হায়দরাবাদ, 24 মার্চ: টেলিভিশনের পর্দায় মেগা হিটের পর এবার কপিল শর্মা শো ওটিটির পর্দায় ৷ শনিবার প্রকাশ্যে এসেছে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'য়ের ট্রেলার ৷ নেটফ্লিক্সের তরফে তা শেয়ার করা হয়েছে সোশাল মিডিয়ায় ৷ প্রতি শনিবার এবার ওটিটির পর্দায় বসতে চলেছে হাসির আসর ৷
এদিন নেটফ্লিক্সের তরফে ট্রেলার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "সময় এসে গিয়েছে এমন হাসির তুফান তোলার, যা আগে কখনও হয়নি ৷ কারণ সেই দল আবার ফিরে এসেছে ৷ আর এবার আমরা পৌঁছে গিয়েছি আন্তর্জাতিক স্তরে ৷ 30 মার্চ থেকে প্রতি শনিবার ঠিক রাত আটটায় হাজির হবে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো ৷"
2 মিনিট 10 সেকেন্ডের ট্রেলারে দেখা গিয়েছে বলিউডের একাধিক তারকা-সহ ভারতীয় ক্রিকেটারদের ৷ দেখা গিয়েছে রণবীরের কাপুরের সঙ্গে মা নীতু কাপুর ও রীধিমা কাপুরকে ৷ শোয়ে দেখা গিয়েছে আমির খানকেও ৷ পাশাপাশি নজরে এসেছেন, ক্রিকেটার রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ারকেও ৷ বাদ পড়েননি পরিচালক ইমতিয়াজ আলি, দিলজিৎ দোসাঞ্জ ও পরিণীতি চোপড়াও ৷
এর আগে শোয়ের বিষয়ে কথা বলতে গিয়ে কপিল শর্মা সুনীল গ্রোভার, ক্রুষ্ণা, কিকু ও রাজীবের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠার কথা বলেছেন ৷ পাশাপাশি, এই শোয়ে অর্চনা পুরণ সিংয়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তারও উল্লেখ করেছিলেন ৷ তারপর তিনি মজার ছলে বলেছিলেন, "আমরা সকলে অর্চনাজিকে ভালোবাসি ৷ আমাকে এই কথা বলতেই হবে কারণ অর্চনাজি আমার হাউস হেল্পকে বন্দি করে রেখেছেন ৷" দীর্ঘ সময় পর সুনীল গ্রোভার ফিরেছেন এই শোয়ে ৷ তিনি বলেন, "এই অনুভূতি ঘরে ফেরার মতো ৷ আমরা সেখান থেকেই শুরু করেছি ঠিক যেখানে ছেড়ে গিয়েছিলাম ৷"
নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধান তানয়া বামি এই শোয়ের বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন ৷ বিভিন্ন তারকার সমাগমে এই শো আগের থেকে আরও বেশি মজাদার ও বিনোদনমূলক হবে বলে তিনি বিশ্বাস করেন ৷ এখন শুধু অপেক্ষা 30 মার্চের ৷
আরও পড়ুন
1. 5 লক্ষের বিনিময়ে এক ঘণ্টা ! অনুরাগ কাশ্যপের রেটচার্ট দেখে 'থ' নেটপাড়া
2. ছবির পর্দায় মিউজিক মায়েস্ত্রো ইলাইয়ারাজার জীবনী, নাম ভূমিকায় ধনুশ