ETV Bharat / entertainment

ঊর্মিলার বিবাহিত জীবন এখানেই শেষ! নেপথ্যের কারণ মারাত্মক - Urmila Matondkar - URMILA MATONDKAR

Urmila Matondkar Divorce News: আট বছরের বিবাহিত জীবনে ইতি টানছেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর ৷ শোনা যাচ্ছে, বিচ্ছেদের কারণ হিসাবে সামনে এসেছে সন্তান প্রসবের চাপ, আর্থিক অস্বচ্ছলতার মতো বিষয় ৷

Urmila Matondkar Divorce News
ঊর্মিলার-মোহসিনের দাম্পত্য জীবনের এখানেই ইতি (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 25, 2024, 4:23 PM IST

মুম্বই, 25 সেপ্টেম্বর: ভাঙছে আবারও এক বিয়ে ৷ এবার ঘর পুড়ল 'রঙ্গীলা', 'ভূত', 'সত্যা' খ্যাত অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরের ৷ স্বামী মোহসিন আখতার মীরের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী ৷ দীর্ঘ 8 বছরের বিবাহিত জীবনের এখানেই ইতি টানছেন ঊর্মিলা ৷ ইতিমধ্যেই অভিনেত্রী ডিভোর্স ফাইল করে দিয়েছেন বলে জানা গিয়েছে ৷ তবে বিচ্ছেদের নেপথ্যের কারণ হিসাবে নেটপাড়ায় যে খবর ঘুরে বেড়াচ্ছে তা আরও মারাত্মক ৷

প্রথম কারণ হিসাবে শোনা যাচ্ছে, অভিনেত্রী ও তাঁর স্বামীর মধ্যে বয়সের পার্থক্য ৷ ঊর্মিলার থেকে প্রায় 10 বছরের ছোট মোহসিন মীর ৷ অর্থাৎ 40 বছর বয়সে ঊর্মিলা যখন বিয়ের পিঁড়িতে বসেন, তখন মীরের বয়স ছিল মাত্র 30 ৷ সাধারণনত, বিয়েতে বসয়ের পার্থক্য বেশি হলে বর্তমান সময়ে নানা সমস্যা দেখা দেয় ৷ বিশেষ করে একটা সময়ের পর সন্তান নেওয়ার ক্ষেত্রে বড় সমস্যা দেখা দেয় ৷ ঊর্মিলার বিচ্ছেদের কারণ হিসাবে এই বিষয়গুলোকেও আড়াল করছেন না নেটিজেনরা ৷

অর্থাৎ ঊর্মিলাকে স্বামী মোহসিন ও তাঁর পরিবারের তরফে সন্তান ধারণের জন্য জোর করা হচ্ছিল ৷ এমন অভিযোগও সামনে আসছে ৷ আর একটা কারণ হিসাবে উঠে এসেছে টাকাপয়সার অস্বচ্ছলতা ৷ এক নেটিজেন সোশাল প্ল্যাটফর্মে অভিযোগ করে লিখেছেন, মোহসিন ও তাঁর পরিবার নাকি অভিনেত্রীকে সম্পত্তি বিক্রির জন্য চাপ দিচ্ছিলেন ৷ ব্যবসায় মন্দার কারণে টাকার দরকার ৷ আর সেই টাকা মোহসিন নাকি ঊর্মিলাকে সম্পত্তি বিক্রি করে দিতে বলেন ৷ এও জানা গিয়েছে, এই বিচ্ছেদ মিউচুয়ালি হচ্ছে না ৷

চারমাস আগে ঊর্মিলা নিজে থেকেই বিবাহ বিচ্ছেদের মামলা করেন ৷ মোহসিন একজন ব্যবসায়ী ৷ পাশাপাশি তিনি মডেলও বটে ৷ তিনি কাশ্মীরের ছেলে ৷ মোহসিন 'লাক বাই চান্স', 'বিএ পাস' ও 'মুম্বই মস্ত কলান্দর'-এর মতো ছবিতে কাজ করেছেন ৷ প্রসঙ্গত, মোহসিন ও ঊর্মিলার প্রথম দেখা হয় 2014 সালে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার ভাইঝির বিয়েতে ৷ জানা যায়, প্রথম দেখাতেই নাকি একে অপরের প্রেম পড়েন তাঁরা ৷ এরপর 2016 সালে ঊর্মিলা-মোহসিন বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷

