Vidya Ka Woh Wala Video - VICKY VIDYA KA WOH WALA VIDEO

Vicky Vidya Ka Woh Wala Video Trailer: শ্রদ্ধা কাপুরের সঙ্গে 'স্ত্রী' এখন অতীত ৷ এবার তৃপ্তি দিমরির সঙ্গে 'বো ওয়ালা ভিডিয়ো' সামনে আনলেন রাজকুমার রাও ৷ মুক্তি পেল 'ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিয়ো'-র ট্রেলার ৷ রাজকুমার-তৃপ্তির ভাইরাল ভিডিয়ো ঘিরে চর্চা তুঙ্গে ৷

Vicky Vidya Ka Woh Wala Video Trailer
'ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিয়ো'-র ট্রেলার প্রকাশ্যে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 12, 2024, 4:21 PM IST

হায়দরাবাদ, 12 সেপ্টেম্বর: রণবীর কাপুরের সঙ্গে অ্যানিম্যাল ছবিতে কাজ করার পর সেনসেশনাল তৃপ্তি দিমরি এখন বলিউডে শোরগোল ফেলে দিয়েছেন ৷ বুলবুল সিরিজের সেই অভিনেত্রী এখন প্রতিটি পরিচালকের প্রথম পছন্দ ৷ রাজকুমার রাও কম যান না ৷ সম্প্রতি তাঁর মুক্তি পাওয়া 'স্ত্রী 2' বড় প্রমাণ ৷ এই দুই তারকা যখন একসঙ্গে জুটি বাঁধেন তখন দর্শকদের প্রত্য়াশার পারদ চড়তেই থাকে ৷ অবশেষে প্রতীক্ষার অবসান ৷ মুক্তি পেল 'ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিয়ো'-র ট্রেলার ৷ রাজকুমার-তৃপ্তির এই ট্রেলার দেখে চমকে গিয়েছে নেটপাড়া ৷

ট্রেলার শুরু হয়েছে ভিকি অর্থাৎ রাজকুমার রাও ও তৃপ্তি দিমরিকে দিয়ে ৷ তাঁদের বিয়ের পর ঘনিষ্ঠ সময়ের ভিডিয়ো তাঁরা রেকর্ড করে রাখেন ৷ একসময় সেই সিডি চুরি হয়ে যায় ৷ যা খুঁজতে রীতিমত হিমশিম খেতে হয় সকলকে ৷ এর মাঝেই এন্ট্রি নেন আবার মল্লিকা শেরাওয়াত ৷ অনেকদিন পর স্ক্রিনে তাঁকে দেখে মুগ্ধ হতে হয় ৷ একদিকে ভিকি যেমন ভীতু অন্যদিকে বিদ্যা একজন স্বাধীনচেতা মহিলা ৷ স্বামী-স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হলেও তিনি ভয় পান না এতটুকু ৷ উলটে, সমাজের চোখ রাঙানি ও পরিবারের গালমন্দ খাওয়ার পরেও বিদ্যা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকেন যে সবকিছু ঠিক করে দেবেন ৷ ভিকি-বিদ্যা কীভাবে সবকিছু সামলে নিজেদের সম্মান রক্ষা করেন, তা নিয়েই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য ৷

ট্রেলারে একদিকে যেমন ধরা পড়েছে কৌতুক তেমনই রয়েছে ইমোশন-ড্রামা ৷ রয়েছে জুটির ধারালো সংলাপ ৷ বাড়তি পাওনা অবশ্যই রাজকুমারের কমেডি টাইমিং ৷ অন্যদিকে তৃপ্তিও যেন অভিনয়ের দিক থেকে বেশ পরিণত ৷ সম্মান রক্ষার্থে এক নারীর লড়াই, সেই সফরনামা ট্রেলারে ফুটিয়ে তুলতে সক্ষম অভিনেত্রী ৷ দারুণ সিনেমাটোগ্রাফি এবং অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর ছবির ট্রেলার দর্শকদের আকৃষ্ট করেছে ৷

রাজ শান্ডিল্যা ছবির পরিচালনা করেছেন ৷ আসলে কমেডির মোড়কে এই ছবি সমাজের একটা অন্ধকার দিক তুলে ধরার চেষ্টা করেছে ৷ সোশাল মিডিয়ায় যুগে একটা মিমস বা ভিডিয়ো ভাইরাল হতে বেশিক্ষণ লাগে না ৷ সেই ভিডিয়ো-ছবির সত্যতা যাচাই না করেই আমজনতা বিচারের কাঠগোড়ায় তুলতে থাকেন অভিযুক্তদের ৷ সেই সব কিছুকেই সহজভাবে দর্শকদের সামনে প্রতিস্থাপন করতে প্রস্তুত নির্মাতারা ৷ ছবি প্রযোজনা করেছেন টি-সিরিজের ভূষণ কুমার ৷ সেলুলয়েদের পর্দায় 'ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিয়ো' মুক্তি পাবে 11 অক্টোবর ৷

