ETV Bharat / entertainment

'দাদাগিরি'তে সৌরভকে কিপটে বলল কে! দেখা যাবে আজকের পর্বে - Dadagiri Unlimited Season 10

Dadagiri:'দাদাগিরি'-তে হাজির মহারাজের ভাইপো ৷ জ্যাঠুকে কিপটে বলল ভাইপো আরান্যভ ৷ হাটের মাঝে প্রিন্স অফ ক্যালকাটার পর্দা ফাঁস ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 9:58 AM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো 'দাদাগিরি আনলিমিটেড'। চলছে সিজন 10 । প্রতিদিনই নতুন প্রতিযোগীরা আসছেন ৷ এবার দাদাগিরিতে উপস্থিত থাকবে মহারাজার বাড়ির খুদে সদস্য আরান্যভ । এর আগে ডোনা গঙ্গোপাধ্যায় এসেছিলেন দাদার মঞ্চে খেলতে। আর এবার উপস্থতি দাদার ভইপো । সে এসে 'দাদারকীর্তি' ফাঁস করতে পিছপা হবে না তা কিছুটা বোঝা গেল প্রোমো দেখেই ৷ এই এপিসোডের দর্শকের আসনে ছিল আরণ্যভের ভাই রিয়ান।

একটি প্রোমোতেই দেখা গিয়েছে, আরণ্যভকে দাদা জিজ্ঞেস করছেন তুই যেন কোথায় থাকিস ? আরান্যভের উত্তর, "বীরেন রায় রোড, তোমার বাড়ি।" এই উত্তর শোনার পরই 'দাদাগিরি'-তে উপস্থিত আর একটা প্রতিযোগী দাদাকে প্রশ্ন করে, "ও কি সত্যিই আপনার বাড়িতে থাকে?" তখনই বিষয়টা খুলে বলেন মহারাজা সৌরভ গাঙ্গোপাধ্যায় ৷ তিনি বলেন "আসলে আমি ওর জ্যাঠা হই।"

Dadagiri
দাদাগিরি-তে দাদার ভাইপো আরণ্যভ গঙ্গোপাধ্যায়

এরপর জ্যাঠা সৌরভ গাঙ্গোপাধ্য়ায়ের পর্দা ফাঁস করে ভাইপো আরান্যভ ৷ হাসতে হাসতেই বলে, "তুমি আমাকে খাওয়াওনি।" উত্তরে দাদা বলেন, "কেন খাওয়াইনি বল?" ছেলের উত্তর, 'বিজি ছিলে।" দাদা বলেন, "আমি তো ভাবলাম বলবি যে আমি কিপটে।" ভাইপো সপাটে উত্তর, "হ্যাঁ কিপটেও তো।" এরপর আর দেখে কে? রীতিমতো হাসির রোল ওঠে দাদাগিরির মঞ্চ । এভাবেই এগিয়ে জ্যোঠু আর ভাইপোর খুনসুটিতে এগিয়ে দাদাগিরি ৷ হাসি ও মজার এই পর্বটি দেখা যাবে আজ ।ইতিমধ্যেই সমাজ মাধ্যেমে দর্শকদের আগ্রহের পারদ চড়েছে । দাদার আরও কী কী পর্দা ফাঁস হতে চলেছে এই শনিবার সেটাই দেখার পালা।

দিন কয়েক আগে ইটিভি ভারতের প্রতিনিধিকে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, "আমি তো এখানে এসে বকে যাই। বাড়ি গিয়ে ভাবি যে কী করে এত বকি আমি? কোনওদিন ভাবিনি টেলিভিশনে এতদিন ধরে কাজ করব । তাও আবার ক্রিকেট টেলিভিশনে নয়, এন্টারটেইনমেন্ট টেলিভিশনে। এত মানুষের সঙ্গে আলাপ হয়, ভালোই লাগে। কত কথা জানতে পারি তাঁদের।"

আরও পড়ুন:

  1. 'প্রধান'-'টনিক'য়ের মতো হিট ছবি থেকে 'দাদাগিরি'র পরিচালনা, কীভাবে সামলান পরিচালক অভিজিৎ?
  2. দিদি নম্বর ওয়ানের মঞ্চ মাতালেন মমতা, অন্যরূপে রাজ্যের মুখ্যমন্ত্রী
  3. গোধূলি আলোয় একে অপরের হলেন রাকুল-জ্যাকি, দেখুন ম্যাজিক্যাল ভিডিয়ো