মুম্বই, 25 সেপ্টেম্বর: ভাঙছে আবারও এক বিয়ে ৷ এবার ঘর পুড়ল 'রঙ্গীলা', 'ভূত', 'সত্যা' খ্যাত অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরের ৷ স্বামী মোহসিন আখতার মীরের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী ৷ দীর্ঘ 8 বছরের বিবাহিত জীবনের এখানেই ইতি টানছেন ঊর্মিলা ৷ ইতিমধ্যেই অভিনেত্রী ডিভোর্স ফাইল করে দিয়েছেন বলে জানা গিয়েছে ৷ তবে বিচ্ছেদের নেপথ্যের কারণ হিসাবে নেটপাড়ায় যে খবর ঘুরে বেড়াচ্ছে তা আরও মারাত্মক ৷

প্রথম কারণ হিসাবে শোনা যাচ্ছে, অভিনেত্রী ও তাঁর স্বামীর মধ্যে বয়সের পার্থক্য ৷ ঊর্মিলার থেকে প্রায় 10 বছরের ছোট মোহসিন মীর ৷ অর্থাৎ 40 বছর বয়সে ঊর্মিলা যখন বিয়ের পিঁড়িতে বসেন, তখন মীরের বয়স ছিল মাত্র 30 ৷ সাধারণনত, বিয়েতে বসয়ের পার্থক্য বেশি হলে বর্তমান সময়ে নানা সমস্যা দেখা দেয় ৷ বিশেষ করে একটা সময়ের পর সন্তান নেওয়ার ক্ষেত্রে বড় সমস্যা দেখা দেয় ৷ ঊর্মিলার বিচ্ছেদের কারণ হিসাবে এই বিষয়গুলোকেও আড়াল করছেন না নেটিজেনরা ৷

অর্থাৎ ঊর্মিলাকে স্বামী মোহসিন ও তাঁর পরিবারের তরফে সন্তান ধারণের জন্য জোর করা হচ্ছিল ৷ এমন অভিযোগও সামনে আসছে ৷ আর একটা কারণ হিসাবে উঠে এসেছে টাকাপয়সার অস্বচ্ছলতা ৷ এক নেটিজেন সোশাল প্ল্যাটফর্মে অভিযোগ করে লিখেছেন, মোহসিন ও তাঁর পরিবার নাকি অভিনেত্রীকে সম্পত্তি বিক্রির জন্য চাপ দিচ্ছিলেন ৷ ব্যবসায় মন্দার কারণে টাকার দরকার ৷ আর সেই টাকা মোহসিন নাকি ঊর্মিলাকে সম্পত্তি বিক্রি করে দিতে বলেন ৷ এও জানা গিয়েছে, এই বিচ্ছেদ মিউচুয়ালি হচ্ছে না ৷

চারমাস আগে ঊর্মিলা নিজে থেকেই বিবাহ বিচ্ছেদের মামলা করেন ৷ মোহসিন একজন ব্যবসায়ী ৷ পাশাপাশি তিনি মডেলও বটে ৷ তিনি কাশ্মীরের ছেলে ৷ মোহসিন 'লাক বাই চান্স', 'বিএ পাস' ও 'মুম্বই মস্ত কলান্দর'-এর মতো ছবিতে কাজ করেছেন ৷ প্রসঙ্গত, মোহসিন ও ঊর্মিলার প্রথম দেখা হয় 2014 সালে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার ভাইঝির বিয়েতে ৷ জানা যায়, প্রথম দেখাতেই নাকি একে অপরের প্রেম পড়েন তাঁরা ৷ এরপর 2016 সালে ঊর্মিলা-মোহসিন বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.