ETV Bharat / entertainment

ট্রেলারের শেষে বড় চমক, বেবি জনের সঙ্গে ধাসু এন্ট্রি টাইগারের - VARUN DHAWAN BABY JOHN TRAILER OUT

মুক্তি পেল বরুণ ধাওয়ান অভিনীত বেবি জন ছবির ট্রেলার ৷ 3 মিনিটের ট্রেলারে পলক ফেললেই মিস হয়ে যাবে ছবির সবচেয়ে বড় টুইস্ট ৷

Baby John
আসছে 'বেবি জন' (মুভি পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 9, 2024, 5:57 PM IST

হায়দরাবাদ, 9 ডিসেম্বর:এইভাবে বরুণ ধাওয়ানকে কেউ আবিষ্কার করবেন তা ভাব যায়নি ৷ কমেডি থেকে অ্যাকশন হিরোর ভূমিকায় বরুণকে দেখে মুগ্ধ নেটপাড়া ৷ মুক্তি পেল 'বেবি জন' ছবির ট্রেলার ৷ 3 মিনিট 6 সেকেন্ডের ট্রেলারে বরুণ ধাওয়ানের নতুন ইমেজ নিয়ে চর্চা নেটপাড়ায় ৷ পাওয়ার প্যাকড অ্যাকশন ছবিতে বরুণের স্টাইল, লুক দেখে চমকে গিয়েছেন অনুরাগীরা ৷ ছবি পরিচালনায় কালিস ৷ ট্রেলারের শেষ দৃশ্য দেখলে লোম খাঁড়া হয়ে যাবে অনুরাগীদের ৷

প্রেক্ষাগৃহে যাঁরা 'সিংঘম এগেইন' ও 'ভুল ভুলাইয়া 3' দেখেছেন তাঁরা আগেই 'বেবি জন'-এর ঝলক দেখে নিয়েছেন ৷ কমেডি থেকে অ্যাকশন আবার সিরিয়াস চরিত্রে, নানা ঘরানা এক্সপ্লোর করেন 'ভেড়িয়া' অভিনেতা ৷ ট্রেলারে উঠে এল অকুতভয় পুলিশ অফিসার থেকে একজন সহৃদয় বাবা হিসাবে বরুণের ভূমিকা ৷ অন্যদিকে, প্রথমবার বলিউড ছবিতে পা রেখেই বক্সঅফিসে তুফান আনেন পরিচালক অ্যাটলি ৷ শাহরুখ খানের পর এবার তিনি হাত ধরলেন বরুণ ধাওয়ানের ৷ তবে পরিচালক নয় প্রযোজক হিসাবে ৷

ট্রেলার জুড়ে একদিকে যেমন উঠে এসেছে ভারতে বেড়ে চলা ধর্ষণের ঘটনা ৷ তেমনই ধরা পড়েছে পুলিশ অফিসার বরুণের তেজ ও বাহাদুরি ৷ আবার কখনও মেয়ের সামনে তিনি ভীতু বাবা ৷ সবমিলিয়ে পাওয়ার প্যাকড ট্রেলার দেখে নজর সরানো দায় ৷ আর শেষের দিকেই রয়েছে ছবির সবচেয়ে বড় চমক ৷ চোখের পলক ফেললেই যা হারিয়ে ফেলবেন আপনি ৷ কারণ ছবিতে বেবি জন অর্থাৎ বরুণ ধাওয়ানের সঙ্গে অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছে সলমন খানকেও ৷ ট্রেলার শেষে, ভাইজানের গলাতেই শোনা যায় 'মেরি ক্রিসমাস' ৷ অর্থাৎ 25 ডিসেম্বর ছবি মুক্তির পর তা বক্সঅফিসে যে সাড়া ফেলবে তা বলা বাহুল্য ৷

