ETV Bharat / entertainment

আইসিইউতে রয়েছেন মনোজ মিত্র ! আপাতত স্থিতিশীল - Manoj Mitra

Veteran Actor Manoj Mitra Hospitalized: আপাতত স্থিতিশীল প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র ৷ বুকে ব্যাথা ও নানা শারীরিক সমস্য নিয়ে রবিবার তাঁকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷

Manoj Mitra Hospitalized
হাসপাতালে ভর্তি মনোজ মিত্র (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 23, 2024, 9:27 AM IST

Updated : Sep 23, 2024, 12:16 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: আপাতত স্থিতিশীল বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা প্রবাদপ্রতিম অভিনেতা মনোজ মিত্র । চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি । সোমবার ইটিভি ভারতের তরফে তাঁর ভাই অমর মিত্রর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন হাসপাতাল থেকে পরিবার কে জানানো হয়েছে যে প্রবীণ অভিনেতা চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

অমর মিত্র বলেন, "সংকট কেটেছে। হাসপাতাল থেকে সকালে ফোন করে জানানো হয়েছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন উনি। যেটা ভালো লক্ষণ। গতকাল ডাক্তাররা তেমন আশা দিচ্ছিলেন না, পরিস্থিতি সঙ্কটজনক ছিল ৷ তবে আজ একটু ভালো আছেন উনি। আইসিইউ-তে রাখা হয়েছে মনোজ মিত্রকে এবং স্যুপ খেতে দেওয়া হয়েছে।"

সোমবার সকাল থেকেই কিংবদন্তী অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর ছড়াতে শুরু করে ৷ আর তাতে বিরক্ত হয়ে শিল্পীর ভাই অমর মিত্র সামাজিক মাধ্যমে লেখেন, "আমি লিখলাম নাট্যকার, অভিনেতা আমার অগ্রজ মনোজ মিত্র নিয়ে একটি ভুয়ো সংবাদের বিরুদ্ধে। তিনি সজ্ঞানেই আছেন। অথচ কবিতা পাক্ষিক বিপরীতে প্র#য়া#ণ সংবাদ পোস্ট করেছে। আকাট ফেসবুক আমার সেই পোস্ট সরিয়ে আমাকে ব্লক করে রেখেছিল। বলছে আমি নাকি কমিউনিটি সীমারেখা লঙ্ঘন করেছি। কোথায় যাবরে ভাইটি?"

সঙ্কটজনক অবস্থায় রবিবার বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বাংলা নাটক ও চলচ্ছিত্র জগতের বিখ্য়াত ব্যক্তিত্ব মনোজ মিত্রকে ৷ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন তিনি ৷

জানা গিয়েছে, হৃদরোগ ছাড়াও একাধিক বার্ধক্যজনিত শারীরিক সমস্যা রয়েছে তাঁর ৷ হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছিল না মনোজ মিত্রের ৷ এর পাশাপাশি, হার্ট পাম্পের সমস্যাও দেখা দিয়েছে । এছাড়া, অনিয়ন্ত্রিত রক্তচাপ ও ক্রিয়েটিনিন বিপজ্জনক মাত্রায় বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন তিনি। শরীরে সোডিয়াম-পটাসিয়ামের হার বজায় রাখার সমস্যা রয়েছে । সব মিলিয়ে বর্ষীয়ান এই অভিনেতা-নাট্যকার বেশ অসুস্থ হয়ে পড়েছেন।

উল্লেখ্য, মনোজ মিত্রর স্ত্রী ডিমেনশিয়ায় আক্রান্ত রোগী । দিন কুড়ি আগেই নিজের ভাইকে হারিয়েছেন মনোজ মিত্র । এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি ৷ সেই সময় পেসমেকারও বসানো হয় ৷

1938 সালের 22 ডিসেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্ম মনোজ মিত্রের ৷ কলকাতার স্কটিশ চার্চ কলেজে পড়াশোনার করার সময় নাট্যজগতে পা রাখেন তিনি ৷ এরপর সময়ের সঙ্গে সঙ্গে বাংলা নাট্যজগতের সুপরিচিত মুখ হয়ে ওঠেন ৷ নাটকে একাধিক পুরষ্কারও পেয়েছেন এই অভিনেতা-নাট্যকার ৷ পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সভাপতির দায়িত্বও পালন করেছেন মনোজ মিত্র ৷

তবে শুধু নাটক নয় ৷ বাংলা চলচ্চিত্র জগতেও দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি ৷ তপন সিনহা, সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাসগুপ্ত, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি ৷ বাংলার একাধিক সিনেমায় হাস্য-কৌতুক ও নেতিবাচক চরিত্রেও কাজ করেছেন ৷ তাঁরই নাটক 'সাজানো বাগান' অবলম্বনে তৈরি তপন সিনহার 'বাঞ্ছারামের বাগান' সিনেমায় প্রধান ভূমিকায় মনোজ মিত্রের অনবদ্য অভিনয় আপামর বাংলা চলচিত্রপ্রেমীর মনে দাগ কেটে আছে।

