হায়দরাবাদ, 2 অক্টোবর: জয়পুরে এফআইসিসিআই এফএলও (FICCI FLO) অনুষ্ঠানে টাকা নিয়েও অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে বলিউড সেনসেশন তৃপ্তি দিমরির বিরুদ্ধে ৷ আয়োজকদের তরফে অভিযোগ উঠেছে, অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য নাকি অভিনেত্রী 5.5 লাখ টাকা নিয়েছেন ৷ কিন্তু কথা দিয়ে তা রাখেননি তৃপ্তি ৷ এরপরেই অভিনেত্রীকে বয়কট করার দাবি ওঠে ৷ পাশাপাশি আয়োজকদের তরফে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে ৷ ঘটনার সত্যতা নিয়ে মুখ খুলেছেন তৃপ্তির মুখপাত্র ৷
জানা গিয়েছে, এফআইসিসিআই এফএলও- তরফে নারী শক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ অভিযোগ সেখানেই নাকি টাকা নিয়েও উপস্থিত হননি তৃপ্তি ৷ অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের ক্ষোভের ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ সেখানে দেখা যায় অনুষ্ঠানের হোর্ডিংয়ে ছাপানো তৃপ্তির ছবিতে কালি মাখাচ্ছেন এক মহিলা ৷ এই ভিডিয়ো সামনে আসতেই ঘটনার সত্যতা নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে ৷
#TriptiiDimri’s team clarifies after accusations of skipping a Jaipur event despite reportedly charging a fee Jaipur entrepreneurs accused of skipping their event after charging hefty fee #Jaipur
— विशाल के स्वामी ( 🆅🅸🆂🅷🅰🅻🅻 🅺 🆂🆆🅰🅼🅸 ) (@swamivishall) October 2, 2024
was it free " visit' or you charged for it. cash="" billed
including college visit? pic.twitter.com/LyZ9LVqGlu
এরপরেই অভিনেত্রী নিজে মুখ না খুললেও ঘটনা মিথ্যা বলে দাবি করেন তৃপ্তির মুখপাত্র ৷ সেখানে বলা হয়, "ভিকি বিদ্যা কি বো বালা ভিডিয়ো সিনেমা প্রোমোশনের জন্য সব জায়গায় যেতে প্রস্তুত অভিনেত্রী তৃপ্তি দিমরি ৷ এটা তাঁর কাছে সম্মানের ৷ পাশাপাশি এটা তাঁর কাজের মধ্যেও পড়ে ৷ কিন্তু তিনি কোনও ব্যক্তিগত ইভেন্টে টাকার বিনিময়ে উপস্থিত থাকতে কখনই রাজি হননি ৷ এটা স্পষ্ট করা দরকার, অভিনেত্রী তৃপ্তি দিমরি অতিরিক্ত টাকা বা পেমেন্টের বিনিময়ে এই ধরনের কোনও অনুষ্ঠানে যোগ দিতে রাজি হননি ৷"
পুরো বিষয়টি সামনে আসার পর অনুরাগীরা বুঝতে পারছেন না এখানে অভিনেত্রীর পিআর টিমের কোনও ভুল রয়েছে নাকি অনুষ্ঠানের আয়োজকদের কোনও ভুল রয়েছে ৷ আপাতত এই বিষয় নিয়ে নেটপাড়ায় হচ্ছে জলঘোলা ৷ উল্লেখ্য, 11 অক্টোবর মুক্তি পাচ্ছে 'ভিকি বিদ্যা কি বো বালা ভিডিয়ো' ৷ পর্দায় রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে ৷