হায়দরাবাদ, 12 সেপ্টেম্বর: রণবীর কাপুরের সঙ্গে অ্যানিম্যাল ছবিতে কাজ করার পর সেনসেশনাল তৃপ্তি দিমরি এখন বলিউডে শোরগোল ফেলে দিয়েছেন ৷ বুলবুল সিরিজের সেই অভিনেত্রী এখন প্রতিটি পরিচালকের প্রথম পছন্দ ৷ রাজকুমার রাও কম যান না ৷ সম্প্রতি তাঁর মুক্তি পাওয়া 'স্ত্রী 2' বড় প্রমাণ ৷ এই দুই তারকা যখন একসঙ্গে জুটি বাঁধেন তখন দর্শকদের প্রত্য়াশার পারদ চড়তেই থাকে ৷ অবশেষে প্রতীক্ষার অবসান ৷ মুক্তি পেল 'ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিয়ো'-র ট্রেলার ৷ রাজকুমার-তৃপ্তির এই ট্রেলার দেখে চমকে গিয়েছে নেটপাড়া ৷

ট্রেলার শুরু হয়েছে ভিকি অর্থাৎ রাজকুমার রাও ও তৃপ্তি দিমরিকে দিয়ে ৷ তাঁদের বিয়ের পর ঘনিষ্ঠ সময়ের ভিডিয়ো তাঁরা রেকর্ড করে রাখেন ৷ একসময় সেই সিডি চুরি হয়ে যায় ৷ যা খুঁজতে রীতিমত হিমশিম খেতে হয় সকলকে ৷ এর মাঝেই এন্ট্রি নেন আবার মল্লিকা শেরাওয়াত ৷ অনেকদিন পর স্ক্রিনে তাঁকে দেখে মুগ্ধ হতে হয় ৷ একদিকে ভিকি যেমন ভীতু অন্যদিকে বিদ্যা একজন স্বাধীনচেতা মহিলা ৷ স্বামী-স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হলেও তিনি ভয় পান না এতটুকু ৷ উলটে, সমাজের চোখ রাঙানি ও পরিবারের গালমন্দ খাওয়ার পরেও বিদ্যা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকেন যে সবকিছু ঠিক করে দেবেন ৷ ভিকি-বিদ্যা কীভাবে সবকিছু সামলে নিজেদের সম্মান রক্ষা করেন, তা নিয়েই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য ৷

ট্রেলারে একদিকে যেমন ধরা পড়েছে কৌতুক তেমনই রয়েছে ইমোশন-ড্রামা ৷ রয়েছে জুটির ধারালো সংলাপ ৷ বাড়তি পাওনা অবশ্যই রাজকুমারের কমেডি টাইমিং ৷ অন্যদিকে তৃপ্তিও যেন অভিনয়ের দিক থেকে বেশ পরিণত ৷ সম্মান রক্ষার্থে এক নারীর লড়াই, সেই সফরনামা ট্রেলারে ফুটিয়ে তুলতে সক্ষম অভিনেত্রী ৷ দারুণ সিনেমাটোগ্রাফি এবং অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর ছবির ট্রেলার দর্শকদের আকৃষ্ট করেছে ৷

রাজ শান্ডিল্যা ছবির পরিচালনা করেছেন ৷ আসলে কমেডির মোড়কে এই ছবি সমাজের একটা অন্ধকার দিক তুলে ধরার চেষ্টা করেছে ৷ সোশাল মিডিয়ায় যুগে একটা মিমস বা ভিডিয়ো ভাইরাল হতে বেশিক্ষণ লাগে না ৷ সেই ভিডিয়ো-ছবির সত্যতা যাচাই না করেই আমজনতা বিচারের কাঠগোড়ায় তুলতে থাকেন অভিযুক্তদের ৷ সেই সব কিছুকেই সহজভাবে দর্শকদের সামনে প্রতিস্থাপন করতে প্রস্তুত নির্মাতারা ৷ ছবি প্রযোজনা করেছেন টি-সিরিজের ভূষণ কুমার ৷ সেলুলয়েদের পর্দায় 'ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিয়ো' মুক্তি পাবে 11 অক্টোবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.