কলকাতা, 23 সেপ্টেম্বর: আপাতত স্থিতিশীল বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা প্রবাদপ্রতিম অভিনেতা মনোজ মিত্র । চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি । সোমবার ইটিভি ভারতের তরফে তাঁর ভাই অমর মিত্রর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন হাসপাতাল থেকে পরিবার কে জানানো হয়েছে যে প্রবীণ অভিনেতা চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

অমর মিত্র বলেন, "সংকট কেটেছে। হাসপাতাল থেকে সকালে ফোন করে জানানো হয়েছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন উনি। যেটা ভালো লক্ষণ। গতকাল ডাক্তাররা তেমন আশা দিচ্ছিলেন না, পরিস্থিতি সঙ্কটজনক ছিল ৷ তবে আজ একটু ভালো আছেন উনি। আইসিইউ-তে রাখা হয়েছে মনোজ মিত্রকে এবং স্যুপ খেতে দেওয়া হয়েছে।"

সোমবার সকাল থেকেই কিংবদন্তী অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর ছড়াতে শুরু করে ৷ আর তাতে বিরক্ত হয়ে শিল্পীর ভাই অমর মিত্র সামাজিক মাধ্যমে লেখেন, "আমি লিখলাম নাট্যকার, অভিনেতা আমার অগ্রজ মনোজ মিত্র নিয়ে একটি ভুয়ো সংবাদের বিরুদ্ধে। তিনি সজ্ঞানেই আছেন। অথচ কবিতা পাক্ষিক বিপরীতে প্র#য়া#ণ সংবাদ পোস্ট করেছে। আকাট ফেসবুক আমার সেই পোস্ট সরিয়ে আমাকে ব্লক করে রেখেছিল। বলছে আমি নাকি কমিউনিটি সীমারেখা লঙ্ঘন করেছি। কোথায় যাবরে ভাইটি?"

সঙ্কটজনক অবস্থায় রবিবার বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বাংলা নাটক ও চলচ্ছিত্র জগতের বিখ্য়াত ব্যক্তিত্ব মনোজ মিত্রকে ৷ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন তিনি ৷

জানা গিয়েছে, হৃদরোগ ছাড়াও একাধিক বার্ধক্যজনিত শারীরিক সমস্যা রয়েছে তাঁর ৷ হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছিল না মনোজ মিত্রের ৷ এর পাশাপাশি, হার্ট পাম্পের সমস্যাও দেখা দিয়েছে । এছাড়া, অনিয়ন্ত্রিত রক্তচাপ ও ক্রিয়েটিনিন বিপজ্জনক মাত্রায় বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন তিনি। শরীরে সোডিয়াম-পটাসিয়ামের হার বজায় রাখার সমস্যা রয়েছে । সব মিলিয়ে বর্ষীয়ান এই অভিনেতা-নাট্যকার বেশ অসুস্থ হয়ে পড়েছেন।

উল্লেখ্য, মনোজ মিত্রর স্ত্রী ডিমেনশিয়ায় আক্রান্ত রোগী । দিন কুড়ি আগেই নিজের ভাইকে হারিয়েছেন মনোজ মিত্র । এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি ৷ সেই সময় পেসমেকারও বসানো হয় ৷

1938 সালের 22 ডিসেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্ম মনোজ মিত্রের ৷ কলকাতার স্কটিশ চার্চ কলেজে পড়াশোনার করার সময় নাট্যজগতে পা রাখেন তিনি ৷ এরপর সময়ের সঙ্গে সঙ্গে বাংলা নাট্যজগতের সুপরিচিত মুখ হয়ে ওঠেন ৷ নাটকে একাধিক পুরষ্কারও পেয়েছেন এই অভিনেতা-নাট্যকার ৷ পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সভাপতির দায়িত্বও পালন করেছেন মনোজ মিত্র ৷

তবে শুধু নাটক নয় ৷ বাংলা চলচ্চিত্র জগতেও দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি ৷ তপন সিনহা, সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাসগুপ্ত, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি ৷ বাংলার একাধিক সিনেমায় হাস্য-কৌতুক ও নেতিবাচক চরিত্রেও কাজ করেছেন ৷ তাঁরই নাটক 'সাজানো বাগান' অবলম্বনে তৈরি তপন সিনহার 'বাঞ্ছারামের বাগান' সিনেমায় প্রধান ভূমিকায় মনোজ মিত্রের অনবদ্য অভিনয় আপামর বাংলা চলচিত্রপ্রেমীর মনে দাগ কেটে আছে।

Last Updated : Sep 23, 2024, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.