ETV Bharat / entertainment

মনোজ মিত্রের প্রয়াণে শুকিয়েছে 'সাজানো বাগান', শোকপ্রকাশ তারকাদের - MANOJ MITRA PASSES AWAY

সোশাল মিডিয়ায় রুদ্রনীল ঘোষ থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা-নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্রের প্রয়াণে শোক প্রকাশ করেছেন ৷

MANOJ MITRA PASSES AWAY
মনোজ মিত্রের প্রয়াণে শোকপ্রকাশ তারকাদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 12, 2024, 1:06 PM IST

হায়দরাবাদ, 12 নভেম্বর: দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তি নাট্যকরা তথা অভিনেতা মনোজ মিত্র ৷ মঙ্গলবার তাঁর প্রয়াণের খবর শোকের ছায়া টলিপাড়ায় ৷ সামাজিক মাধ্যমে কাঞ্চন মল্লিক থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত শোকপ্রকাশ করেছেন ৷

অভিনেত্রী রুদ্রনীল ঘোষ লেখেন, "চলে গেলেন প্রিয় নাট্যকার অভিনেতা শিক্ষক মনোজ মিত্র। অপূরণীয় ক্ষতি। তাঁর আত্মার শান্তি কামনা করি।" অভিনেতা কাঞ্চন মল্লিক লেখেন, "প্রয়াত বিশিষ্ট অভিনেতা , নির্দেশক ও নাট্যকার মনোজ মিত্র । তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি" ৷ জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লেখেন, "মনোজকাকু ভালো থেকো ওপারে"

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন, "কিংবদন্তি অভিনেতা মনোজ মিত্রকে বিদায় ৷ বাংলা থিয়েটারের একজন আলোকবর্তিকা, যাঁর শৈল্পিকতা এবং গভীরতা অগণিত হৃদয়কে স্পর্শ করেছিল। তিনি বেঁচে থাকবেন অবিস্মরণীয় অভিনয় এবং কালজয়ী গল্পের মাধ্যমে দর্শকদের মনে। শান্তিতে বিশ্রাম করুন, মহারাজ।" পরিচালক অরিন্দম শীল লেখেন, "মনোজ মিত্র প্রণাম ৷ এক যুগ ও সংস্কৃতির অবসান ৷"

মনোজ মিত্রের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শেষ শ্রদ্ধা জানানোর জন্য শিল্পীর মরদেহ বিকেল 3টে থেকে রবীন্দ্র সদনে শায়িত থাকবে ৷ প্রসঙ্গত, 1938 সালের 22 ডিসেম্বর অবিভক্ত বাংলার সাতক্ষীরা জেলার চক্কামক্কাই গ্রামে জন্ম মনোজ মিত্রের ৷

1957 সালে কলকাতায় মঞ্চনাটকে অভিনয় শুরু করেন ৷ 1979 সালে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি ৷ তিনি তাঁর প্রথম নাটক 'বগলধীমান' লেখেন 1959 সালে ৷ 1972 সালে 'চাঁক ভাঙা মধু' নাটকের মাধ্যমে তাঁর উপস্থিতি প্রকাশ পায় ৷ নাটকটির মঞ্চ নির্দেশনা করেছিলেন বিভাষ চক্রবর্তী ৷

নাটকের সঙ্গী হিসাবে তিনি পেয়েছেন বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তদের মতো ব্যক্তিত্বদের ৷ তাঁর প্রতিষ্ঠিত নাট্যগোষ্ঠীর নাম 'সুন্দরম' ৷ 'অবসন্ন প্রজাপতি', 'নীলা’, 'মৃত্যুর চোখে জল', 'সিংহদ্বার’ 'ফেরা'-র মতো নাটকের সঙ্গে জুড়েছে প্রয়াত শিল্পী মনোজ মিত্রের নাম।

সিনেমা জগতেও তাঁর ছিল অবাধ যাতায়াত ৷ তপন সিংহ, তরুণ মজুমদারের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি৷ স্বনামধন্য পরিচালক সত্যজিৎ রায়ের 'গণশত্রু' ও 'ঘরে বাইরে' ছবিতেও অভিনয় করেন মনোজ ৷ নাট্যকার-পরিচালক মনোজকে আরও বেশি খ্যাতি এনে দেয় তপন সিংহ পরিচালিত 'বাঞ্ছারামের বাগান' ৷ তাঁরই নাটক 'সাজানো বাগান'-এর গল্প অনুসারে তৈরি হয়েছিল এই সিনেমা ৷ নেতিবাচক চরিত্রেও তিনি ছিলেন দুর্দান্ত ৷

পুরস্কারের তালিকা

পুরস্কারের ঝুলিতে রয়েছে শ্রেষ্ঠ নাট্যকারের জন্য সঙ্গীত নাটক অকাদেমী পুরস্কার ৷

শ্রেষ্ঠ নাট্যকারের জন্য সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কার (1985)

শ্রেষ্ঠ নাট্যকারের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় পুরস্কার (1986)

শ্রেষ্ঠ নাট্যকারের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পুরস্কার (1983 এবং 1989)

এশিয়াটিক সোসাইটির স্বর্ণপদক (2005)

শ্রেষ্ঠ অভিনেতার জন্য পূর্ব ফিল্মফেয়ার পুরস্কার (1980)

বাংলাদেশ থিয়েটার সোসাইটি থেকে মুনীর চৌধুরী পুরস্কার (2011)

দীনবন্ধু পুরস্কার (2012)

হায়দরাবাদ, 12 নভেম্বর: দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তি নাট্যকরা তথা অভিনেতা মনোজ মিত্র ৷ মঙ্গলবার তাঁর প্রয়াণের খবর শোকের ছায়া টলিপাড়ায় ৷ সামাজিক মাধ্যমে কাঞ্চন মল্লিক থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত শোকপ্রকাশ করেছেন ৷

অভিনেত্রী রুদ্রনীল ঘোষ লেখেন, "চলে গেলেন প্রিয় নাট্যকার অভিনেতা শিক্ষক মনোজ মিত্র। অপূরণীয় ক্ষতি। তাঁর আত্মার শান্তি কামনা করি।" অভিনেতা কাঞ্চন মল্লিক লেখেন, "প্রয়াত বিশিষ্ট অভিনেতা , নির্দেশক ও নাট্যকার মনোজ মিত্র । তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি" ৷ জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লেখেন, "মনোজকাকু ভালো থেকো ওপারে"

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন, "কিংবদন্তি অভিনেতা মনোজ মিত্রকে বিদায় ৷ বাংলা থিয়েটারের একজন আলোকবর্তিকা, যাঁর শৈল্পিকতা এবং গভীরতা অগণিত হৃদয়কে স্পর্শ করেছিল। তিনি বেঁচে থাকবেন অবিস্মরণীয় অভিনয় এবং কালজয়ী গল্পের মাধ্যমে দর্শকদের মনে। শান্তিতে বিশ্রাম করুন, মহারাজ।" পরিচালক অরিন্দম শীল লেখেন, "মনোজ মিত্র প্রণাম ৷ এক যুগ ও সংস্কৃতির অবসান ৷"

মনোজ মিত্রের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শেষ শ্রদ্ধা জানানোর জন্য শিল্পীর মরদেহ বিকেল 3টে থেকে রবীন্দ্র সদনে শায়িত থাকবে ৷ প্রসঙ্গত, 1938 সালের 22 ডিসেম্বর অবিভক্ত বাংলার সাতক্ষীরা জেলার চক্কামক্কাই গ্রামে জন্ম মনোজ মিত্রের ৷

1957 সালে কলকাতায় মঞ্চনাটকে অভিনয় শুরু করেন ৷ 1979 সালে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি ৷ তিনি তাঁর প্রথম নাটক 'বগলধীমান' লেখেন 1959 সালে ৷ 1972 সালে 'চাঁক ভাঙা মধু' নাটকের মাধ্যমে তাঁর উপস্থিতি প্রকাশ পায় ৷ নাটকটির মঞ্চ নির্দেশনা করেছিলেন বিভাষ চক্রবর্তী ৷

নাটকের সঙ্গী হিসাবে তিনি পেয়েছেন বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তদের মতো ব্যক্তিত্বদের ৷ তাঁর প্রতিষ্ঠিত নাট্যগোষ্ঠীর নাম 'সুন্দরম' ৷ 'অবসন্ন প্রজাপতি', 'নীলা’, 'মৃত্যুর চোখে জল', 'সিংহদ্বার’ 'ফেরা'-র মতো নাটকের সঙ্গে জুড়েছে প্রয়াত শিল্পী মনোজ মিত্রের নাম।

সিনেমা জগতেও তাঁর ছিল অবাধ যাতায়াত ৷ তপন সিংহ, তরুণ মজুমদারের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি৷ স্বনামধন্য পরিচালক সত্যজিৎ রায়ের 'গণশত্রু' ও 'ঘরে বাইরে' ছবিতেও অভিনয় করেন মনোজ ৷ নাট্যকার-পরিচালক মনোজকে আরও বেশি খ্যাতি এনে দেয় তপন সিংহ পরিচালিত 'বাঞ্ছারামের বাগান' ৷ তাঁরই নাটক 'সাজানো বাগান'-এর গল্প অনুসারে তৈরি হয়েছিল এই সিনেমা ৷ নেতিবাচক চরিত্রেও তিনি ছিলেন দুর্দান্ত ৷

পুরস্কারের তালিকা

পুরস্কারের ঝুলিতে রয়েছে শ্রেষ্ঠ নাট্যকারের জন্য সঙ্গীত নাটক অকাদেমী পুরস্কার ৷

শ্রেষ্ঠ নাট্যকারের জন্য সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কার (1985)

শ্রেষ্ঠ নাট্যকারের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় পুরস্কার (1986)

শ্রেষ্ঠ নাট্যকারের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পুরস্কার (1983 এবং 1989)

এশিয়াটিক সোসাইটির স্বর্ণপদক (2005)

শ্রেষ্ঠ অভিনেতার জন্য পূর্ব ফিল্মফেয়ার পুরস্কার (1980)

বাংলাদেশ থিয়েটার সোসাইটি থেকে মুনীর চৌধুরী পুরস্কার (2011)

দীনবন্ধু পুরস্কার (2012)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.