কলকাতা, 24 ফেব্রুয়ারি: বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো 'দাদাগিরি আনলিমিটেড'। চলছে সিজন 10 । প্রতিদিনই নতুন প্রতিযোগীরা আসছেন ৷ এবার দাদাগিরিতে উপস্থিত থাকবে মহারাজার বাড়ির খুদে সদস্য আরান্যভ । এর আগে ডোনা গঙ্গোপাধ্যায় এসেছিলেন দাদার মঞ্চে খেলতে। আর এবার উপস্থতি দাদার ভইপো । সে এসে 'দাদারকীর্তি' ফাঁস করতে পিছপা হবে না তা কিছুটা বোঝা গেল প্রোমো দেখেই ৷ এই এপিসোডের দর্শকের আসনে ছিল আরণ্যভের ভাই রিয়ান।
একটি প্রোমোতেই দেখা গিয়েছে, আরণ্যভকে দাদা জিজ্ঞেস করছেন তুই যেন কোথায় থাকিস ? আরান্যভের উত্তর, "বীরেন রায় রোড, তোমার বাড়ি।" এই উত্তর শোনার পরই 'দাদাগিরি'-তে উপস্থিত আর একটা প্রতিযোগী দাদাকে প্রশ্ন করে, "ও কি সত্যিই আপনার বাড়িতে থাকে?" তখনই বিষয়টা খুলে বলেন মহারাজা সৌরভ গাঙ্গোপাধ্যায় ৷ তিনি বলেন "আসলে আমি ওর জ্যাঠা হই।"
এরপর জ্যাঠা সৌরভ গাঙ্গোপাধ্য়ায়ের পর্দা ফাঁস করে ভাইপো আরান্যভ ৷ হাসতে হাসতেই বলে, "তুমি আমাকে খাওয়াওনি।" উত্তরে দাদা বলেন, "কেন খাওয়াইনি বল?" ছেলের উত্তর, 'বিজি ছিলে।" দাদা বলেন, "আমি তো ভাবলাম বলবি যে আমি কিপটে।" ভাইপো সপাটে উত্তর, "হ্যাঁ কিপটেও তো।" এরপর আর দেখে কে? রীতিমতো হাসির রোল ওঠে দাদাগিরির মঞ্চ । এভাবেই এগিয়ে জ্যোঠু আর ভাইপোর খুনসুটিতে এগিয়ে দাদাগিরি ৷ হাসি ও মজার এই পর্বটি দেখা যাবে আজ ।ইতিমধ্যেই সমাজ মাধ্যেমে দর্শকদের আগ্রহের পারদ চড়েছে । দাদার আরও কী কী পর্দা ফাঁস হতে চলেছে এই শনিবার সেটাই দেখার পালা।
দিন কয়েক আগে ইটিভি ভারতের প্রতিনিধিকে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, "আমি তো এখানে এসে বকে যাই। বাড়ি গিয়ে ভাবি যে কী করে এত বকি আমি? কোনওদিন ভাবিনি টেলিভিশনে এতদিন ধরে কাজ করব । তাও আবার ক্রিকেট টেলিভিশনে নয়, এন্টারটেইনমেন্ট টেলিভিশনে। এত মানুষের সঙ্গে আলাপ হয়, ভালোই লাগে। কত কথা জানতে পারি তাঁদের।"
আরও পড়ুন: