ETV Bharat / entertainment

ছত্রপতি শিবাজির বীর ছেলের জীবনী বড়পর্দায়, 'ছাভা' টিজারে ভিকিকে দেখে অবাক নেটপাড়া - Vicky Kaushal Chhaava Teaser - VICKY KAUSHAL CHHAAVA TEASER

Chhaava Teaser Release: আবারও ঐতিহাসিক চরিত্রে ভিকি কৌশল ৷ রাখি বন্ধনের শুভ দিনে নতুন ছবি 'ছাভা'র টিজার আনলেন প্রকাশ্যে ৷ ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে শম্ভাজি মহারাজের চরিত্রে ভিকিকে চেনা দায় ৷

Chhaava Teaser Release
'ছাভা' টিজারে ভিকিকে দেখে অবাক নেটপাড়া (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 19, 2024, 11:46 AM IST

হায়দরাবাদ, 19 অগস্ট: ইতিহাসের পাতায় উঠে আসা নানা চরিত্রকে চ্যালেঞ্জের সঙ্গে গ্রহণ করেছেন অভিনেতা ভিকি কৌশল ৷ শ্যাম বাহাদুর ছবির ওপর আরও এক ধাপ উপরে উঠলেন ভিকি ৷ রাখি উৎসবের দিন সামনে আনলেন তাঁর পরবর্তী ছবি 'ছাভা'র টিজার ৷ ছত্রপতি শিবাজী মহারাজের ছেলে শম্ভাজি মহারাজের চরিত্রে দেখা যাবে তাঁকে ৷ সোমবার মুক্তি পাওয়া টিজারে ভিকির অসাধারণ পারফর্ম্যান্স গায়ে কাঁটা দেয় ৷

এদিন সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে ভিকি লেখেন, "স্বরাজ্যের রক্ষাকারী, ধর্মের রক্ষক ছাভা আসছে ৷ একজন সাহসী যোদ্ধার অসাধারণ ইতিহাস নিয়ে ৷ মুক্তি পেয়েছে টিজার ৷ যোদ্ধা প্রেক্ষাগৃহে গর্জন তুলবে 2024 সালের 6 ডিসেম্বর৷" ছবিটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর ৷ প্রযোজনা করেছে ম্যাডডক ফিল্মস ৷ রবিবারই টিজার আসবে বলে আগেই জানিয়েছিলেন ভিকি ৷ সেই মতো এদিন টিজার সামনে আসতেই ভাইরাল হয় ভিকি কৌশলের লুক ৷

প্রথমে এই টিজার 'স্ত্রী 2' ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল ৷ শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত এই ছবি মুক্তি পায় 15 অগস্ট ৷ প্রেক্ষাগৃহে সেই ছবির টিজার অনেকেই দেখে নিয়েছেন ৷ বলিতারকারাও ইতিমধ্যেই ভিকির নয়া জার্নিতে শুভেচ্ছা জানিয়েছেন ৷ ছবিতে ভিকির বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে ৷ অভিনেত্রী তুলে ধরবেন শম্ভাজি মহারাজের স্ত্রী ইসুবাই ভোঁসলের চরিত্র ৷

ইতিহাসের পাতা থেকে উঠে আসা চরিত্র হোক বা ভারতীয় সেনাদের চরিত্র, দুর্দান্ত অভিনয় দক্ষতায় প্রতিটি চরিত্রে পাশ করে গিয়েছেন ভিকি ৷ 2019 সালে মুক্তি পায় 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ৷ সত্য ঘটনা অবলম্বনে মেজর ভিহান সিং শেরগিলের চরিত্র ছিল এককথায় অনবদ্য ৷ 2021 সালে মুক্তি পাওয়া 'সর্দার উধম' ছবিতে উধম সিং চরিত্র দর্শক মনে গেঁথে যায় ৷ এরপর 2023 সালে মুক্তি পায় 'শ্যাম বাহাদুর' ৷ সেই ছবিও বক্সঅফিসে ভালো ব্যবসা করে ৷ দর্শকদের মন জয় করে নেয় ভিকির অভিনয় ৷ এবার তাঁকে দেখা যাবে ঐতিহাসিক আরও এক চরিত্রে ৷ 'ছাভা'-র বড়পর্দায় ভিকি কেমন ম্যাজিক দেখায় তা জানা যাবে ডিসেম্বরেই ৷