কলকাতা, 24 ফেব্রুয়ারি: বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো 'দাদাগিরি আনলিমিটেড'। চলছে সিজন 10 । প্রতিদিনই নতুন প্রতিযোগীরা আসছেন ৷ এবার দাদাগিরিতে উপস্থিত থাকবে মহারাজার বাড়ির খুদে সদস্য আরান্যভ । এর আগে ডোনা গঙ্গোপাধ্যায় এসেছিলেন দাদার মঞ্চে খেলতে। আর এবার উপস্থতি দাদার ভইপো । সে এসে 'দাদারকীর্তি' ফাঁস করতে পিছপা হবে না তা কিছুটা বোঝা গেল প্রোমো দেখেই ৷ এই এপিসোডের দর্শকের আসনে ছিল আরণ্যভের ভাই রিয়ান।

একটি প্রোমোতেই দেখা গিয়েছে, আরণ্যভকে দাদা জিজ্ঞেস করছেন তুই যেন কোথায় থাকিস ? আরান্যভের উত্তর, "বীরেন রায় রোড, তোমার বাড়ি।" এই উত্তর শোনার পরই 'দাদাগিরি'-তে উপস্থিত আর একটা প্রতিযোগী দাদাকে প্রশ্ন করে, "ও কি সত্যিই আপনার বাড়িতে থাকে?" তখনই বিষয়টা খুলে বলেন মহারাজা সৌরভ গাঙ্গোপাধ্যায় ৷ তিনি বলেন "আসলে আমি ওর জ্যাঠা হই।"

Dadagiri
দাদাগিরি-তে দাদার ভাইপো আরণ্যভ গঙ্গোপাধ্যায়

এরপর জ্যাঠা সৌরভ গাঙ্গোপাধ্য়ায়ের পর্দা ফাঁস করে ভাইপো আরান্যভ ৷ হাসতে হাসতেই বলে, "তুমি আমাকে খাওয়াওনি।" উত্তরে দাদা বলেন, "কেন খাওয়াইনি বল?" ছেলের উত্তর, 'বিজি ছিলে।" দাদা বলেন, "আমি তো ভাবলাম বলবি যে আমি কিপটে।" ভাইপো সপাটে উত্তর, "হ্যাঁ কিপটেও তো।" এরপর আর দেখে কে? রীতিমতো হাসির রোল ওঠে দাদাগিরির মঞ্চ । এভাবেই এগিয়ে জ্যোঠু আর ভাইপোর খুনসুটিতে এগিয়ে দাদাগিরি ৷ হাসি ও মজার এই পর্বটি দেখা যাবে আজ ।ইতিমধ্যেই সমাজ মাধ্যেমে দর্শকদের আগ্রহের পারদ চড়েছে । দাদার আরও কী কী পর্দা ফাঁস হতে চলেছে এই শনিবার সেটাই দেখার পালা।

দিন কয়েক আগে ইটিভি ভারতের প্রতিনিধিকে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, "আমি তো এখানে এসে বকে যাই। বাড়ি গিয়ে ভাবি যে কী করে এত বকি আমি? কোনওদিন ভাবিনি টেলিভিশনে এতদিন ধরে কাজ করব । তাও আবার ক্রিকেট টেলিভিশনে নয়, এন্টারটেইনমেন্ট টেলিভিশনে। এত মানুষের সঙ্গে আলাপ হয়, ভালোই লাগে। কত কথা জানতে পারি তাঁদের।"

আরও পড়ুন:

  1. 'প্রধান'-'টনিক'য়ের মতো হিট ছবি থেকে 'দাদাগিরি'র পরিচালনা, কীভাবে সামলান পরিচালক অভিজিৎ?
  2. দিদি নম্বর ওয়ানের মঞ্চ মাতালেন মমতা, অন্যরূপে রাজ্যের মুখ্যমন্ত্রী
  3. গোধূলি আলোয় একে অপরের হলেন রাকুল-জ্যাকি, দেখুন ম্যাজিক্যাল ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.