প্রতি মুহূর্তে যেভাবে বরুণের রঙ বদলেছে যা দর্শকদের চমকে দেবে ৷ বরুণের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কীর্তি সুরেশ ও ওয়ামিকা গাব্বিকে ৷ খলনায়কের চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফকে ৷ ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন অ্যাটলির স্ত্রী প্রিয়াও ৷ সঙ্গে রয়েছেন মুরাদ খেতানি ও জ্যোতি দেশপাণ্ডে ৷

হায়দরাবাদ, 9 ডিসেম্বর:এইভাবে বরুণ ধাওয়ানকে কেউ আবিষ্কার করবেন তা ভাব যায়নি ৷ কমেডি থেকে অ্যাকশন হিরোর ভূমিকায় বরুণকে দেখে মুগ্ধ নেটপাড়া ৷ মুক্তি পেল 'বেবি জন' ছবির ট্রেলার ৷ 3 মিনিট 6 সেকেন্ডের ট্রেলারে বরুণ ধাওয়ানের নতুন ইমেজ নিয়ে চর্চা নেটপাড়ায় ৷ পাওয়ার প্যাকড অ্যাকশন ছবিতে বরুণের স্টাইল, লুক দেখে চমকে গিয়েছেন অনুরাগীরা ৷ ছবি পরিচালনায় কালিস ৷ ট্রেলারের শেষ দৃশ্য দেখলে লোম খাঁড়া হয়ে যাবে অনুরাগীদের ৷

প্রেক্ষাগৃহে যাঁরা 'সিংঘম এগেইন' ও 'ভুল ভুলাইয়া 3' দেখেছেন তাঁরা আগেই 'বেবি জন'-এর ঝলক দেখে নিয়েছেন ৷ কমেডি থেকে অ্যাকশন আবার সিরিয়াস চরিত্রে, নানা ঘরানা এক্সপ্লোর করেন 'ভেড়িয়া' অভিনেতা ৷ ট্রেলারে উঠে এল অকুতভয় পুলিশ অফিসার থেকে একজন সহৃদয় বাবা হিসাবে বরুণের ভূমিকা ৷ অন্যদিকে, প্রথমবার বলিউড ছবিতে পা রেখেই বক্সঅফিসে তুফান আনেন পরিচালক অ্যাটলি ৷ শাহরুখ খানের পর এবার তিনি হাত ধরলেন বরুণ ধাওয়ানের ৷ তবে পরিচালক নয় প্রযোজক হিসাবে ৷

ট্রেলার জুড়ে একদিকে যেমন উঠে এসেছে ভারতে বেড়ে চলা ধর্ষণের ঘটনা ৷ তেমনই ধরা পড়েছে পুলিশ অফিসার বরুণের তেজ ও বাহাদুরি ৷ আবার কখনও মেয়ের সামনে তিনি ভীতু বাবা ৷ সবমিলিয়ে পাওয়ার প্যাকড ট্রেলার দেখে নজর সরানো দায় ৷ আর শেষের দিকেই রয়েছে ছবির সবচেয়ে বড় চমক ৷ চোখের পলক ফেললেই যা হারিয়ে ফেলবেন আপনি ৷ কারণ ছবিতে বেবি জন অর্থাৎ বরুণ ধাওয়ানের সঙ্গে অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছে সলমন খানকেও ৷ ট্রেলার শেষে, ভাইজানের গলাতেই শোনা যায় 'মেরি ক্রিসমাস' ৷ অর্থাৎ 25 ডিসেম্বর ছবি মুক্তির পর তা বক্সঅফিসে যে সাড়া ফেলবে তা বলা বাহুল্য ৷

প্রতি মুহূর্তে যেভাবে বরুণের রঙ বদলেছে যা দর্শকদের চমকে দেবে ৷ বরুণের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কীর্তি সুরেশ ও ওয়ামিকা গাব্বিকে ৷ খলনায়কের চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফকে ৷ ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন অ্যাটলির স্ত্রী প্রিয়াও ৷ সঙ্গে রয়েছেন মুরাদ খেতানি ও জ্যোতি দেশপাণ্ডে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.