হায়দরাবাদ, 19 অগস্ট: ইতিহাসের পাতায় উঠে আসা নানা চরিত্রকে চ্যালেঞ্জের সঙ্গে গ্রহণ করেছেন অভিনেতা ভিকি কৌশল ৷ শ্যাম বাহাদুর ছবির ওপর আরও এক ধাপ উপরে উঠলেন ভিকি ৷ রাখি উৎসবের দিন সামনে আনলেন তাঁর পরবর্তী ছবি 'ছাভা'র টিজার ৷ ছত্রপতি শিবাজী মহারাজের ছেলে শম্ভাজি মহারাজের চরিত্রে দেখা যাবে তাঁকে ৷ সোমবার মুক্তি পাওয়া টিজারে ভিকির অসাধারণ পারফর্ম্যান্স গায়ে কাঁটা দেয় ৷

এদিন সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে ভিকি লেখেন, "স্বরাজ্যের রক্ষাকারী, ধর্মের রক্ষক ছাভা আসছে ৷ একজন সাহসী যোদ্ধার অসাধারণ ইতিহাস নিয়ে ৷ মুক্তি পেয়েছে টিজার ৷ যোদ্ধা প্রেক্ষাগৃহে গর্জন তুলবে 2024 সালের 6 ডিসেম্বর৷" ছবিটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর ৷ প্রযোজনা করেছে ম্যাডডক ফিল্মস ৷ রবিবারই টিজার আসবে বলে আগেই জানিয়েছিলেন ভিকি ৷ সেই মতো এদিন টিজার সামনে আসতেই ভাইরাল হয় ভিকি কৌশলের লুক ৷

প্রথমে এই টিজার 'স্ত্রী 2' ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল ৷ শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত এই ছবি মুক্তি পায় 15 অগস্ট ৷ প্রেক্ষাগৃহে সেই ছবির টিজার অনেকেই দেখে নিয়েছেন ৷ বলিতারকারাও ইতিমধ্যেই ভিকির নয়া জার্নিতে শুভেচ্ছা জানিয়েছেন ৷ ছবিতে ভিকির বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে ৷ অভিনেত্রী তুলে ধরবেন শম্ভাজি মহারাজের স্ত্রী ইসুবাই ভোঁসলের চরিত্র ৷

ইতিহাসের পাতা থেকে উঠে আসা চরিত্র হোক বা ভারতীয় সেনাদের চরিত্র, দুর্দান্ত অভিনয় দক্ষতায় প্রতিটি চরিত্রে পাশ করে গিয়েছেন ভিকি ৷ 2019 সালে মুক্তি পায় 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ৷ সত্য ঘটনা অবলম্বনে মেজর ভিহান সিং শেরগিলের চরিত্র ছিল এককথায় অনবদ্য ৷ 2021 সালে মুক্তি পাওয়া 'সর্দার উধম' ছবিতে উধম সিং চরিত্র দর্শক মনে গেঁথে যায় ৷ এরপর 2023 সালে মুক্তি পায় 'শ্যাম বাহাদুর' ৷ সেই ছবিও বক্সঅফিসে ভালো ব্যবসা করে ৷ দর্শকদের মন জয় করে নেয় ভিকির অভিনয় ৷ এবার তাঁকে দেখা যাবে ঐতিহাসিক আরও এক চরিত্রে ৷ 'ছাভা'-র বড়পর্দায় ভিকি কেমন ম্যাজিক দেখায় তা জানা যাবে ডিসেম্বরেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.